![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো.....
হ্যা, কে বলছেন?
আমি গো আমি
আমি?? আমি কে?
চিনতে আমায় পারবে না
আমি সেটা জানি..
আশ্চর্য কে বলছেন?
কোন এক প্রদ্বীপ্ত সূর্যের নিভে যাওয়া কিরন আমি
কি গো শুনতে পাচ্ছো?
(একটু থমকে গিয়ে)
কিরন?
ইসস ভেবেছিলাম ফোনে পাবো না তোমায়
কত্তো বার ফোন করেছি
ফোন টা কাল নিয়েছি
এ কন্ঠস্বর নাকি তোমায় পাগল করতো
দেখো আজ সময়ের ব্যাবধানে সবটাই নচ্ছি
হাহাহা, হাসালে আমায়
যে গ্রীষ্মের দাবানলে আমাকে পুড়িয়ে
পিছ পানে একবার চেয়েও দেখো নি
তার হঠাৎই আজ
হেমন্তে আগমনের বার্তা?
হেমন্ত!
মনে পরে সেবার হেমন্তেে হয়েছিল
আমাদের প্রথম দেখা
প্রথম দেখাতেই যে ভুল টা করেছিলাম
তার গ্লানি আমায় আজো বয়ে বেড়াতে হচ্ছে
তাইতো নতুন ঘরের সন্ধানে হেটেছো
স্বামী,সন্তান পরিবার
সবটাই আজ হয়েছে তোমার
কিন্তু জনো হে সুন্দরী
আমি তোমাতে সবটা দিয়ে
আজ নিঃস্ব
তোমাকে অভিশাপ দিবো
বিধাতা সে শক্তি টুকুও
আমার থেকে কেড়ে নিয়েছে
যে ভালবাসার স্বপ্ন আমারা এঁকেছিলাম
তা তুমি ঠিকই সম্পূর্ন করেছো মেয়ে
শুধু আমাকে বিসর্জন দিয়ে
হ্যালো
হ্যা বলো
না আজ আর নয়
কিছু কথা জমা থাক
কোন কুয়াশা মোরা ভোরে
তোমার সম্মুখে দাঁড়াবো
তুমি কুয়াশার বুক চিরে উঠা
সূর্যের মতো উজ্বল চাহনিতে
আমায় মিলিয়ে নিও
আমার ঈশ্বর জানেন
আমি সেদিনও তোমারই ছিলাম
আর সেদিনও থাকবো
এটাই সত্যি,বাকিটা অসম্পূর্ন..... হ্যালো.....
হ্যা, কে বলছেন?
আমি গো আমি
আমি?? আমি কে?
চিনতে আমায় পারবে না
আমি সেটা জানি..
আশ্চর্য কে বলছেন?
কোন এক প্রদ্বীপ্ত সূর্যের নিভে যাওয়া কিরন আমি
কি গো শুনতে পাচ্ছো?
(একটু থমকে গিয়ে)
কিরন?
ইসস ভেবেছিলাম ফোনে পাবো না তোমায়
কত্তো বার ফোন করেছি
ফোন টা কাল নিয়েছি
এ কন্ঠস্বর নাকি তোমায় পাগল করতো
দেখো আজ সময়ের ব্যাবধানে সবটাই নচ্ছি
হাহাহা, হাসালে আমায়
যে গ্রীষ্মের দাবানলে আমাকে পুড়িয়ে
পিছ পানে একবার চেয়েও দেখো নি
তার হঠাৎই আজ
হেমন্তে আগমনের বার্তা?
হেমন্ত!
মনে পরে সেবার হেমন্তেে হয়েছিল
আমাদের প্রথম দেখা
প্রথম দেখাতেই যে ভুল টা করেছিলাম
তার গ্লানি আমায় আজো বয়ে বেড়াতে হচ্ছে।
তাইতো নতুন ঘরের সন্ধানে হেটেছো
স্বামী,সন্তান পরিবার
সবটাই আজ হয়েছে তোমার।
কিন্তু, জনো হে সুন্দরী
আমি তোমাতে সবটা দিয়ে
আজ নিঃস্ব।
তোমাকে অভিশাপ দিবো
বিধাতা সে শক্তি টুকুও
আমার থেকে কেড়ে নিয়েছে,
যে ভালবাসার স্বপ্ন আমারা এঁকেছিলাম
তা তুমি ঠিকই সম্পূর্ন করেছো মেয়ে
শুধু আমাকে বিসর্জন দিয়ে।
হ্যালো,
হ্যা বলো
না আজ আর নয়।
কিছু কথা জমা থাক
কোন কুয়াশা মোরা ভোরে
তোমার সম্মুখে দাঁড়াবো
তুমি কুয়াশার বুক চিরে উঠা
সূর্যের মতো উজ্বল চাহনিতে
আমায় মিলিয়ে নিও,
আমার ঈশ্বর জানেন
আমি সেদিনও তোমারই ছিলাম
আর সেদিনও থাকবো
এটাই সত্যি,বাকিটা অসম্পূর্ন.....
হ্যালো হ্যালো কিরন..........
(কিরন ফোনটা বন্ধ করে দিল।সূর্য অনেকক্ষন চেস্টা করেও ফোনে কিরন কে আর পেলো না..............)
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
নাজমুল হক সাগর বলেছেন: আপনার লেখাগুলো আমার অনেক ভালোলাগে
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !
লেখা টা মনে হয় দু' বার এসছে।
ভালোলাগা রাখলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
নাজমুল হক সাগর বলেছেন: ধন্যবাদ ম্যাম
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
মনিরা সুলতানা বলেছেন: কথোপকথন ধাঁচের লেখা আমার পছন্দের !!
এ লেখায় ফিরছি ......