নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষানবিশকাল চলছে......

আফরোজ ন্যান্সি

ঈশ্বরী

আফরোজ ন্যান্সি › বিস্তারিত পোস্টঃ

প্রতিঘাত

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

ভোররাতের দিকে প্রচন্ড বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙে গেলো আনিসের। ধড়মড় করে বিছানায় উঠে বসলো সে। ইদানীং এই ব্যাপারটা খুব হচ্ছে; জোরে কোনো আওয়াজ শুনলেই বুকের মধ্যে ধড়ফড় করে তার। ধাতস্থ হতে কিছুটা সময় নিয়ে বেল টিপল। এই রাত দুপুরে একবার বেল টিপলেই কাজের মেয়েটা উঠে আসবে এমন মনে করা বোকামি, ও মোষের মতো ঘুমায়। আনিস কয়েকবার বেল টেপার পর ঢুলতে ঢুলতে সতেরো বছরের কুলসুম এসে দরজায় দাঁড়ালো। এক গ্লাস পানি চাইতেই আবার ঢুলতে ঢুলতে চলে গেলো। মেয়েটা অনেকটা বেড়াল স্বভাবের, নিঃশব্দে হাটে। বিছানায়ও বেড়ালের মতো গুটিসুটি মেরে থাকে, আনিস ঘুরিয়ে ফিরিয়ে মনের স্বাদ মিটিয়ে ওকে ব্যবহার করতে পারে, কোনো সাড়া শব্দ করে না কখনোই। সাড়া শব্দ করার কোনো উপায় ও অবশ্য ওর নেই। গ্রাম থেকে আনিস যখন ওকে নিয়ে আসে তখন ওর বয়স সাত, বাপ মা মরা মেয়ে, দেখার কেউ নেই। আনিসের বৌ এর সাথে ঘরের কাজে সাহায্য করতো তখন থেকেই। বৌ এর কথা মনে হতেই ভোঁস করে নিঃশ্বাস ফেলে আনিস, সামনের মাসে বৌ এর বাচ্চা হবে। বাচ্চা বিয়োতেই মায়ের বাড়ী গেছে। মেয়ে হবে না ছেলে সেটাই এখন চিন্তার বিষয়।
কুলসুম কখন পানির গ্লাস হাতে দাঁড়িয়েছে, আনিস অনেকটা চমকে ওঠে, পরক্ষণেই খেকিয়ে ওঠে "কিরে আওয়াজ করতে পারোস না? এমন ভূতের মতোন আইসা খাড়াস ক্যান"
ঢকঢক করে আনিস পানি খায়। তারপর ঘড়ঘড় করে বলে "এদিক আয়" । কুলসুম বেড়ালের মতো নিঃশব্দে আনিসের বিছানায় উঠে আসে।
এই ব্যাপারটা আনিসের খুব পছন্দ, মেয়েটা কখনোই হা না কিছু বলে না। বাধ্য মেয়ের মতো চুপচাপ আনিসের কথা শোনে। অবশ্য আনিসের মনে হয় অন্য কথা , তার নিজের যেমন চাহিদা আছে মেয়েটার নিশ্চয়ই আছে। বয়স তো আর কম হলো না। ওর ও নিশ্চয়ই আনিসের কাছে নিজেকে খুলে দিতে ভালোই লাগে।

সকালের ফিনফিনে আলোটা আনিসের পা স্পর্শ করতে আনিসের ঘুম ভাঙে। পাশেই মেয়েটা অঘোরে ঘুমাচ্ছে। আনিসের মেজাজটাই বিগড়ে গেলো। ধাক্কা মেরে ওকে বিছানা থেকে ফেলে দিলো আনিস। মেঝেতে পরে গিয়ে প্রথমে কুলসুম বুঝতেই পারে না কিছু। এর মধ্যে আনিস খেই খেই করে ওঠে, "তোরে না কইছি কাম শেষ হইলে নিজের জায়গায় গিয়া ঘুমাইবি সবসময়! আর একদিন যদি দেখি এই ঘরে ঘুমাইছোস তাইলে লাত্থি মাইরা মাঞ্জা ভাইঙ্গা ফালামু বেশ্যামাগী।"
***
আনিসের মেজাজ প্রচন্ড খারাপ। বৌ ফিরে এসেছে, তার কোলে শিশু কন্যা। এই ভয়টাই আনিস পাচ্ছিলো ।
আর কি ভয়ঙ্কর , দু'মাস যেতে না যেতেই আনিসের কেবল মনে হতে লাগলো তার মেয়ের চেহারা অনেকটা পাঁচতলার শফিউর সাহেবের তিন বছর বয়েসী মেয়েটার মতোই। পাশাপাশি দু'জনকে রাখলে কে বলবে এরা দুই বোন নয়!!!

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

বাকপ্রবাস বলেছেন: হুম।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

আফরোজ ন্যান্সি বলেছেন: জটিল মনঃস্তত্ত্ব বলা যায়

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: লেখাটি ভাল হয়েছে। কাহিনীটি পরিচিত।
আবেগ ১৮ +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

আফরোজ ন্যান্সি বলেছেন: ১৮ প্লাস ! হা হা

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার গল্প পড়ে নিউটনের তৃতীয় সূত্র মনে পড়ে গেল।
সাবলীল, ঝরঝরে লেখা। বেশ ভালো হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

আফরোজ ন্যান্সি বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

ওমেরা বলেছেন: যে খারাপ সে অন্যকেউ খারাপই সন্দেহ করবেই ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

আফরোজ ন্যান্সি বলেছেন: হ্যা তাই

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

শুভবাদী রোদ বলেছেন: কিছুটা হুমায়ুন আর কিছুটা তসলিমাঘেঁষা মনে হয়েছে। কিন্তু তাতে দোষের কিছু নেই। ভালোই লেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

আফরোজ ন্যান্সি বলেছেন: আপনার মন্তব্য হাস্যকর । ভালো থাকবেন

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে লেখাটা ভালো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

আফরোজ ন্যান্সি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.