নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

কবিতা: কী করে একেকটি বসন্তের জন্ম হয় ?

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৪




আমার এক রত্তি উঠোনে ছায়া পড়ে অন্য আঙিনার
সেই আঙিনার প্রান্তে দাঁড়িয়ে আমি দেখি,
বিহঙ্গের ডানায় প্রতিফলিত হচ্ছে আমার এক রত্তি উঠোন।
অথচ কোন মানুষের চোখে আমি কেন আমার উঠোনের ছায়া দেখি না
তবে কী বিহঙ্গের ডানা হারিয়ে দিল মানুষের চোখদুটোকে ?


এই যে আমার নিজস্ব ধারণা
এর হয়তো কোন মূল্যই নেই এই ধরাধামে
আমি তো কোন জড় নই
আমার চিন্তা তো সাগের ঢেউয়ের মত
ভিজিয়ে ও ভাসিয়ে দিতে পারে
কোন বিস্তীর্ণ বালুচর অথবা সুতীব্র অহংকারে মাখা তুলে থাকা পর্বতকে ।


কিন্তু আমার মতকে তারা বলল শীতের অশ্বত্থের মত
নির্জীব ও নিষ্ফল
কিন্তু তারা এই জানে না
শীতের অশ্বথের মধ্যেও প্রাণ লুকিয়ে থাকে
তা না হলে কী করে একেকটি বসন্তের জন্ম হয় ?

নিবর্হণ নির্ঘোষ

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১২

মিরোরডডল বলেছেন:




শীতের অশ্বথের মধ্যেও প্রাণ লুকিয়ে থাকে

অবশ্যই লুকিয়ে থাকে এবং সেটা বসন্তে জেগে উঠে।
নির্বর এখন শীত যাচ্ছে, সামনেই বসন্ত আসবে।

তবে এসব লেখা পড়ে কখনোই মনে হয়না লেখক ২৫/২৬।
৬২ হলে ঠিক আছে :)

পিচ্চু কোন বয়স থেকে লেখালেখি করে?

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অবশ্যই লুকিয়ে থাকে এবং সেটা বসন্তে জেগে উঠে।
নির্বর এখন শীত যাচ্ছে, সামনেই বসন্ত আসবে।


আমার জীবনের শীত যে কবে বসন্তে রূপ নেবে তা আমি জানি না তবে খুঁজে যাবো অনন্তকাল ধরে । আচ্ছা এই খুঁজে যাওয়াটাও তো জীবনের মানে তাই না ?? কী বল তুমি ?


তবে এসব লেখা পড়ে কখনোই মনে হয়না লেখক ২৫/২৬।
৬২ হলে ঠিক আছে :)

পিচ্চু কোন বয়স থেকে লেখালেখি করে?



কী যে বল আপা , আমি তো আরও ভাবছি লেখাতে বাচ্চামি উঠে এসেছে কিনা । আমি কবিতা লিখছি এই ধরো ছয় বছর হচ্ছে । এই কবিতাটা চার বছর আগের । তখন হুট করে সন্ধ্যায় মন খারাপের সময় লিখেছিলাম । আমার এই কবিতাটা কী খুব বেশি ইঁচড়ে পাকামো হয়ে গেল ??

২| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন:




আমি তো
চিন্তা তো


শব্দের মাঝে কি স্পেস হবে?
আমিতো চিন্তাতো এমন হবে।

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার জানা মতে তো স্পেস হবে । তবে আমিও ভুল হতে পারি ।

ভালো কথা তুমি কী আমার এক ফোঁটা সূর্যের প্রত্যুত্তর পড়েছো ? ওখানে ছবিটাতেই কবিতার মানে আছে !!

৩| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৭

মিরোরডডল বলেছেন:



আমার এক রত্তি উঠোনে ছায়া পড়ে অন্য আঙিনার
সেই আঙিনার প্রান্তে দাঁড়িয়ে আমি দেখি,
বিহঙ্গের ডানায় প্রতিফলিত হচ্ছে আমার এক রত্তি উঠোন।
অথচ কোন মানুষের চোখে আমি কেন আমার উঠোনের ছায়া দেখি না
তবে কী বিহঙ্গের ডানা হারিয়ে দিল মানুষের চোখদুটোকে ?


এ কথাগুলো বেশি ভালো লেগেছে।
লোকে বলে ছোট মরিচের ঝাল বেশি।

আমি কিছু বলিনি, লোকে বলে #:-S




২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এ কথাগুলো বেশি ভালো লেগেছে।
আহা, জেনে ভালো লাগলো আপা ।

লোকে বলে ছোট মরিচের ঝাল বেশি।

আপা পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ কিন্তু অনেক বড় হয় । আর আমি কিন্তু মাঝারি মরিচ আপা মিষ্টি মরিচের মত একদম ভদ্র !

আমি কিছু বলিনি, লোকে বলে #:-S

কিন্তু এখানে তুমি বলেছো আপা ! 8-|

৪| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪

মিরোরডডল বলেছেন:



আচ্ছা এই খুঁজে যাওয়াটাও তো জীবনের মানে তাই না ?? কী বল তুমি ?

জীবনের মানে না কিন্তু জীবনের অংশ।
খুঁজে যাওয়া আর অপেক্ষার মাঝেও একটা ভালো লাগা আছে।
ইনফ্যাক্ট অনেক ভালো লাগা আছে।

এই ট্রানজিশন পিরিয়ডে মানুষ একটা কল্পনার জগতে বাস করে।
বাস্তবতা অনেক রূঢ়, অনেক কঠিন।
কল্পনা অনেক বেশি সুন্দর আর মায়াময়!


২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কল্পনার সাথে বাস্তবতার যদি কোনভাবে একটা আপসের ব্যবস্থা করা যেত তবে মন্দ হত না । অন্তত একটা ঝলমলে জীবন পেতাম । কী বলো আপা !!


খুঁজে যাওয়া আর অপেক্ষার মাঝে যে প্রাপ্তিটা তাকে কী সুখ বলা যায় আপা ??

৫| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০২

মিরোরডডল বলেছেন:



এই যে আমি লিখেছি ভালো লাগা।
এটা রং।
সঠিক শব্দ হবে ভালোলাগা।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক , শিখে রাখলাম । তোমার এই ভুল স্বীকার ব্যাপারটা খুব দারুণ ব্লগে আরেকজনকে এমনটা করতে দেখি তপন ভাইকে ।

৬| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৪

মিরোরডডল বলেছেন:



এক ফোঁটা সূর্যের প্রত্যুত্তর পড়েছো ? ওখানে ছবিটাতেই কবিতার মানে আছে !!

হুম পড়েছি, এখন ঠিক আছে।
that makes sense.

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সূর্যটাকে কেমন টলমলে মনে হলো না ?

৭| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২২

মিরোরডডল বলেছেন:




যাচ্ছি পিচ্চু, যাবার আগে গান দিয়ে যাই।
আজ নাসিমের পুরনো গানগুলো শুনছি।


আমার মনের গহীনকোণে পেয়েছি যে ব্যাথা
সে তুমি......
পথে যেতে যেতে খুঁজেছি তোমায় আমি
নাম না জানা কোন অজানায় হারিয়ে গেছো তুমি





have a good night!

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সোলসের প্রায় সব ভোকাল সলো ক্যারিয়ার করতে চেয়েছিল । তবে আমি বলব এদের কারও গান অতটা ভালো হয়নি । নাসিম আলী খানেরও তাই আমার অতটা ভালো লাগে না । তবে স্বীকার করি ওনার গানের ধারাটা অন্যদের চাইতে আলাদা এই ধারাটার জনক হলো আইয়ূব বাচ্চু !!

আমার এখানে এখন বিকেল । বিকেলের প্রথম প্রহরের শুভেচ্ছা !!

৮| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: নিবর্হণ নির্ঘোষ,




বসন্তের জন্ম হয় " ভেরিসিলা ভাইরাস" থেকে। তাতে মানুষের গায়ে গুটি ওঠে! শরীর চুলকায়। ;)
আর মনের গায়ে ফুলের গুটি ফোটে অন্যরকম বসন্তে যখন কারো চোখে কবির উঠোনের ছায়া পড়ে, মানে চক্ষুগ্রহন হয় যখন। তখন মনও চুলকায়! :P

কবি হতে বয়স কোন ব্যাপারই না। ৬২ না হয়ে ১০৬ হলেই বা ক্ষতি কি!!!!!!!! 8-|
কারন কবিরাই পারেন সংক্রামক (বসন্ত কিন্তু সংক্রামক রোগ) ভাবে সাড়া দিতে............

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে সব বসন্তই যন্ত্রণাদায়ক কারণ সব বসন্তেই চৈত্রমাস লেগে থাকে ! :P তাই বসন্ত আসলে একটি রাজনৈতিক টার্ম যা কবিরা পাঠকদের পটাতে ব্যবহার করে থাকে ।

কবি হতে বয়স কোন ব্যাপারই না। ৬২ না হয়ে ১০৬ হলেই বা ক্ষতি কি!!!!!!!! 8-|
কারন কবিরাই পারেন সংক্রামক (বসন্ত কিন্তু সংক্রামক রোগ) ভাবে সাড়া দিতে............


কবি হতে আসলে কোন বয়স লাগে না । কারণ কবিতার জন্ম শরীরে নয় মানসপটে । আর কবিরা আসলে প্রেম ও দ্রোহকে সংক্রামিত করে দিতে পারে মানুষের মননে । এটাও একটা সত্য কথা । ধন্যবাদ অগ্রজ এত দারুণ কথাগুলোর জন্য । ভালো থাকবেন সবসময় !!

৯| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান । ভালো থাকবেন সবসময় !!

১০| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:৩০

অধীতি বলেছেন: খুব সুন্দর। কবিতার মত কবিতা। সলিমুল্লাহ খানের একটা কথা আছেনা "পৃথিবীর সব বড় কথা একদিন ছোট লোকের মুখ থেকেই বের হইছিল।"

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতার মত কবিতা

এই কথাটা অদ্ভুত সুন্দর । অবশ্য আজ সবকিছুকেই কেমন যেন সুন্দর লাগছে কেন তা জানি না ।

সলিমুল্লাহ খানের একটা কথা আছেনা "পৃথিবীর সব বড় কথা একদিন ছোট লোকের মুখ থেকেই বের হইছিল।"

এটা সাবঅল্টার্ন স্কুলের মত , উনি ওখান থেকেই ধার করে বলেছেন । এই কথাটার জনক আমি যদি ভুল না করে থাকি তো স্বয়ং আন্তোনীয় গ্রামসি !!

ধন্যবাদ বন্ধুবর এতসুন্দর মন্তব্যের জন্য !!

১১| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০২

রানার ব্লগ বলেছেন: কবিতা ভদ্রমহিলা বেশ দুষ্টু । আমার সাথে কেবলি লুকুচুরি খেলে । আমি বুঝি না ওকে । একদম বুঝি না ।

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি বোঝেন না ???

কিন্তু কী অদ্ভুত ব্যাপার আপনার বুকযোনীতে তার জন্ম ঘটে যায় বারংবার । নিজের ভেতরে জন্ম নেয়া প্রেয়সীকে নিজেই বুঝতে না পারার মধ্যে এক স্বর্গীয় আনন্দ আছে অগ্রজ । ভালো থাকবেন সব সময় , ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য !!

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: সূর্যটাকে কেমন টলমলে মনে হলো না ?

জীবন তারচেয়েও বেশি টলমলে।
হ্যাঁ, ছবিটা সুন্দর ছিলো।




০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জীবন টলমলে বলেই তো সবকিছুকে এখন টলমলে বলে মনে হয় ।

তোমার জন্য একটা গান বেছে রেখেছিলাম । এখন দেখছি ভুলে গেছি । তাই সুমনের একটি গান দিলাম যেটা জাতিস্মর সিনেমাতে রূপংকর গেয়েছিল । তোমার প্রিয় দুজন এক গানে মিশে গেল , এই নাও ।



আর এটা হলো আরেক ধাঁচের, একই গান ।



১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো হয়েছে। কোন এক বান্ধবীকে কবিতাটা উপহার দিলে আরও ভালো হবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাচু ভাই !!

কোন এক বান্ধবীকে কবিতাটা উপহার দিলে আরও ভালো হবে।

:) সব কবিতা কী বান্ধবির জন্য নাকি । এই কবিতা একান্ত আমিকেই উপহার দিয়েছি !!

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার প্রেমের কবিতা শেয়ার করার মত বান্ধবী কতগুলা আছে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নেই , একদম নেই । কেন ?

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৭

মিরোরডডল বলেছেন:




নির্ব, প্রায় দুমাস হতে চললো স্প্যানকড যে ব্লগে নেই!
তার কবিতাগুলো তো মিস করছি।

সি, নির্বর মতো করে লিখেছি, গ্যাপ দিয়ে তো।


০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হয়তো উনি ব্যস্ত আছেন । আমি আসলেই ওনার কথা ভুলে গেছি । এটা আমার ভুল আমি স্বীকার করছি । তার প্রেমের কবিতাগুলো একদম দ্রোহ টাইপের হয়ে থাকে ।

তুমি আমার দলের হয়ে যাচ্ছো । এবার একটা দল খুলে ফেললে ভালো হয় না ?? ;)

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৫

মিরোরডডল বলেছেন:




সাসুম মাঝে কয়েকবার লগিন করলেও কোন মন্তব্য করেনি।
আজ অনেকদিন পর করলো কিন্তু তার সেই ফাটাফাটি রকমের মন্তব্য না করলে ঠিক জমে না।

তার যে কত অসংখ্য মন্তব্য পড়তাম আর হাসতাম!


০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: উনি ফিরে এসেছেন জেনে আমি খুব খুশি হয়েছি । ওনার কথার সাথে আমার দ্বিমত থাকবে কারণ আদর্শগত দিক থেকে আমরা আলাদা তবুও বলব যে উনি আসুক । আমি সত্যিই মন থেকে চাই উনি আসুক ও লিখুক । কারণ ব্লগের প্রাণ কিন্তু এমন তার্কিক বিচরণে ।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১০

মিরোরডডল বলেছেন:




আমি আসলে দলছুট।
মুক্ত বিহঙ্গদের কোন দল হয় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা , তুমি দলছুট নও মোটেই । কারণ তোমার মত এখানে অনেকেই আছেন। আমার একটা উক্তি আছে সেটা তোমাকে বলি এএবার , " সংঘবদ্ধ নয় বলে সাদৃশ্যগতভাবে গোত্রভুক্ত নয় এমনটা বলা যাবে না । " তুমিও গোত্রভুক্ত কিন্তু সংঘবদ্ধ নও !!

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৩

মিরোরডডল বলেছেন:




নির্ব আর স্প্যানকড দুজনের মাঝে যে কিছু মিল আছে, সেটা কি নির্ব জানে?
জানারতো কথা!

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমি এখনও বলনি গানদুটো শুনে কেমন লাগলো ।

আমার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আমি নিজেকে জানি না । অবশ্য জানতেও চাই না ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করতে আমার বেশি ভালো লাগে । তাই আমি জানি না আসলে তাঁর সাথে আমার কী মিল আছে । তুমিই বলো না !!

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

মিরোরডডল বলেছেন:




সুমনের গানটা ভালো লেগেছে।

স্প্যানকডের কবিতাগুলো দ্রোহ টাইপের, নির্ব স্বয়ং একটা দ্রোহ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক কোন নারীর থেকে জানলাম যে আমি স্বয়ং আস্ত এক দ্রোহ ! সত্যিই এর আগে কোন নারীর থেকে এমন মন্তব্য পাইনি । জেনে সত্যিই ভালো লাগছে ।

হ্যাঁ আমি দ্রোহমূলক কবিতা বেশি পছন্দ করি । স্প্যানকডের কবিতার মত আমার একটা কবিতা আছে । হে বুর্জোয়া প্রেমিকা নামে । এটা যদিও আমার করোনার সময়ে লিখা তবুও বলবো এটা আমার অন্যতম শ্রেষ্ঠ লিখা ।

সুমনের এই গানটার মানে জানো ? এটাও একটা দ্রোহের গান !!

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০১

শায়মা বলেছেন: প্রশ্নবোধক কাব্য শিরোনাম

উত্তরে কাব্য নিজেই। মাথা শব্দটা মাখা হয়ে গেছে।

যাইহোক কবিতা পড়ে মনে হল কবি নিজেকে নিয়ে বড়ই চিন্তিত আছেন। যদিও অন্য মানুষ নিয়েও তার একটু একটু চিন্তা আছে তবে বেশি নেই।

কারণ কবি জেনে গেছে কবিই পারে বসন্ত আনতে। :)


গুড গুড গুড কনফিডেন্স বাচ্চু কবি! :)

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মাথা শব্দটা মাখা হয়ে গেছে।

হামার বুল অয়েচে হামাক ক্ষেমা করবেন !

যাইহোক কবিতা পড়ে মনে হল কবি নিজেকে নিয়ে বড়ই চিন্তিত আছেন। যদিও অন্য মানুষ নিয়েও তার একটু একটু চিন্তা আছে তবে বেশি নেই।

কারণ কবি জেনে গেছে কবিই পারে বসন্ত আনতে। :)


গুড গুড গুড কনফিডেন্স বাচ্চু কবি! :)


এইটা ঠিক যে আমি খুব চিন্তায় আছি । তবে না আমি একা বসন্ত আনতে পারি না তবে বসন্ত আনবার কাণ্ডারি হতে পারি এই আরকি । ধন্যবাদ আপা পড়বার ও মন্তব্য করবার জন্য !!!

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনালি কাবিন বলেছেন: আপনার কবিতা যেন পরাবাস্তবতায় শান্তি খুঁজতে শেখায়।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভালোবাসা নেবেন সোনালি কাবিন !!

পরাবাস্তব-শব্দটা কারও কাছ থেকে অনেকদিন পর শুনলাম । পরাবাস্তব আর প্রচ্ছন্ন কবিতা আমার খুব প্রিয় । আসলেই এইসবে শান্তি পাওয়া যায় । আপনি আমার কবিতার মধ্যে শান্তি পান এটা জেনে সত্যিই খুব ভালো লাগল , একজন হতাশাগ্রস্থ মানুষকে আনন্দ দিলেন , প্রশান্তি দিলেন । আল্লাহ রব্বুল আলামিন আপনার সহায় হোন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.