নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

মাল্টিকে অনুসরণ করলাম B-)

৩১ শে মে, ২০২৩ রাত ৮:৪৪





বেঁচে না থাকবার ইচ্ছেটা নেশার মত ,
বারবার তাড়া করে আর ডোপামিনের ঝড় তোলে
নিজেকে অপ্রয়োজনীয় মনে হলেই মনে হয়
হয় কোন ঝড়ে হারিয়ে যাই অথবা অহনের ফাঁসে পড়ি ঝুলে !!



সবাই সুস্থ থাকুন ও সামুর সাথেই থাকুন ! আমিও ইতিহাসের সাক্ষী হবার বাসনা রাখলাম :P




মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৩ রাত ৮:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজাইরা কথাবার্তা, মাইর দেওনের কাম

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সত্যি আপা !

ঝুলে যেতে ইচ্ছে করে !!

২| ৩১ শে মে, ২০২৩ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: খুব ভাল।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাই !!

৩| ৩১ শে মে, ২০২৩ রাত ৯:২৭

আমি সাজিদ বলেছেন: মাল্টি হওয়ার আশাহত হলেন নাকি? আপনার গান সাহিত্য কি আমরা আর পাবো না?

৪| ৩১ শে মে, ২০২৩ রাত ৯:২৭

আমি সাজিদ বলেছেন: মাল্টি হওয়ায় আশাহত হলেন নাকি? আপনার গান সাহিত্য কি আমরা আর পাবো না?

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ , আল্লাহ চাইলে চলতে থাকবে , যদি আল্লাহ চাইলে ঝুলে না পড়ি তো !!

৫| ০১ লা জুন, ২০২৩ সকাল ১০:৩৭

নূর আলম হিরণ বলেছেন: হঠাৎ মাল্টি নিয়ে আগ্রহী কেনো?

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার আগ্রহ নেই তো ! শায়মা আপাই বানিয়ে দিল কী আর করা শায়মা আপার চাপে মাল্টি হলাম !!!

৬| ০১ লা জুন, ২০২৩ সকাল ১০:৩৭

নূর আলম হিরণ বলেছেন: হঠাৎ মাল্টি নিয়ে আগ্রহী কেনো?

৭| ০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০০

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: সত্যি আপা !

ঝুলে যেতে ইচ্ছে করে !!


ঝুলে পরার খুব শখ হয়েছে?
আমাদের হেল্প লাগলে বলবে।
আমি শায়মাপু আমরা গিয়ে সেটআপ করে দিয়ে আসবো।
চেক করে মেইক সিওর করবো যে দড়িতে ভেজাল নাই বা চেয়ারের পায়াতে সমস্যা নাই।
যেন ঝুলে পরলে দুর্ভাগ্যক্রমে আবার বেঁচে না যায়।

০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা এসে পড়ো !

মরার আগে তোমাকে দেখে মরতে পারবো । তুমি তো আবার নিজেকে লুকিয়ে রাখো । খুব একটা চেহারা দেখাও না । তাই এসে পড় আপা , দেখে ঝুলে পড়ি !!

তাড়াতাড়ি এসে পড়ো আপা নাহলে বলা যায় না নিজ দায়িত্বে উদ্যোগ নিলে তোমাদের আর দেখা হবে না !!!

৮| ০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০২

জ্যাকেল বলেছেন: মাল্টি!

০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হরে ভাই !

বিশিষ্ট মনোবিজ্ঞানী শায়মাপার এক জটিল রোগ ধরা পড়েছে , এর নাম মাল্টিনিকোফোবিয়া !

এই রোগে যে আক্রান্ত হয় তার আশেপাশে থাকা সবাই আইডেন্টি ক্রাইসিসে ভোগে । আমি ভুগছি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.