![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
সাধ কী হলো বন্ধু আমার , থাকবে মনে নিবিড়ে ?
পারলে তবে চাঁদ হয়ে যাও আমার আকাশ শিবিরে !
গড়তে বুঝি ইচ্ছে হলো প্রেম দালান আর কুঠুরি
ওসব সবই মিথ্যে কেবল মন মানসের জচ্চুরি !!
৭ জুন ২০২৩
রচনাকারী: নিবর্হণ নির্ঘোষ ।
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:২৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ বাহ্ দারুণ লিখেছেন তো !!
তবে আমার আশংকা হচ্ছে । এই শিবির নিয়ে না আবার ক্যাঁচাল বাধে !!
তবে যাইহোক , না লিখে তো থাকতে পারছি না যখন ছন্দ মেলাতেই হবে !!
২| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৩৯
কাছের-মানুষ বলেছেন: অল্প কথায় চমৎকার কবিতা হয়েছে। আমার ভাল লাগা রইল কবিতায়।
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সুহৃদ !
ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আপনার পোস্টটাও পড়ে অনেক কিছু শিখলাম । তবে কাজীর পোস্ট এখনও বাকী । ভালো থাকবেন !!
৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৬
মিরোরডডল বলেছেন:
এখন যে সময়!!! সব কিছুতেই মিথ্যা আর জোচ্চুরি।
প্রেমেই আর বাদ থাকবে কেনো!
অনুকবিতায় অসীম ভালোলাগা।
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে আপা বলতে চেয়েছি প্রেম মানেই মনের জচ্চুরি ।
তবে তোমার কথাটাও কিন্তু ফেলনা না । সব কিছুতেই এখন ভেজাল !!
ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম !!
৪| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৮
মিরোরডডল বলেছেন:
টাইপো ***অণুকবিতায়***
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জি আপা । বুঝেছি ব্যাপার না !!!
৫| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের কবিতা লিখলে বিয়ে দিতে আরও কষ্ট হবে আমার।
বরং কবিতা হবে এই রকমঃ
মনের নিবিড়ে রাখবো তোমায়, সাধ জাগে মোর মনে!
নীল আকাশের চাঁদ হয়ে আমি রইবো তোমার শনে!!
প্রেমের কুঁড়ে ঘরে রাখবো তোমায় তরুলতার ছায়াতে
বাকি জীবনটা কাটিয়ে দেব মোরা ভালোবাসা আর মায়াতে!!
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহা
আপনি তো দারুণ লিখেছেন । বাহ্ আপনি তো চট করেই লিখতে পারেন । আপনার আরেকটি প্রতিভা জানা গেল ।
ইয়ে মানে শনে নয় মনে হয় সনে হবে ।
ভালোবাসা আর মায়াতে কী আর জীবন কাটে ? সবখানেই তো এখন ভেজাল
৬| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বিয়ের জন্য আমি এরকম ১০০ কবিতা লিখতেও রাজী আছি। তারপরও বিয়ে করার অভ্যাস হোক আপনার।
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার বিয়ের জন্য আমি এরকম ১০০ কবিতা লিখতেও রাজী আছি। তারপরও বিয়ে করার অভ্যাস হোক আপনার।
হাহাহাহা যাক জেনে খুশি হলাম ।
তবে বিয়ে করবার অভ্যাস ? মানে অভ্যাস হলে তো খালি বিয়েই করতে থাকবো । সেটাও কী ভালো হবে ? হাহাহহাহাহাহা
৭| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০০
মিরোরডডল বলেছেন:
সাচু একটা প্রতিভার ভাণ্ডার।
একটু একটু করে খোলস ছাড়াচ্ছে।
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদম !
আর কী কী বাকি আছে তাই ভাবছি বসে বসে । তবে উনি খোলস ছাড়ালে তো আমাদের আর বাজার থাকবে না এই ভয়েই আছি !!
৮| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - নির্বংশের বিয়ের জন্য আমি আমার জীবন ছাড়া সব কিছু দিতে তৈরি আছি। তারপরও আমাদের নির্বংশ বিয়ে করুক তারচেয়ে কম বয়সী কোন মেয়েকে।
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কম বয়সি বলতে কত্ত কম বয়সি সাচু ভাই ?
এক বড় ভাই বলল বেশি তফাতে বিয়ে করা ঠিক না । তাই জিজ্ঞেস করলাম ।
ইয়ে মানে মেয়ে গান জানে ?
৯| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:০৮
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আসলে আপা বলতে চেয়েছি প্রেম মানেই মনের জচ্চুরি।
আমিও সেটা ভেবেই বলেছি।
প্রেম ভালোবাসায় মন চুরি হয়, সেখানে একটু জচ্চুরিও থাকবে।
জীবনে যেমনটা থাকে।
চারপাশে সব এতো এতো প্রতিভা, কেউতো কারো কম নয় দেখছি
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক বুঝেছো তবে !!
ইয়ে মানে আমার আবার প্রতিভা ! মাকাল ফলও তো আমার উপমা হতে অস্বীকৃতি জানাবে !!
১০| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১০
মিরোরডডল বলেছেন:
ভালোবাসা আর মায়াতে কী আর জীবন কাটে ? সবখানেই তো এখন ভেজাল
শত ভেজালেও ভালোবাসা মায়া আছে বলেই জীবন এখনও চলমান।
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই বিষয়টার স্বরূপ আমি আজও বুঝিনি আপা । কারও প্রতি প্রচণ্ড মায়া অনুভব হয় কেন হয় তাও জানি না । আবার এই মায়া থেকেও হয় অস্বস্তি । এখন ভেবে নিয়েছি মায়াটা নিভৃতেই থাক কী দরকার এত শত ভেবে । মানুষ যখন মায়া তো থাকবেই !!
১১| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১৫
মিরোরডডল বলেছেন:
তারপরও বিয়ে করার অভ্যাস হোক আপনার।
অভ্যাস মানে? কয়টা করবে
গুডনিউজ আছে সাচু।
নির্বংশ বলেছে তার সমবয়সীদের প্রতি আকর্ষণ অনুভব করছে
সাচু ঘটকালি শুরু করতে পারে।
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা
আমারও প্রশ্ন কয়টা করব এই জীবনে । যদিও আমার রাশি অনুযায়ী দেখলাম আমি নাকি বিশ্ব প্রেমিক তা ই অধিক বিয়ে অসম্বব না হহাহাহাআহাহাহাহাহাহা ।
সে যাক ইয়ে মানে সমবয়সিদের প্রতি আকর্ষণ আছে বলে কী আমাকে আবার লজ্জাজনক অবস্থায় পড়তে হবে ?
১২| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা বেশ লম্বা মেয়ে আছে। ঐশ্বরিয়া রায়ের চেহারার সাথে মিল আছে। দেখতে খুব সুন্দর। তবে গায়ের রঙ একটু শ্যামলা। বয়স হবে ২৩ বছরের মত। ভালো গানের শিক্ষক পেলে গান শিখতে বেশী সময় লাগবে না। চাইলে নাচও শিখিয়ে নিতে পারবেন।
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নাহ্ থাক
বিয়ে করবার এখন আর ইচ্ছে নাই । হাহাহাহাহাহা
১৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ১০:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কম্পোজিশন।
তবে, কথাগুলোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, একটু ভেবে দেখা দরকার। লাস্ট লাইনটার জন্য এ কন্ট্রাডিকশনের কথা মনে হলো।
০৮ ই জুন, ২০২৩ রাত ১১:০৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
নাহ কোন কন্ট্রাডিকশন এখানে নেই । আসলে শেষ লাইনটাই এখানে মূখ্য লাইন !! কবিতার মূল অংশ ঐটাই !!
১৪| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো হয়েছে++
০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:২০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক ভাই । যাক বহুদিন পর প্লাস পেলাম !!
১৫| ০৯ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৬
শায়মা বলেছেন: নির্বহন তোমার কবিতা মারিং কাটিং হয়েছে।
কিন্তু সাড়ে চুয়াত্তর ইসলাম ভাইয়ার কবিতা তো এক্কেভারে বিদ্রোহী প্রেম হয়ে গেলো।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:২১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !
তোমার ব্যস্ততা কমেছে ? নাকি আজও দাওয়াত আছে তোমার !
সাড়ে চুয়াত্তর মোটেও বিদ্রোহী প্রেম নিয়ে লিখেনি । এটা নিরেট মাখো মাখো রোমান্টিক হয়েছে । তবে মনে হচ্ছে আমার চাইতে তারটাই বেশ হয়েছে !!
১৬| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:২২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শ্লাঘ্যবাদ রাজীব ভাই
১৭| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: হুমমমমমমমমমমমমমম......
সুন্দর কবিতা।
- দেয়ালিকা
০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাপরে যে ভারিক্কি ভাবে হুম বললেন !!
শ্লাঘ্যবাদ !!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২৩ রাত ৮:১৬
জটিল ভাই বলেছেন:

আমি বুঝিয়াছি, বুঝিয়াছি হে বীর,
এই ছেলে সাক্ষাত জামাত-শিবির!
প্রশ্ন ফাঁস জেনারেসনের হাতে পরে,
আকাশও আজ যোগ দিয়াছে শিবিরে!