![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ছোট ছিলাম দুনিয়ার ভুয়া নিয়মগুলা পাল্টাতে চেয়েছি কিন্তু পারিনি তাই নিজেকেই পাল্টাচ্ছি।
সিগারেট খাচ্ছি আর আর পুরোন দিনের কথা গুল মনে করছি..……সেই দিন তোমাকে দেখে আমি প্রথমবার কোন মেয়ের উপর ফিদা হলাম..…অন্য সব মেয়ে দের মত তুমি ছিলে না.…এক দম সাধারন ছিলে তুমি…কোন হৈ হল্লোরে তুমি যেতে না…যেমন আমিও চাইতাম না.…তোমার সাথে আমার কথা হয়েছে হাতে গোনা ৩ বার.…যখনই তোমার চোখে আমার চোখ পড়ত আমি কেমন যেন হয়ে যেতাম…জানি না তোমার ঐ চোখে কি ছিল..…তৎকালীন সময়ের সকল বন্ধুরা আমাকে আড়ালে তোমার দিয়ানা বলেই ডাকত… বিদায় অনুষ্ঠানের দিনে তুমি কালো রংয়ের শাড়ী পড়েছিলে.…সেই দিন থেকে আমার কালো পছন্দের রং.…সবাই জানতো এই বিড়াল কি রকম বদ রাগী ছেলে ছিলো.…কিন্তু তুমি তাকেও বদলে দিলে.…পরীক্ষার শেষে ফলাফল প্রকাশের দিন তোমার আর আমার শেষ দেখা হয়..…আজ প্রায় ৩ বছর ..…।তোমাকে আমি এখন ভুলিনি…তোমার বান্ধবীদের সাথের আলচোনা আমি লুকিয়ে যখন শুনি তুমি ভালো,উচ্চ শিক্ষিত কোন ছেলেকে জীবনে গ্রহন করবে, সেই থেকেই নিজেকে পাল্টানোর প্রচেষ্টায় নেমেছি..……তোমার পরে আমি আজ পর্জন্ত অন্য কোন মেয়ের দিকে তাকাইনি…বা চিন্তাও করিনা…সাহসের অভাবে তোমাকে কখনো বালা হয়নি ''ভালোবাসি তোমাকে''
বন্ধুরা কথা গুলো আমার নীজ জীবনের..…
কিন্তু তোমার ব্যাপার নিয়ে যখন বারান্দায় বসে ভাবছি আর স্মোক করছি.…তখনই আমার বাবা এসে আমার কান দুইটা ধইরা বলল.…'' কি রে তুই কবে থেইকা সিগারেট ধরলি আর কার কথাই বা এত ব্যাকুল মনে ভাবছিস.…কিন্তু আমি আমার বাবার চোখে তখন রাগ দেখিনি…দেখেছি স্নেহ.…আর তিনি বললেন…আর কক্ষনো সিগারেট খাবি না…???
আমার বাবার কথা আমি কিভাবে অমান্য করি???আর তোমাকেও তো পেতে হবে তাই না????
**হয়তো লেখাটা ব্লগের মত বড় মঞ্চে স্থান পাবার মত না.…তার পরেও নির্লজ্জের মত দিয়ে দিলাম…ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
©somewhere in net ltd.