![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নগ্ন আমি কিম্ভুতকিমাকার আমি সকল নষ্টের রাজা । আমি পতিতার ক্রন্দন নিটশের স্পষ্ট ব্যাঞ্জন । আমি ষোড়শীর টানটান স্তন প্রকৃতির নগ্নতা । আমি হিটলার করি ছারখার সকল পুরান আমি খলিফা করি সকল অন্যায়ের পরিত্রান । আমি বিনয় ,আমি মলয় করি চুঁচি আর রিরংসার ব্যাখ্যান । তুমি কে হে পথ দেখাও মোরে , আমি নিজেই রচিয়েছি ঈশ্বরের আখ্যান ।
২০,০০০
নেহাত কম ছিলনা,
অল্প অল্প করে গড়ছিলাম
আমার স্বার্থের পাহাড় ।
তুমি কোনদিন তাতে বাঁধা দাওনি
আমায় উৎসাহিতই করতেছিলে ,
এই ঘোর অমাবস্যায় নিমর্জ্জনে ।
প্রথমবার তোমায় যখন বলেছিলাম
আমার একটা আয়না চাই ?
অন্যের ধার করা আয়নায় আর চলছেনা ।
তুমি খুব কষ্ট পেয়েছিলে ।
বলেছিলে কি দরকার ছিল
অন্যের আয়নায় আমায় চুরি করে দেখার
নিজের করে নিলেই পারো ।
আমি কাঙ্গাল হরিনাথের মত
তোমার পানে চেয়ে দর্পণ ভিক্ষে চেয়েছিলাম ।
তুমি তোমার নুপুর বেচে
আমায় তোমার মনের আসনে স্থায়ী করেছিলে ।
আমার তাতেও সাধ মেটেনি
ছিলাম সুনামির মত ক্ষুধার্ত ।
ভূমি , হিমালয় আমার পায়ে সঁপেছিলে
আমি তাতেও তুষ্ট হইনি ।
বিনিময়ে চেয়েছিলে এতটুকু অবসর ,
তোমার জন্যে ।
নিজেরে গড়েছিনু মীরের মমে
প্রতিদানে কি পেলে ?
আমি চাইনা বাঁচতে তোমার জন্যে ২০,০০০ তম বসন্ত
ফিরিয়ে নাও তোমার দেয়া সবুজ চাঁদ , রাতের মিথ্যেগুলো ,
আমায় তোমার করে নাও প্রিয়ে ।
আমি আজ বড়ো ক্লান্ত ।
জীবন যেখানে হার মেনে ন্যায় ,
তুমি সেখানে জীবন্ত হয়ে ওঠো ।
এ ছলনা করোনা লক্ষ্মীটি
ফিরিয়ে নাও তোমার স্মৃতির আংটি ,
আমায় মুক্তি দাও তোমার রঙ্গিন স্বপ্নে ।
ছুটি দাও ।
আমি মিথ্যুক , আমি ভণ্ড
আমি পাপি , আমি ফারাও
শত সহস্র বছরের মুক্তির কাঙ্গাল
তোমার শাপে আমায় রাঙ্গিয়ে দাও
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯
নটু বলেছেন: শ্বাপদসংকুল !
সন্ন্যাসী হলেও প্রেমকে বর্জনের প্রতিজ্ঞা প্রেমকেই স্বীকৃতি দেয় ।
ভাললেগেছে জেনে খুশি হলাম ।
তার উপর আপনিই প্রথম আমার লেখায় মন্তব্য করলেন ।
মতামত দানের জন্য কৃতজ্ঞতা ।
শুভ কামনার জন্য ধন্যবাদ ....ভালোবাসা নেবেন ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
নির্বাসিত কবি বলেছেন: ভালবাসা বোধহয় এমনই,

মুক্তির লোভ দেখিয়ে বুকে ডেঁকে নিয়ে আর মন ভরে শ্বাস নিতে দেয়না।
ভাল লাগা +
ব্লগে স্বাগতম