নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলচোখে যা দেখি সব নীল না।

লেখিতে এবং পড়িতে ভালবাসি।

সদালাপী।

সরল মনের মানুষ, লেখালেখি করতে ভাল লাগে, শখের বসে লেখি। সময় কাটাই। মানুষের সাথে বন্ধুতা করতে চাই।

সদালাপী। › বিস্তারিত পোস্টঃ

নো এন্ট্রি।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

নো এন্ট্রি।

কামরুজ্জামান স্বাধীন।

=========



ভুল বুঝে ফিরে এসে দাড়ালে পাশে

ভালবাসি কথাটি শোধালে মিষ্টি হেসে।

আমার নেই কিছু করার, হৃদয় আকাশটা শুকতারার,

ধ্রুবতারা হয়ে আধারে পথ দেখায় সে ভালবেসে।





দিয়ে ছিলে যা নিয়ে ছিলে কেড়ে

নিঃস্ব আমায় সে দিয়েছে আঁচল ভরে।

আমার নেই কিছু ভাবার, হৃদয় জুড়ে তাঁর অধিকার

রবির আলো হয়ে তাঁর জীবনে রবো ভালবেসে।



সব হারিয়ে যখন দিশেহারা ছিলাম

জীবনের যোগ-বিয়োগে শেষে তাঁকে পেলাম।

আমার নেই কিছু চাওয়ার, তাঁকে ঘিরেই চাই বাঁচবার।

রূপালী আলো হয়ে তাঁর স্বপ্নে রবো মিলেমিশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.