নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারদের নিয়ে একটি প্যারোডি !!

২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৩




কিছু ব্লগারকে নিয়ে মজার ছলে একটা প্যারোডি লিখে ও গেয়ে ফেললাম (খালি গলায়) ।

একদম রসিকতার জায়গা থেকে এই প্যারোডিটি তৈরী করা , কারও প্রতি অসম্মান দেখিয়ে নয় । তাই সবার প্রতি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যিক দৃষ্টি কামনা করছি !!

মূল গানটা হলো বিখ্যাত পরিচালক ও শক্তিমান অভিনেতা প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ও অভিনীত সিনেমা “ এখনই সময় ” এর “আমি রাজ্জাক হইলাম” । এই গানটি আমি প্রথম শুনি আমার বাবার গলায় , আর এই কারণে এই গানের সুর আমায় গলায় ধারণ করলেই গলায় একগাদা কষ্ট দলা পাকিয়ে যায় । বাবা ভীষণ সংগ্রাম করেছেন জীবনে । গায়ক হবার একটা বিশাল স্বপ্ন থাকলেও সেটা আর পূরণ হয়নি । তাই গানটা গাইতে গেলে বাবার এই কষ্টটা আমার মনে স্থানান্তর হয়ে যায় । তাই পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল করে থাকি তার জন্য !!

যাইহোক প্যারোডিটা হলো এই :



আমি শেরজা হৈলাম না
সোনাবীজ হইলাম না , হায়রে
আল্লাহ কেন অপু (তানভির অপু) কইরা জনম দিলো না !!


অপু আর শেরজা তপন হরেক রকম লেখে
সোনাবীজও কম যায় না তয় , গান লইয়া থাকে


অর্ক হইলো মাসুদ রানা বাঁধনে জড়ায় না
শূণ্য (শূণ্য সারমর্ম) শুধু প্রশ্ন করে বেশি কিছু কয় না

পদাতিক আর নীল আকাশ লিইখা কুল তো পাইলো না
আল্লাহ’য় কেন জিএস (আহমেদ জি.এস) কইরা জনম দিল না !



কোন মাইয়া ব্লগার যদি পিরিত লইয়া লেখে
সবাই দেখি হুমড়ি খাইয়া পইড়া কমেন্ট লেখে

সাচু (সাড়ে চুয়াত্তর) মিয়ার লগে নারীকুলের ভাব জমে
আজিজ (শাহ আজিজ) মিয়ার যৌবন দেখি একটুও না কমে


ড্যাশিং ড্যাশিং পিরিত লিখা আমি ক্যান যে লিখলাম না
আল্লাহ’য় কেন শায়মা কইরা জনম দিল না ।।



বাহাদুর জটিল তালিমালি দিয়া
এমন তর প্যারোডি লেখে রসিয়া রসিয়া


অধীতি আর মাইদুল (মাইদুল সরকার) দুজন দারুণ মনের মানুষ
বুনোগানের চিন্তা দেইখা মন হইয়া যায় ফানুশ

ছবির মতন ছবি আমি ক্যান যে তুলতে পারলাম না
আরেহ সেলিম ভাইয়ের মত হরদম পদ্য লিখতে পারলাম না

আল্লাহ’য় কেন দস্যু ( মরুভূমির জলদস্যূ ) কইরা জনম দিল না ।।


ইসিয়াক আর স্প্যানকড দারুণ প্রেম মাখিয়া
শতশত পদ্য লেখে মনটা যায় গলিয়া

জ্ঞানী ঈশ্বরকণা দারুণ কমেন্ট লেখে
হাস্যময়ী মিরোরডলের লাস্যময়ী লাগে


জব্বর কিছিম স্মৃতিভুক হায় আমি হইতে পারলাম না
আল্লাহ’য় কেন আলী (ড. এম.এ. আলী) কইরা জনম দিল না ।।


আমি জাদিদ হইলাম না
জানা ভি হইলাম না হায়রে
আল্লাহ কেন তাগো মত আমায় গড়ল না !!


রচনাকারী ও গায়ক: নিবর্হণ নির্ঘোষ ।।




মন্তব্য ৭৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

মোগল সম্রাট বলেছেন:
অসাধারণ!! :)

২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ জাঁহাপনা :D । আমার ব্লগাস্তানায় এই প্রথম আসলেন । সেলাম জানবেন !!

২| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

শেরজা তপন বলেছেন: গিটার কই?
আমি শরম পাইলাম :``>>

২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গিটার ছাড়াই গাইলাম । এই গানের তাল অনেক কঠিন । আমার পক্ষে অসম্ভব !! তাই খালি গলায় গাইলাম !!

আপনার শরম পাওয়া দেখে তো আমিই লাজুক হয়ে যাচ্ছি। আপনার মতন ড্যাশিং ব্লগার যদি শরম পায় তো কৈ যামু !!!!!!!!

৩| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:০৬

শায়মা বলেছেন: হা হা সত্যিই ভালা হইসে ভাইয়ু ইচ্চু.......


অন্যভাইয়া পিচ্চু হলে তুমি ইচ্চু.........

কেনো ইচ্চু চিন্তা করে বের করো.....

২৯ শে মে, ২০২৩ রাত ৮:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !

আমি ইচ্চু কারণ আমি ইঁচড়ে পাকা তাই !! B-)

৪| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:০৮

মিরোরডডল বলেছেন:



বাহাদুর জটিল তালিমালি দিয়া
এমন তর প্যারোডি লেখে রসিয়া রসিয়া


:)

২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা মূল গানের সাথে তাল মেলাতে বলা ।

তবে জটিল ভাইকে নিয়ে কিছু ভাবতে আমার বেগ পেতে হয় না কেন জানি ;)

৫| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:০৯

মিরোরডডল বলেছেন:



বুনোগানের চিন্তা দেইখা মন হইয়া যায় ফানুশ

হা হা হা...... দারুণ!!!
বুনোকে নিয়ে যে লিখেছে এটাই আমার ভালো লেগেছে :)

২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বুনো হলো আমার আরেক ভালো লাগার ব্লগার । এখানে যারা আছে ও নেই তারাও আমার প্রিয় বটে । তবে বুনোর চিন্তা দারুণ !!

৬| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:



ওয়েল ডান নির্বংশ।
আনন্দ পেলাম।
খালি গলায় গাওয়াতে বেশি ভালো লাগলো।

২৯ শে মে, ২০২৩ রাত ৮:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !!

হ্যাঁ আনন্দের জন্যই করা আপা !!

খালি গলায় না গাইলে এই গানটা জমতো না !!

৭| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:২১

শেরজা তপন বলেছেন: হাস্যময়ী মিরোরডলের লাস্যময়ী লাগে
এইডা আপনি ক্যামনে আবিস্কার করলেন? জলদি লিঙ্কটা পাঠান...

২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাইজান ,

লিংক নাই । হৃদয় দিয়া বুঝেছি , আমি আবার কামেল প্রেমিক ব্লগার কিনা B-) । আসলে এখানে বুঝাতে চাইছি যে মিরোরডডলের কমেন্ট লাস্যময়ী লাগে আরকি !

৮| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিরোর হাস্যমযী, লাস্যময়ী লেখক কেমন করে জেনে গেল? এটা দেখছি মহাচিন্তার কিষয়!

২৯ শে মে, ২০২৩ রাত ৮:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হৃদয় দিয়ে ভাইজান । আমি তো কামেল প্রেমিক ব্লগার ।

য়্যে মানে এইভাবে ধরা খাবো বুঝি নাই । পিঠ বাঁচাইতে মনে হয় বলার লাগবেই লাগবে !!

সে আমার বড় বোন বড় আদরের বড় বোন...........................

৯| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন:




তবে জটিল ভাইকে নিয়ে কিছু ভাবতে আমার বেগ পেতে হয় না কেন জানি

জমজ ভাইতো!

২৯ শে মে, ২০২৩ রাত ৮:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: B-))

সে ঠিক !

তবে সবার দেখছি তোমাকে নিয়ে খুব আগ্রহ ! ফেঁসে গেলাম না তো আমি .......................

১০| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন: লিংক নাই । হৃদয় দিয়া বুঝেছি , আমি আবার কামেল প্রেমিক ব্লগার কিনা B-)
হায় হায় কন কি? আপু কিন্তু আপনার সিনিয়র :``>> :`>

২৯ শে মে, ২০২৩ রাত ৮:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওমা বড় আপারেও কী হৃদয় দিয়া দেখা যায় না !!

হৃদয় ক্যান খালি প্রেমিকার জন্য থাকবে , হৃদয় তো সবার জন্য হেহহেহেহেহেহেহেহেহ !!

ইয়ে মানে গতকালের কমেন্ট মনে নাই !!!

১১| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আহা বেশ বেশ।

২৯ শে মে, ২০২৩ রাত ৮:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান । সত্যিই আপনার মত হরদম কবিতা লিখতে পারলে নিজেরে বড় মনে করতাম !!

১২| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ্
- প্যারোডি ভালো হইছে, খালি গলায় বেশ জমিয়েছেন। তবে টুংটাং কিছু বাদ্য হইলে আরো জমে যেতো। + রইলো।

২৯ শে মে, ২০২৩ রাত ৮:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান ,

টুং টাং কিছু দিতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু আমি নিরূপায় !!

১৩| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাহ্ ! আমার লাজুক বড় আপাটা চলে গেল ,

এবার ব্লগ কে মাতাবে ?

১৪| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:১৪

মিরোরডডল বলেছেন:



হৃদয়তো সবার জন্য

ওয়েল সেইড নির্ব :)

হৃদয় হচ্ছে আকাশের মত বিশাল!
যা লক্ষ কোটি নক্ষত্র ধারণ করে।

আড্ডা দেয়ার ইচ্ছে থাকলেও আজকের মতো এখন যেতে হচ্ছে।
you guys have fun :)
শুভ রাত্রি।

২৯ শে মে, ২০২৩ রাত ৯:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক আপা এলে তো !!

আসলেই তাই হৃদয় অনেক বড় বিষয় এই যেমন এই হৃদয়ে পুরো ব্লগটাকেই ঠাঁয় দিলাম !!

ইশ্ তুমি থাকলে ভালো হতো !! যদিও আড্ডা মনে হয় আর হবে না অন্তত এই পোস্টে , শুভরাত্রি আপা !!!

১৫| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:১৫

অধীতি বলেছেন: আজিজ মিঞার অনন্ত যৌবন। ওনারে সাধক বানাইতে হইবো।

২৯ শে মে, ২০২৩ রাত ৯:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মুরিদ আপনি হৈতে পারলে আমারে বৈলেন ।

তবে মনে হয় না উনি আর দরগা খুলবেন । কী আর করা , এই জীবনে আর মনে হবে না !!

১৬| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:২১

ডার্ক ম্যান বলেছেন: অনেক আগে সামুর কয়েকজন ব্লগারকে নিয়ে "তুমি না থাকলে" গানটার অনুকরণে লিখেছিলাম। সেটা খুঁজে পাচ্ছি না। পেলে আপনাকে জানাবো

২৯ শে মে, ২০২৩ রাত ৯:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ ভাই অবশ্যই ।

আলবাত দেবেন । পড়বার আমার স্পৃহা ধরে রাখতে পারছি না !!

১৭| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:২৬

রানার ব্লগ বলেছেন: প্যারোডি মজার ছিলো ।

২৯ শে মে, ২০২৩ রাত ৯:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা !

জেনে ভালো লাগল অগ্রজ !!

ধন্যবাদ !!

১৮| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:৪১

শায়মা বলেছেন: উফফ শেষ হলো!

এতক্ষনে একটু ফ্রি হতে পারলাম।

যাইহোক আরও আরও প্যারোডি লিখে গেয়ে শোনাও পিচকু।

২৯ শে মে, ২০২৩ রাত ৯:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পুরো ছাড় পেয়েছো কাজ থেকে নাকি আরও বাকী !!

আর তুমি তো বললে না ইচ্চুর মানে ঠিক মত বলতে পারলাম কী না !!

১৯| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ইয়েস ইচ্চুপিচ্চু ঠিক আছে।

পুরো ছাড় কি জীবনে কেউ পায়!!!

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হায় হায় এই কথা তোমার থেকে শোনার লাগলো ??

আমি তো জানতাম তুমিই কাউকে কিছুকে ছাড় দাও না .............................

সে যাক , আমি কিন্তু বুদ্ধিমান কী বল হ্যাঁ ?

২০| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:৪৮

ইসিয়াক বলেছেন:







দারুণ! সত্যি সত্যি দারুণ লাগলো।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহ্ !

ভাইজান ভালোবাসা জানবেন !!

২১| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:৫৪

জটিল ভাই বলেছেন:
জটিলভাবে মনের কথা বলে দেবার এরচেয়ে মোক্ষম অস্ত্র আর কি হতে পারে? =p~
আমাকে স্মরণ করার জন্যে আন্তরিক জটিলবাদ জানাই :)
নিচের প্যারোডিটা কমপ্লিট করা যায় কি? :P

ঐ ছেমড়া তোর কপাল ভালো,
আমার চোখের নজর পইরাছে!


বি.দ্র. নজরটা কিন্তু আমার না =p~

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলেই প্যারোডির ওপর আর কিছু নাই !!

আপনারে মনে থাকলে চলে মিয়া !!

আর এই প্যারোডি দেইখা আরেকটু হলে হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ে যেতাম !! ভাই আপনি ভালোই পারেন হাহাহাহাহা

২২| ২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


প্রশ্ন করা যাবে না মনে হচ্ছে।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা ।

না না , আপনি আপনার প্রশ্ন চালিয়ে যান । আপনার বিশেষত্বটাই তো হলো প্রশ্ন করা ! এটা ছাড়বেন না প্লিজ !! আশা করি এই প্যারোডিতে কোন আপত্তি নেই আপনার !!

২৩| ২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: ভাল্লাগ্লো ।


ভাল থেক । B-)

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ বাহ্ !

আপনি এলেন তবে , ধন্যবাদ অগ্রজ !!

আপনিও ভালো থাকবেন , আবার নিয়মিত হবেন আশা রাখি !!!!

২৪| ২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪৪

শেরজা তপন বলেছেন: আজিজ ভাইকে অনেকদিন পরে দেখলাম। সুস্থ্য আছেন ভাই?

* সিনিয়র বললাম ক্যান বোঝেন নাই। গতকালের সুত্র এই সুরে গাঁথা :)

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ অনেক দিন পর ওনাকে দেখলাম !!

হ্যাঁ এখন বুঝতেছি !! গতকালে বেশি তরল কথা বলে ফেলেছি । হাহাহাহা হাহাহাহাহা !!!

২৫| ২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: গানটা খালি গলায় ভালো গেয়েছেন।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ অগ্রজ !

বহুদিন পর আমার ব্লগাস্তানায় আপনাকে পেলাম । ভালো আছেন নিশ্চয়ই !!

২৬| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:১৫

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

২৯ শে মে, ২০২৩ রাত ১১:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই প্রথম আপনাকে আমার ব্লগাস্তানায় পেলাম !!

স্বাগতম দাদা ! ধন্যবাদ জানবেন !!!

২৭| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো হয়েছে। ভেরী গুড।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাচু ভাই !! শুভ কামনা রইল !!

২৮| ৩০ শে মে, ২০২৩ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান !!

২৯| ৩০ শে মে, ২০২৩ রাত ১২:৩৮

ঘুটুরি বলেছেন: দারুন হয়েছে।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ , এই প্রথম আপনি আমার ব্লগে এলেন !! স্বাগতম আপনাকে

৩০| ৩০ শে মে, ২০২৩ রাত ৯:৫৪

চারাগাছ বলেছেন: বাহ!
অনেকেই আছে। রাজীব নুর হয়ে জনম নিতে মন চায়না?

৩১| ৩০ শে মে, ২০২৩ রাত ৯:৫৪

চারাগাছ বলেছেন: বাহ!
অনেকেই আছে। রাজীব নুর হয়ে জনম নিতে মন চায়না?

৩২| ৩০ শে মে, ২০২৩ রাত ৯:৫৪

চারাগাছ বলেছেন: বাহ!
অনেকেই আছে। রাজীব নুর হয়ে জনম নিতে মন চায়না?

৩৩| ৩০ শে মে, ২০২৩ রাত ৯:৫৪

চারাগাছ বলেছেন: বাহ!
অনেকেই আছে। রাজীব নুর হয়ে জনম নিতে মন চায়না?

৩৪| ৩০ শে মে, ২০২৩ রাত ৯:৫৬

চারাগাছ বলেছেন: বাহ!
অনেকেই আছে। রাজীব নুর হয়ে জনম নিতে মন চায়না?

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নাহ্ !

কারণ উনি হয়ে জন্ম নিলে তো আমাকে যা বলতে হবে তা তো আমারই বিরুদ্ধচারণ !!!

৩৫| ৩১ শে মে, ২০২৩ রাত ৮:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্যারোডি সুন্দর হইছে

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !!

৩৬| ০১ লা জুন, ২০২৩ সকাল ৭:৫৪

অপু তানভীর বলেছেন: আমি আগেই বলেছি আপনার ভেতরে প্রতিভার অভাব নেই । এই জিনিসটা কাজে লাগান । একটা যুতসই প্লাটফর্ম যদি খুজে বের করতে পারেন, তাহলে দারুন হবে ।

৩৭| ০১ লা জুন, ২০২৩ সকাল ৭:৫৫

অপু তানভীর বলেছেন: আমি আগেই বলেছি আপনার ভেতরে প্রতিভার অভাব নেই । এই জিনিসটা কাজে লাগান । একটা যুতসই প্লাটফর্ম যদি খুজে বের করতে পারেন, তাহলে দারুন হবে ।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আস্তাগফিরুল্লাহ !

কী যে বলেন , এই এক আধটু চেষ্টা করছি আর আল্লাহ চেষ্টায় সফলতা দেয় এই আরকি !! আর প্ল্যাট ফর্ম সেটা কখনও জুটবে বলে মনে হয় না !!

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য !!

৩৮| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নামটি আমার দেখার
অমন্ত করতে অস্থির
কিন্তু সামু দিলনা স্বস্থির
যাক এবার তবে দিলাম লাইক
আনন্দে হাতে নিলাম মাইক।

ভায়া দারুন হয়েছে।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান !

হ্যাঁ সামুর অসুস্থতার কারণে কিছুদিন যাতনার মধ্যে আমরা সবাই ছিলাম । এখন আর নাই আল্লাহ দিলে !!

আর আপনার এই ছড়ায় ছড়ায় মন্তব্য দারুণ এক উদ্ভাবন ! চালিয়ে যান !

৩৯| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা সবাইকে তুলে ধরেছেন। এমনকি আমিও আছি আপনার আলোচনায়। তবে কমেন্টে দেরির জন্য আমি কিন্তু এতোটা দোষী নাই। ফেবুতে এই পোস্টটি দেখে এসেও আমি ঢুকতে পারিনি। বেশ ভালো লাগলো আপনার এমন একসূত্রে গাঁথা।
পোস্টে লাইক।
শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান ।

আমার অবশ্য ঘাম ছুটে গেছে এই প্যারোডি তৈরী করতে । ভালো লাগলো আপনি পড়েছেন বলে তবে শুনেছেন কিনা জানি না !!

আপনিও শুভেচ্ছা জানবেন এই ব্রাত্যের পক্ষ থেকে !!!

৪০| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৪

অর্ক বলেছেন: খুব ভালো লাগলো। প্রচুর আনন্দ পেলাম খালি গলায় আপনার গান শুনে। সম্মানিত হলাম আমাকে রেখেছেন দেখে। লেখায় আপনার বাবার সঙ্গীত শিল্পী হবার আকাঙ্খার ব্যাপারাটা জেনে আমি সত্যি খুব স্নিগ্ধ হলাম। মানুষের শিল্প চর্চার এই আগ্রহ, উদ্দীপনা আমাকে যার পর নেই সঞ্চারিত করে। গভীরভাবে অনুভব করি যে, পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক তারা। শ্যামল মিত্রের গানের দুটি কলি মনে পড়ছে, “জীবনও বৃন্তের থেকে ঝড়ে/ কতো যে স্বপ্ন গেছে ঝরে...”। নিশ্চিতরূপেই মঞ্চের নির্দিষ্ট পরিধিতে সবার স্থান হয় না। আর কী বলি!

ভরপুর শুভেচ্ছা থাকলো।

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্য দেখে আমিও বিস্মিত হয়ে গেছি । কী বলব খুঁজে পাচ্ছি না ।

নিশ্চিতরূপেই মঞ্চের নির্দিষ্ট পরিধিতে সবার স্থান হয় না।

ঠিক বলেছেন , আসলেই হয় না । আর তাই বাবা এখন ভয় পান আমার গান নিয়ে মাতামাতি দেখে । তিনি এই ভয় পান যে গান নিয়ে চলতে গিয়ে যদি জীবন থেকেই সটকে পড়ি কিংবা ছিটকে যাই , এই ভয়ে তার অমত গান নিয়ে কিছু করবার !!

সে যাক , শ্যামল মিত্রের আরেকটি গান আছে না ,

" জীবন খাতার প্রতি পাতায় ,
যতই লেখ হিসাব নিকাশ
কিছুই রবে না ..............."

এটা ভেবেই এখন এগিয়ে যাই ।

আপনার মন্তব্য পড়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে ভালো থাকবেন সবসময় , আর হ্যাঁ ব্লগেও নিয়মিত হবেন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.