নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
আচ্ছা এই যে এখন ব্লগের অসুস্থ সময় চলছে ,
এই সময়টা কী আমাদের এই ভাবাচ্ছে না যে সামু না থাকলে আমরা কেমন হয়ে যাবো !!
আমার দম বন্ধ হয়ে আসছে । নৈরাশ্যকর সময়ের সাথে পাল্লা দিতে আমার সামুতে ঢোকা । এখন দেখছি খুব বেশি ভালোবেসে ফেলেছি সামুকে । যদিও ভালোবাসা বলে কিছু নেই , তবুও সামুকে ভালোবাসি !!
সামুর জন্য রইল মহীনের ঘোড়াগুলির এই গান !! আমিও বসে আছি কবে সামু সুস্থ হবে আর সুদিন কাছে আসবে !!
০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৩৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথমে পোস্ট পড়া যাচ্ছিল । এরপর পোস্ট পড়া যাচ্ছিল কিন্তু কমেন্ট পড়া যাচ্ছিল না !!
২| ০৩ রা জুন, ২০২৩ রাত ১২:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: গানটা খুব ভালো লেগেছে। বেশ আগের গান সম্ভবত।
০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৩৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক পুরনো , ভারতের প্রথম ব্যান্ডের গান , পুরনো তো বটেই !!!
যে গেয়েছে সে ছিল নকশালের নেতা !!
৩| ০৩ রা জুন, ২০২৩ রাত ১:১৮
আহমেদ জী এস বলেছেন: নিবর্হণ নির্ঘোষ ,
সামুকে ভালোবাসতেই হবে! এটা ইউটোপিক প্রেম।
বন্ধ হওয়া দম এখন ছাড়তে পারেন। নির্বিধায় ঘোষনা ( নির্ঘোষ ) দিতে পারেন সামু এখন আগের মতোই.......
০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখন শ্বাস নিতে পারছি । বেশ ভালো ভাবে নিতে পারছি !!
আহা ইউটোপিক প্রেম !!
৪| ০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:৫১
মিরোরডডল বলেছেন:
মহীনের ঘোড়াগুলির গান ভালো লাগে।
আমিও পছন্দের দুটো শেয়ার করি।
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
পারবো না দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দু'হাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ
শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ
০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার কাছে অ্যালবাম আছে অবশ্য । সেই ক্লাস সেভেনে নিয়েছিলাম ।
আমার প্রিয় হলো ধাঁধাঁর থেকেও জটিল তুমি । এই গানটা সেরা !!
৫| ০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:০৪
কাছের-মানুষ বলেছেন: এখন সব চেয়ে বড় কথা হল সামু পুরোপুরি সুস্থ হয়ে গেছে! সামু সুস্থ থাক, ভাল থাক। মন্তব্য পড়তে পারছিলাম না বলে পোষ্টও পড়তে মন চায়নি! আসলে ব্লগের আকর্ষনই হল মন্তব্য।
০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেটাই !
সবচেয়ে বড় কথা হলো সামু এখন সুস্থ । আর মন্তব্য পড়া যাচ্ছে বলে ব্লগটাকেই প্রাণবন্ত লাগছে । হ্যাঁ ব্লগের প্রাণ হলো মন্তব্য !!
ধন্যবাদ মন্তব্যের জন্য !!
৬| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: সামুর অসুখ সেরে গেছে। হুররে---
০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসেন ভাই এই উপলক্ষ্যে একটা নাচ হয়ে যাক !!
৭| ০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১০
মিরোরডডল বলেছেন:
এই গান একদম নির্ব টাইপ গান।
এই গান কি একসময় খুব শোনা হয়েছে বা এখনও হয়?
মাথার ভিতর ঢুকে গেছে?
গানটা না দিলেই ভালো ছিলো কারণ গান শোনার পর যা বুঝলাম, এই গানের সুরের সাথে উন্নাসিক গানের সুরের মিল আছে।
ইচ্ছাকৃত না হলেও মনের অজান্তেই হয়তো এই গানের কিছু সুর উন্নাসিকে মিশে গেছে।
নির্ব কি এই বিষয়ে অবগত? না হলে দুটো গান একসাথে শুনে দেখবে, বুঝতে পারবে কোথায় মিল।
০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ এই গান আমার খুব প্রিয় আমি প্রায়ই শুনি এক সময় হরদম শুনতাম তবে এই স্টাইলেরটা শুনতাম না ! আমি শুনতাম সিনেমায় যেটা ব্যবহৃত হয়েছে সেটা !!
এই গানের সাথে আমার গানের সুরের কোন মিল নেই । কারণ আমার গানটার স্কেল আর এই গানের স্কেলে অনেক তফাত । তাছাড়া এই গানের তালের সাথেও আমার ঐ গানের তালের কোন মিল নেই । আমি যে ধাঁচে সুরটা করেছি এটা সেই শৈলীরও নয় । এখন এক কেন মনে হলো বুঝলাম না ।
আমি যদি এটা স্কেল দিয়ে তুলে বোঝাতে পারতাম তাহলে বুঝতে ! সুরের সাথে মিল নেই ! আমি আমার সুর নিয়ে খুব সতর্ক থাকি সব সময় । আমার কয়েকটি গানের সুর অন্য গানের সাথে মেলে কিছুটা আমি সেসব পরিবর্তন করেছি খুব যত্ন করে । এই গানের সাথে কোন গানের মিল নেই আমার জানা মতে !!
তুমি পারলে আরেকবার শোন মন দিয়ে বুঝতে পারবে কোন মিল নেই !!
৮| ০৭ ই জুন, ২০২৩ রাত ১১:১৮
সুজন আহসান বলেছেন: আমি প্রথম সামুতে ইন করি ২০১৪/২০১৫ সালের দিকে। ফোন থেকেই ইউজ করতাম তখন। ফোন হারিয়ে যাওয়ার পরে আর সামুতে ইন করিনি। গতকাল হঠাৎ মন চাইলো সামুতে ঢুকি। আইডি একটা খুলে নিলাম। সেই থেকে চালাচ্ছি।
০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ বাহ্ !
যাক প্রত্যাবর্তনের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন । ব্লগে আপনার সময় ভালো কাটুক এই কামনা করি !!
৯| ১৩ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
আমি সাজিদ বলেছেন: আপনার পড়া সেরা পাঁচটি নন ফিকশনের নাম বলেন।
১৩ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই রে আচমকা এই চেয়ে বসলেন ??
এখন তো অনেক ভেবে বলতে হবে ।
আচ্ছা দাঁড়ান বলি তবে
* ইসলামপূর্ব ইরানের ধর্মমত - মুহাম্দ তানিম নওশাদ
* ধর্মের অন্তরালে - ঐ
* ম্যান ইসলাম এন্ড মার্ক্সিজম- আলি শরিয়তি
* ইকবাল থেকে - শঙ্খ ঘোষ
* অন্তহীন অন্বেষণ - কার্ল পপার ( এটা কিছুদিন পড়ছি )
যদিও আমার পড়াশোনা তেমন একটা হয় না তাও দিলাম !!
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২৩ রাত ১১:১৪
দারাশিকো বলেছেন: হইছেটা কি? কয়েকদিন অনিয়মিত থাকায় বুঝতেছি না