![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।
বকুলের সৌরভ
নাসীমুল বারী
°°°°°°°°°°
ক্যাম্পাসের ক্যান্টিনেই পেয়ে যাই লুবাবাকে। কাছে গিয়ে বলি, ধন্য হোক তোমার আগমন এ ধরায়।
আচমকা আমার এমন কথায় ও ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ক্ষণিকপর বলে, মানে! আমার আগমন? আমি কি প্রধানমন্ত্রী, আমার আগমনের জন্য মিছিল করতে হবে?
-হুম।
-মানে?
-আমার মনের প্রধানমন্ত্রী নও তুমি?
তারপরই বুক পকেটে রাখা বকুলের মালাটা বের করে ওর হাতে দিয়ে বলি, শুভ জন্মদিন।
চমক নিয়ে বকুলের ওই মালাটার দিকে চেয়ে বলে, আমি- - -, -ব-কু-ল!
জানি তুমি তোমার জন্মদিনে কোন এতিম শিশুকে পোশাক কিনে দাও। খাতা-কলম কিনে দাও। আমি তোমার ওই রীতিকে বকুলের সৌরভে বরণ করতে চাই। বকুল শুকালেও সৌরভ ছড়ায়। তোমার চেতনাও বকুলের মতই সৌরভ ছড়াক অনন্ত।
মুচকি একটা হাসি দিয়ে আমার হাতটায় মুখ লুকায় ও।
#
এই সিরিজের অন্য গল্পগুলো
কিপটে গল্প : এক
কিপটে গল্প : দুই
কিপটে গল্প : তিন
কিপটে গল্প : চার
কিপটে গল্প :পাঁচ
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫৪
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।