নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
** আপনার লিখা কী পড়ছে না কেউ ? সবাই যাচ্ছে এড়িয়ে ? তবে আজই বাংলা ভাষার সবচেয়ে বড় কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগে রেজিস্ট্রেশন করুন !
যেখানে লিখবেন আপনি পড়বে পুরো বিশ্ব !!
** ৫২’র শহীদের রক্তে অর্জিত যে মাতৃভাষা আসুন তাকে সমৃদ্ধ করি আমাদের লিথায় । বিশ্বের সবচেয়ে বড় বাংলা কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগ , অপেক্ষায় আপনার মত ভাষাপ্রেমিকের জন্য !
** আমার ভাষায় পুরো বিশ্ব চিনুক আমাদের , সামহোয়্যার ইন ব্লগ বাংলা ভাষার সবচেয়ে বড় কমিনিটি !!
** এই দুর্মূল্যের বাজারে বিনামূল্যে ব্লগ পড়ুন সামহোয়্যার ইন ব্লগে !
** জানতে ও জানাতে
পড়ুন ও লিখুন
সামহোয়্যার ইন ব্লগে !!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই !!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৪
মিরোরডডল বলেছেন:
** এই দুর্মূল্যের বাজারে বিনামূল্যে ব্লগ পড়ুন সামহোয়্যার ইন ব্লগে !
এটাকে একটু মেলোড্রামা করা যায়।
এই দুর্মূল্যের বাজারে বিনামূল্যে ব্লগ পড়ুন।
কিন্তু কোথায়??
কেনো! সামহোয়্যারইন ব্লগ আছে নাহ
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরিব্বাস ! দারুণ বলেছেন ! চট্টগ্রামের ভাষায় বলি , " অনে তো মাত গড়ি দিয়্যুন !"
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০
শেরজা তপন বলেছেন: বাঃ কপি'তো বেশ জমে উঠেছে। দারুন
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঐ একটু সাহস দেখালাম আরকি !!
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: খুব ভালো হয়েছে, এখন কাজ শুধু এই লেখাগুলো ফেসবুকে শেয়ার করতে হবে সাইটের লিংক সহ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমাকেই করতে হবে ?
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৫
মুক্তা নীল বলেছেন:
আমার ভাষায় পুরো বিশ্ব চিনুক আমাদের , সামহোয়্যার ইন ব্লগ বাংলা ভাষার সবচেয়ে বড় কমিনিটি !! ------ অল্প কথায় চমৎকার হয়েছে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই বাক্যটি লিখতে আমার কতটা আবেগ যে নিংড়াতে হয়েছে তা কেবল আমিই জানি !! ধন্যবাদ আপনাকে !!
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২২
জ্যাক স্মিথ বলেছেন: না শুধু আপনাকে একা না সব ব্লগারগণ মিলে মাসখানেক ফেসবুকে মার্কেটিং করলে অনেক নতুন লেখক পাওয়া যাবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটাও অবশ্য ঠিক , তবে সব ব্লগার কী রাজি হবেন ? অনেকের তো আত্মসম্মানের একটা ব্যাপারও আছে !!
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৭
ফারহানা শারমিন বলেছেন: ভালো লিখেছেন ভাই। ফেইসবুকে শেয়ার করা যাবে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা ! আমার নাম উল্লেখ করে করলে আমার কোন আপত্তি নেই আপা । তবে প্রতিযোগীতায় আছি তো শেয়ার করা নিয়ে কোন বিধি নিষেদ আছে কিনা তা আমার জানা নেই , প্রশাসক ভালো বলতে পারবেন !
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১১
অপু তানভীর বলেছেন: এই কপি গুলো ঠিকঠাক ছবি ব্যবহার করে ফেসবুকে দেওয়া গেলে বেশ হবে !
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি আমার কৃতজ্ঞতা জানবেন । গতকাল থেকে আমার মাথায় কিছুই আসছিল না , আজ আপনার পোস্ট পড়বার পড় আল্লাহর রহমতে আমার মাথায় আসল । ধন্যবাদ , এতটা ভালো লিখেছি আমি তা জানতাম না !!
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই !!
দারুন দারুন আইডিয়া আসছে। আমি বেশ মজা পাচ্ছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একটা ব্যাপার খেয়াল করেছেন যত যাইহোক আমরাই( মানে সামুর ব্লগাররা ) কিন্তু আমাদের নতুন আইডিয়া দিয়ে থাকি !! এই ক্ষেত্রে আমরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আপন !
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯
কামাল১৮ বলেছেন: আপনার লেখাপড়া আছে অনেক বিষয়ে।আলোচনা করুন যুক্তি তথ্য প্রমান সহ।অপ্রমানিত বিষয়ে কথা বলা মানে মতামত দেয়া।মতামত যে কেউ দিতে পারে। মতামত দেয়ার অধিকার সকলের আছে।মতামত মানে প্রমান না।বিশ্বাস করার অধিকারও সকলের আছে।বিশ্বাসও কোন প্রমান না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অপ্রাসঙ্গিকতা আপনার ও আপনার প্রেমাস্পদের একটি অনন্য বৈশিষ্ট্য । কয়লা ধুলে যেমন ময়লা যায় না আপনাদেরও বোধ করি এই খাসলত যাবে না ।
আমার লিখাতে আমি যথেষ্ট পরিমাণে আমার সাধ্যমত যুক্তি , উপাত্ত, তথ্য ও যৌক্তিক সিদ্ধান্তমূলক প্রমাণ প্রদান করি । আমার কোন লিখাতে আমি আবেগিক প্রকাশ ততটা করি না যতটা যুক্তিকে প্রাধান্য দিই । অপ্রাসঙ্গিকতাকে আমি অপছন্দ করি । কারণ এটাই কুযুক্তির জননী ।
অপ্রমাণিত বিষয়ে কথা বলা মানে মতামত এটা আপনাকে কে বলল ? যেকোন অপ্রমাণিত বিষয়ে মানুষ প্রথম অনুমান করে সেই অনুমান যখন যৌক্তিক হয় তখন সেটাকে একটা প্রমাণ বলে ধরা হয় , যৌক্তিক অনুমান থেকে বিজ্ঞানের জন্ম দর্শনের জন্ম ! আমি যখন যৌক্তিকতার সাথে কথা বলব তখন আমার মতামতের গুরুত্ব বাড়বেই সেটা অপ্রমাণিত বিষয়ের জন্য হলেও । আর মতামত যদি প্রমাণ না হয় তবে পৃথিবীর অনেক কিছুই ফেলনা হয়ে যাবে যেমন আপনার আমার সাম্যবাদ ! প্রমাণ সব সময় চাক্ষুষ হয় না কামাল সাহেব কিছূ হয় বৌদ্ধিক আর কিছু পরোক্ষ !!
যুক্তিও অনেক সময় বিশ্বাস কর্তৃক চালিত হয় যেমন আপনার ও আপনার প্রেমাস্পদের যুক্তি সবসময় আপনাদের বিশ্বাস কর্তৃক প্রভাবিত ! আপনারা নিজেরাই আপনাদের বিশ্বাস নিয়ে প্রমাণ করতে চান । আপনাকেও যদি আপনার বক্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন করি আপনি ও আপনার প্রেমাস্পদের বিশ্বাস কেন্দ্রিক সব কিছু বিচার্যের ব্যাপারটা ধরা পড়বে । এমনিতেও পড়ে েই যেমন আপনার এই অপ্রাসঙ্গিক মন্তব্য একটি !!
উদ্দেশ্যবাদের মধ্য দিয়ে অনেক চাক্ষুষ প্রমাণ না থাকা জিনিসকে আমরা মেনে নিই , এমনকি এটা বিজ্ঞানও করে !! আশা করি এরপর থেকে প্রাসঙ্গিক কথা বার্তা বলবেন অপ্রাসঙ্গিকতা আর আওড়াবেন না !
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৩
নেওয়াজ আলি বলেছেন: বিমোহিত হলাম পাঠে
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর আমি আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম । ধন্যবাদ অগ্রজ !!
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৫২
কামাল১৮ বলেছেন: আমি কি কুযুক্তি দিলাম বুঝতে পারলাম না।অজ্ঞতার কুযুক্তি,পনপ্রিয়তার কুযুক্তি,চক্রাকার কুযুক্তি,খারাপ উদ্দেশ্যে কুযুক্তি,শুন্যস্থানে ঈশ্বর কুযুক্তি,ভন্ডামি কুযুক্তি,তালগাছ আমার কুযুক্তি,চেরি পিকিং কুযুক্তি আরো ১০/১৫ রকমের কুযুক্তি আছে।আমি কি কুযুক্তি দিলাম যদি একটু বুঝিয়ে বলেন,পরে সাবধান হবো।
আমি শুধু বলতে চেয়েছি ব্লগ জনপ্রিয় করতে হলে যুক্তি তর্ক বাড়াতে হবে।যুক্তি তর্ক কিসের উপর ভিত্তি করে হতে পারে।আপনার কোন লেখার কথা আমি উল্লেখ করি নাই।আপনি লাফদিয়ে এসে বললেন,আমি কলা খাই নাই।এটার কোন দরকার ছিল না।
বিশ্বাস একটা ধর্ম সম্পর্কিত শব্দ।বিশ্বাসের কোন সর্বজনসম্মত সংজ্ঞাও নাই।থাকলে আপনি দেন আমরা মিলিয়ে দেখি।দৃঢ় বিশ্বাস থেকে জন্ম হয় অন্ধবিশ্বাসের।যেটা আবার সিজোফ্রেনিয়া রোগের একটা লক্ষন।
বিশ্বাসের জন্ম হয় আস্থা থেকে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে এখানে আমি কোথায় বললাম আপনি কুযুক্তি দিলেন ? আমি তো বললাম আপনি অপ্রাসঙ্গিক কথা বললেন । আপনি এত কুযুক্তি সম্পর্কে জানেন অথচ এটা জানেন না অপ্রাসঙ্গিকতা কুযুক্তির প্রধান তম স্তর সেটা সব কুযক্তির ক্ষেত্রে ।
আমি শুধু বলতে চেয়েছি ব্লগ জনপ্রিয় করতে হলে যুক্তি তর্ক বাড়াতে হবে।যুক্তি তর্ক কিসের উপর ভিত্তি করে হতে পারে।আপনার কোন লেখার কথা আমি উল্লেখ করি নাই।আপনি লাফদিয়ে এসে বললেন,আমি কলা খাই নাই।এটার কোন দরকার ছিল না।
কেন আপনি অযথাই অপ্রাসঙ্গিকভাবে এমন কথা যেখানে সেখানে বলবেন ? আমি কী এই প্রসঙ্গ নিয়ে কিছু লিখেছি নাকি আমি আমার পোস্টের কমেন্টে অন্যের মনের ভাব জানার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি । আপনি কী মানুষের বাড়ি বাড়ি গিয়ে গায়ে পড়ে এসব বলেন ? কী অদ্ভুত মানুষ আপনি ? আমাকে উল্টা পাল্টা বলবেন অযথাই আবার আমি বললে বলবেন আমি লাফ দিয়ে বলি আমি কলা খাই নাই --- ভাই আপনার মত আমি এতটা মনোঃবৈকল্যে ভুগি না এসব আপনার প্রেমান্পদের সাথে যত ইচ্ছা করুন । আমি আপনার প্রেমিকা না যে আপনার অযথা কথা নিয়ে আমি আপনার প্রশংসা করব !
বিশ্বাস একটা ধর্ম সম্পর্কিত শব্দ।বিশ্বাসের কোন সর্বজনসম্মত সংজ্ঞাও নাই।থাকলে আপনি দেন আমরা মিলিয়ে দেখি।দৃঢ় বিশ্বাস থেকে জন্ম হয় অন্ধবিশ্বাসের।যেটা আবার সিজোফ্রেনিয়া রোগের একটা লক্ষন।
বিশ্বাসের জন্ম হয় আস্থা থেকে।
পৃথিবীর কোন কিছুই সর্বজন সম্মত না , স্কিজোফ্রেনিয়ার বিশ্বাস আর স্বাভাবিক মানুষের দৃঢ় বিশ্বাসের মধ্যে অনেক তফাত আছৈ সেটা আপনার সাইকোলজি ও মনোরোগের সম্পর্কে সঠিক ব্যাখ্যা নেই বলে বলছেন । আমি বিশ্বাস নিয়ে যদি লিখি তবে আমি আমার যুক্তি দেব । আপনাকে আগেও বলেছি আমি অপ্রাসঙ্গিক কথা পাড়ি না । আপনার যদি অপ্রাসঙ্গিক কথা পাড়তে ইচ্ছে হয় তবে আপনার প্রেমাস্পদের কাছে যান । দয়া করে প্রাসঙ্গিক কথা বললে বলেন না হলে চুপ থাকেন ।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো। হুট্ করে মাথায় এলো।
রবীন্দ্রনাথ সামহোয়্যারইন কখনো ব্লগিং করেননি। তাতে কি ?
আপনি করবেন। মনে রাখবেন , রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তিনি ব্লগার হতেন সামহোয়্যারইনে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরিব্বাস দারুণ !!
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটা ব্যাপার খেয়াল করেছেন যত যাইহোক আমরাই( মানে সামুর ব্লগাররা ) কিন্তু আমাদের নতুন আইডিয়া দিয়ে থাকি !! এই ক্ষেত্রে আমরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আপন !
ইয়েস। তবে সবাইকে গনহারে আপন ভাবা ঠিক হবে না। ভাত খেতে গিয়ে কি মাঝে মাঝে কনা পান না?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেটাও ঠিক !!
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪
জুল ভার্ন বলেছেন: চমতকার শ্লোগান! +
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ অগ্রজ !!
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।