![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরল মনের মানুষ, লেখালেখি করতে ভাল লাগে, শখের বসে লেখি। সময় কাটাই। মানুষের সাথে বন্ধুতা করতে চাই।
চোখ যেন নীল আকাশ
ধরেছে স্বপ্নের হাজারা তারা।
পাখির মত মন আমার
স্বপ্নের দুয়ারে দেবে পাড়া।
রাখবে কোথায় তুমি আমায়
ভেবে ভেবে পাগলপারা।
ডানা মেলে উড়ে গিয়ে
হয়ে যাবো ধ্রুব তারা।
মন যেন সবুজ বন
হাজার স্বপ্ন করেছ রোপন।
পাখির মত স্বভাব আমার
স্বপ্নের গাছে রবে সারাক্ষণ।
রাখবে কোথায় তুমি আমায়
ভেবে ভেবে পাগলপারা।
জোনাকী দলে মিশে গিয়ে
হয়ে যাবো শুক তারা।
হৃদয় যেন শান্ত সাগর
ছুঁয়েছে স্বপ্নেরা ঢেউয়ের অধর।
গাংচিল মন গুণে প্রহর
স্বপ্নের ঢেউয়ে বাঁধবে বাসর।
রাখবে কোথায় তুমি আমায়
ভেবে ভেবে পাগলপারা।
মুক্তার দলে মিশে গিয়ে
হয়ে যাবো আত্মহারা।
(১৪ই জুন ও ১৫ই জুন, ২০১৩)
সময়: রাত
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:৪২
সদালাপী। বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ২:২৯
মেহেদী হাসান '' বলেছেন: মুক্তার দলে মিশে গিয়ে
হয়ে যাবো আত্মহারা।
সুন্দর!!