![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
আমার খুঁজে পাওয়া তোমার অধ্যায়ের শেষ বিন্দু
জমে থাকা তুষারের পূর্ণেন্দু ।
আমার যত তথাকথিত ভালো পাওয়া ,
সূর ছাড়িয়ে তোমাতেই হারিয়ে যাওয়া !
রচনাকারী: নিবর্হণ নির্ঘোষ
রচনাকাল: ২০২০
১২ ই জুন, ২০২৩ রাত ৮:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অণুকবিতা তো , বেশি বড় হবে কী করে !!
২| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:০০
পদাতিক চৌধুরি বলেছেন: অনুকবিতা ভালো হয়েছে।
তবে একটা প্রশ্ন -
সূর না হয়ে সুর লিখলেন না কেন একটু জিজ্ঞাসা রইলো।
১২ ই জুন, ২০২৩ রাত ৯:০৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান !!
বানানে ভুল করেছি । যদিও ভুল করে মনে হয় অনেক বড় কিছু আবিষ্কার করে ফেললাম । এই সূরের অর্থ কিন্তু গ্রহপতি বা সূর্য অথবা জ্ঞানী । অর্থের ভারিক্কি দেখি বেড়েছে !!!
এই ক্ষেত্রেও আপনাকে ধন্যবাদ !!
৩| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! চমৎকার।
১২ ই জুন, ২০২৩ রাত ৯:০৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই প্রথম এত ছোট মন্তব্য করলেন !!
অনেক অনেক ধন্যবাদ সোনাভাই
৪| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:০৬
জটিল ভাই বলেছেন:
তোমার অধ্যায়ের শেষে পেয়েছি খুঁজে,
পিটপিট চেয়ে আছো, তবুও চোখ বুজে।
তোমার মাঝে ভালো বলতে যা পেলাম,
তা খুঁজতে আমার জামানত খোয়ালাম।
১২ ই জুন, ২০২৩ রাত ৯:১০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ বাহ্ মাল্টি
এখন মনে হচ্ছে আপনি এবার আমার পিছনে লেগেছেন । তবে কবিতাটা সেরা হয়েছে ।
মনে হয় ভাবীসাহেবার ভালো খুঁজতে গিয়ে সব খোয়ালেন নাকি .......................
৫| ১২ ই জুন, ২০২৩ রাত ১০:১১
১২ ই জুন, ২০২৩ রাত ১০:২৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই লিংকের হেতু কী ??
৬| ১২ ই জুন, ২০২৩ রাত ১০:২০
শূন্য সারমর্ম বলেছেন:
করোনার আগে নাকি পরে লেখা?
১২ ই জুন, ২০২৩ রাত ১০:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: করোনার সময়ে লেখা । সে সময় দারুণ সময় কাটছিল আমার ! তবে মাঝখানে এসে সময় খারাপ হয়ে যায় । সে সময় অনেক লিখতাম । এখন আর অত লেখা হয় না !!
৭| ১৩ ই জুন, ২০২৩ রাত ১২:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ।
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধু ভাই
৮| ১৩ ই জুন, ২০২৩ রাত ১:১৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: অনু কবিতা ভালো হয়েছে সাথে জটিল ভাইয়ের মন্তব্যটাও দুর্দান্ত হয়েছে
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ ওনার মন্তব্যটা বেশ খাসা । মনে হয় ওনার ব্যক্তিগত কোন অভিজ্ঞতা আছে এই বিষয়ে
৯| ১৩ ই জুন, ২০২৩ ভোর ৫:২৮
কাছের-মানুষ বলেছেন: ছোট কিন্তু চমৎকার।
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাছের মানুষ !!!
১০| ১৩ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার অনুকবিতা!!!
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এবার আর আগেরবারের মত কিছু লিখলেন না যে !!!
১১| ১৩ ই জুন, ২০২৩ সকাল ১১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ অনুভূতিময় কাব্য।
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান ।
আপনিও দারুণ লেখেন !! শুভকামনা আপনার জন্য !!
১২| ১৩ ই জুন, ২০২৩ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অণুকবিতা তো , বেশি বড় হবে কী করে !!
অনুকবিতা মানে কি? বুঝিয়ে বলুন তো। প্লীজ।
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অণূকবিতা মানে হলো ছোট্ট কবিতা । যার মধ্যে দিয়ে ক্ষুদ্র পরিসরে ব্যাপক কিছু বোঝানো যায় বা তুলে ধরা যায় এইতো !!!
১৩| ১৩ ই জুন, ২০২৩ দুপুর ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার প্রচেষ্টা ভালো হয়েছে। তবে, আমার ছোট একটু পর্যবেক্ষন আছে।
আমার খুঁজে পাওয়া তোমার অধ্যায়ের শেষ বিন্দু
জমে থাকা তুষারের পূর্ণেন্দু ।
প্রাথমিকভাবে এইদুটো লাইন শুনতে ভালো শোনাচ্ছে। কিন্তু একটু গভীরভাবে পড়তে গেলে কিছুটা ছন্ন ছাড়া লাগছে। মনে হচ্ছে,
মোটাদাগে ছন্দ মেলানোর জন্য কিছু শব্দ জোর করে প্রয়োগ করা হয়েছে। যেমন ধরুন,
তোমার অধ্যায়ের শেষ বিন্দু এর সাথে মিলিয়েছেন পূর্ণেন্দু - যার অর্থ পুর্ণিমা।
এর দ্বারা সম্ভবত বুঝাতে চেয়েছেন - যে প্রেমিকা চলে গিয়েছে, তার স্মৃতি এখনও অম্লান।
আমার মনে হয় এই কবিতাটি আপনি আবার লিখলে, তা এটার চাইতে বেটার হবে।
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক আরেকটি সমালোচনামূলক মন্তব্য পেলাম । এবং পেয়ে খুশি হলাম । এমন মন্তব্য সত্যিই ভাবনার পরিধি বাড়িয়ে দেয় !!
এবার আসি আমার কবিতায় ,
আমার খুঁজে পাওয়া তোমার অধ্যায়ের শেষ বিন্দু
অধ্যায়ের শেষ বিন্দু মানে হলো কোন রহস্যকে জেনে যাবার বা এর অতলে তলিয়ে তার পুরো স্বরূপটা জেনে যাওয়াকে বোঝাচ্ছে ।
জমে থাকা তুষারের পূর্ণেন্দু
হ্যাঁ পূর্ণেন্দু মানে পূর্ণশশী । পূর্ণশশী দেখতে পূর্ণ গোল এর মতন। তুষারের পূর্ণেন্দু মানে তুষারের কণাকে বুঝিয়েছি যা একদম পূর্ণ গোল । এবং যা পূর্ণশশীর মতই শুভ্র । এবং পুরো লাইন দিয়ে বুঝিয়েছি যে রহস্যের পুরো স্বরূপটা জেনে যাওয়াটা ঠিক আমার কাছে তুষারের কণার মত । হ্যাঁ ছন্দ মেলাতেই এই কাজ !!!
আমার যত তথাকথিত ভালো পাওয়া
এর মানে জীবনের যত সামাজিক , বৈষয়িক অর্জনই আছে তার চেয়ে মূল্যবান হলো .....
সূর ছাড়িয়ে তোমাতেই হারিয়ে যাওয়া
সূর মানে হলো সূর্য যে হলো কেন্দ্র এই সৌরজগতের । জীবনের যে বস্তুগত চাহিদা আছে তাকেই বুঝিয়েছি সূর বলে । এসবকে ছাড়িয়ে ও জীবনের সব ভালো পাওয়াকে এড়িয়ে আবার রহস্যে হারিয়ে যাওয়াটাই হলো মূল্যবান !!
এখানে বলে রাখি , আমি প্রখমে সুর দিতে চেয়েছিলাম । যার মানে দাঁড়ায় জীবনের বস্তুবাদী সকল মূল আগ্রহকে , কিন্তু ভুলে সূর লিখি আর যার মধ্য দিয়ে আলাদা আরেকটা মানে দাঁড়িয়ে যায় এবং এটাও খারাপ না !!
ধন্যবাদ আপনাক !!!
১৪| ১৩ ই জুন, ২০২৩ দুপুর ১:১৬
শেরজা তপন বলেছেন: চার লাইনের অনু, দুই হইলে পরমানু আর এক লাইন হইলে কি হইবে?
১৩ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইশ্বরকণা মনে হয় হাহাহাহাহাহাহাহা !!!
১৫| ১৩ ই জুন, ২০২৩ রাত ৯:২৮
মিরোরডডল বলেছেন:
শেষ দু'লাইন ভালো লেগেছে।
প্রথম দু'লাইন একটু কঠিন।
১৩ ই জুন, ২০২৩ রাত ১০:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !!
যদিও এইটা প্রেমের কবিতা না তবুও ভালো লেগেছে জেনে ভালো লাগলো । প্রথম দুই লাইনের মত শেষ দুই লাইনও কঠিন অনেক !!
১৬| ১৩ ই জুন, ২০২৩ রাত ৯:৩১
মিরোরডডল বলেছেন:
কাভাতো ভালো কাব্য বিশারদ!
পূর্ণেন্দু মানে যে পূর্ণিমা সেটা আজ জানলাম।
১৩ ই জুন, ২০২৩ রাত ১০:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ উনি বেশ ভালো বোঝেন ।
১৭| ১৩ ই জুন, ২০২৩ রাত ৯:৩৪
মিরোরডডল বলেছেন:
শেরজা তপন বলেছেন: চার লাইনের অনু, দুই হইলে পরমানু আর এক লাইন হইলে কি হইবে?
ণু
ণু'কবিতা
১৩ ই জুন, ২০২৩ রাত ১০:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটাও ভালো বলেছো হাহাহাহাহাহাআহা
১৮| ১৩ ই জুন, ২০২৩ রাত ৯:৫২
মিরোরডডল বলেছেন:
রূপঙ্করের গানটা ভালো লেগেছে, ওই গানে একটা সুমন সুমন ফ্লেভার ছিলো।
কিন্তু রূপঙ্করের কণ্ঠে সবচেয়ে প্রিয় গান এটা। অসাধারণ লিরিক্স সুর গায়কী।
ডেকে ডেকে শব্দহীন
ছুঁয়ে দেখো এ মন গহীন
এ ঘোর যেন কাটে না, প্রিয়তমা
শরীর মনের আড়ালে
তুমি আছো, শুধু তুমি
তুমি এসো আমার কাছে
এ গিটারে তুমি বাজে
চলে এসো আজ একবার
চলো মরে যাই বারবার, প্রিয়তমা
চলে এসো আজ এ রাতে
চলে এসো আমার সাথে, প্রিয়তমা
১৩ ই জুন, ২০২৩ রাত ১০:৪৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমি গানটা শুনেছো তাহলে !!
গতকাল এক বড়ভাইয়ের কাছে থেকে এই গান সম্পর্কে জানি । এরপর আমার মনে হয়েছিল তোমাকে জানানো প্রয়োজন । তাই জানালাম !!
গানটা আমার খুব ভালো লেগেছে !! খুব !!! একটা অন্যরকম আবহ আছে এই গানে !!!!
১৯| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৪
মিরোরডডল বলেছেন:
রূপঙ্করের এই গানের লিরিক কোন কথাগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে?
১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচমকা এই প্রশ্ন করলে কেন ? আমি অবাক হলাম ! সেযাক করেছো তো ,
পুরো গানের লিরিক্সটাই ভালো লেগেছে ।
বিশেষ করে , " আলী আকবর সরোদের তারে তোমায় সুরে বাঁধছিল ! "
তোমারও ভালো লেগেছে নাকি ??
২০| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৪
মিরোরডডল বলেছেন:
প্রিয়তমা গানটা কেমন লাগলো?
১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:২২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী আর বলব , মনটা ভালো হয়ে গেল । অনেক ছোট বেলায় শুনেছিলাম আজ আবার শুনলাম !
পুরো গানটাই তো অনবদ্য , কথা তো একদম তোফা !!
তোমাকে ধন্যবাদ !!
২১| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৯
মিরোরডডল বলেছেন:
প্রথম তিন লাইন ভালো লেগেছে, কারণ এর সাথে কোররিলেট করা যায়।
মাঝে মাঝে এমন হয়।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল।
সিম্পল ব্যাট নাইস।
১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদম , মাঝে মাঝে এমন হয় মানে । অনেক সময় তো জেঁকেই বসে হাহহা !
ব্যালকনি জুড়ে হঠাৎ কখন এক ঝলক হাওয়া
শীত নেমে এল অন্তরঙ্গ কার হাতের ছোঁয়ায় !!
এই দুই লাইন তো ভাসিয়ে নিয়ে যায় আমাকে !!
২২| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৮
মিরোরডডল বলেছেন:
ভেসে যাবার আগে বলে যাবে প্রিয়তমা গানের কোন অংশটুকু ভালো লেগেছে।
১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ডেকে ডেকে শব্দহীন
ছুঁয়ে দেখো এ মন গহীন
এ ঘোর যেন কাটে না, প্রিয়তমা
শরীর মনের আড়ালে
তুমি আছো, শুধু তুমি
তুমি এসো আমার কাছে
এ গিটারে তুমি বাজে
এই দুটো অংশ ।
তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি বলেছিলাম না একটা গান তৈরী করছি ওটা তৈরী করা শেষ !!
২৩| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৫
মিরোরডডল বলেছেন:
আমারও সবচেয়ে ভালো লাগে এই চারটা লাইন।
শরীর মনের আড়ালে
তুমি আছো, শুধু তুমি
তুমি এসো আমার কাছে
এ গিটারে তুমি বাজে
শুধু যে লিরিক তাই না, সুরটাও এখানে যেমন সুন্দর, শব্দ উচ্চারণে যে ইমোশনের প্রকাশ!
অদ্ভুত সুন্দর গেয়েছে, আমারতো ভীষণ প্রিয়।
কি দারুন কথাটা এ গিটারে তুমি বাজে ।
নির্ব এমন একটা গান বানাবে।
১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এইখানে রূপঙ্করের উচ্চারণ অসাধারণ ছিল ।
এই গিটারে তুমি বাজে এই কথাটা শুনলে বুকে বাঁধে । যে গিটারিস্ট সে জানবে কেবল এই অনুভূতিটা । সে যাক
আমি এমন গান বানাবো ? কাকে তোমাকে নিয়ে আপা ? হাহা
এই কটা লাইন দেখো তো কেমন হলো
মেঘ মল্লাটে কান্না উড়াও
শূণ্যে গড়ো বাড়ি
কার সাথে বলো মান হয়েছে
কিসে হয়েছে আড়ি
রোদের হেম পরশ আছে
নিয়ে দেব চোখে বেঁটে
গুমড়ে থাকা গুমোট কষ্ট
সবই যাবে ঠিক কেটে
আমার কাছে এসো মেয়ে
আমার কাছে এসো
আকাশ জুড়ে খুশির ধুলো
গজ দাঁত মেলে হেসো !!
২৪| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৯
মিরোরডডল বলেছেন:
।
তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি বলেছিলাম না একটা গান তৈরী করছি ওটা তৈরী করা শেষ !!
গ্রেইট নিউজ, কবে শুনবো?
১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমিই বলো , দেখি দিতে পারি কিনা । আর লিরিক্সের অনেকটা দিলাম পড়ে দেখ !!
২৫| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২০
মিরোরডডল বলেছেন:
আমি এমন গান বানাবো ? কাকে তোমাকে নিয়ে আপা ? হাহা
আমাদের সবার জন্য।
যে গান লিখে সুর করে তার কাছ থেকে এরকম সুন্দর গান প্রত্যাশা করতেই পারি।
লিরিক ভালো হয়েছে কিন্তু সুর মেলোডিয়াস হতে হবে।
কার সাথে বলো মান হয়েছে
কিসে হয়েছে আড়ি
গুমড়ে থাকা গুমোট কষ্ট
সবই যাবে ঠিক কেটে
১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহা আচ্ছা সে হবে ক্ষণ !!
আর ইনশাআল্লাহ আশা করি সুর মেলোডিয়াস হবে । দেখি আজ দেয়া যায় কিনা !!
২৬| ১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
মোস্তফা সোহেল বলেছেন: অনু কবিতা ভাল লেগেছে।
২০ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ অগ্রজ !! ভালো লেগেছে জেনে আমি সত্যিই পুলকিত !!
২৭| ০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রথম দু'টো লাইন চমৎকার হয়েছে। ভাববার সুযোগ পেলাম।
যদি শুধু দু'টো লাইনই আছে ধরে নেই,_
"আমার" ধরে আপনার ব্যাখ্যা থেকে ভিন্ন অর্থ দাঁড় করানো যাচ্ছে।
এরকম- পূর্ণিমার পর থেকে চাঁদে আলোর পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে। তার মানে, অধ্যায়ের শেষ বিন্দু খুঁজে পেলে তা পরিসমাপ্তির ইঙ্গিত করছে।
আবার, "আমার" কে "আমাকে" ধরে নিলে একরকম অর্থ পাচ্ছি।
সেক্ষেত্রে, স্বেচ্ছায় নিজেকে রহস্যের অন্তর্জালে রাখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ পাচ্ছে।
ইন্টারেস্টিং!
অ. ট.: আপনার কি মির্জা গালিব পড়া হয়? কেমন লাগে?
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতা ব্যাপারটাই এমন যে একে কয়েক জায়গা থেকে ব্যাখ্যা করা যায় । অনেক সময় আমার মনে হয় পাঠক যখন এমন ব্যাখ্যা করে তখন নতুন ভাবনার জন্ম হয় । আপনার এই ব্যাখ্যাটাও আমাকে ভাবাচ্ছে !
আসলে কবিতা চিরকাল রহস্য । অনেক সময় এর তল কবি নিজেও খুঁজে পান না । যেমন আমার মনে হয় প্রায়ই খৈয়াম কী তার কবিতার রহস্য পুরোপুরি উদঘাটন করতে পেরেছে ?
আমার গালিব পড়া হয়নি আমার পড়া হয়েছে ইকবাল ও খৈয়াম এবং রুমিকে । সাহস করে মাঝে সাঝে ইবনে আরাবীর কবিতা পড়ি এই আরকি !
আপনাকে ধন্যবাদ চন্দ্রশ্রী( আপনার নামটা ছোট করে নিলাম বলে কিছু মনে করবেন না ) এভাবে কষ্ট করে খুঁজে পড়বার ও মন্তব্য করবার জন্য । ভালো থাকবেন নিরত !!
২৮| ০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ লাগলো।+++
০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এর আগেও মন্তব্য করেছিলেন বড় ভাই । যাক দুইবার প্রশংসাপেয়ে ভালো লাগছে ! ধন্যবাদ আপনাকে । আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করি ! ভালো থাকবেন বড় ভাই !!
২৯| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক বলেছেন। কে যেন বলেছিল, "পাঠক কবিতা পড়ে যা বুঝবে, সেটাই কবিতার প্রকৃত অর্থ।
আপনার কবিতা পড়ে গালিব-কে মনে পড়ে গেল। পড়ে দেখবেন, আশা করি ভাল লাগবে।
" চন্দশ্রী" নামটা বেশ কিন্তু।
আপনিও ভাল থাকবেন
০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আবারও পোস্টে আসবার জন্য ও মন্তব্য করবার জন্য ।
বাহ্ , জেনে খুব ভালো লাগছে যে আমার কবিতা পড়ে কারও গালিবের কথা মনে পড়ল । যদিও আমার হতাশা , নিরাশা ও কবিতার চাইতে গালিবের হতাশা , নিরাশা ও কবিতা অনেক প্রগাঢ় !
নামটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ২৮ নং মন্তব্যকারী আমাকে নাম দিয়েছিলেন নিনিষ ! এটাও মন্দ নয় কী বলুন !!
ভালো থাকা হোক নিরন্তর !!
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২৩ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: ব্যস এই টুকুই!!