|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নিবর্হণ নির্ঘোষ
নিবর্হণ নির্ঘোষ
	স্বাগত প্রব্রজ্যার প্রবচন রাজ্যে ! https://nnirghosh.blogspot.com/
 
 
 একটি বিকীর্যমান রোদ বিছিয়ে দেয়া শারদ-দুপুরে, 
 ক্লান্তির ছাতাকে মাথায় নিয়ে পদব্রজ কোন পদাতিক 
 হয় পথভুল করে অথবা পথ নিজেই ভুলে সঁপে দেয়
 শেষ হয়ে যাওয়া গন্তব্যকে , কোন এক হর্ষের গরজে। 
 বিকীর্ণ রোদে বিদীর্ন হতে হতে , কখনও বা নোনা ঘামে ভেজা ঠোঁটে
 নির্ধনী হাসি ফুটিয়ে , আপ্লুত হয়ে হেঁটে চলে সে 
 আর আবৃত্তি করে চলে হারানো পঙক্তিমালাগুলোকে 
 কখনো প্রেমকণ্ঠে আর কখনওবা গর্জে । 
 আমি এক ব্রাত্য প্রব্রজ্যা , 
 আহত মন আর পরাহত জীবনের জোয়ালকে সাথী করে 
 সারথি হতে চাই এমন কোন পদাতিকের 
 যার সাথে পাড়ি দেয়া যাবে ক্লান্তিকর পথ, পাথুরে পদব্রজে।   
  তার সাথে আমার তফাত যেন এক সমুদ্দূর  
 কবে আমার পদাঘাতে অবনত হবে আমার চেনা রোদ্দূর ?
  শুভ জন্মদিন ব্লগার পদাতিক চৌধুরী, আপনার আগামি সুন্দর হোক আর সামুর সাথে আপনার পথচলা হোক আমরণ !! 
-নিবর্হণ নির্ঘোষ । 
বিঃদ্রঃ ছবিটা  ওনার ফেসবুক আইডি থেকে নেয়া ওনাকেই না জানিয়ে !!
 ৫৮ টি
    	৫৮ টি    	 +১১/-০
    	+১১/-০  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপনাকে আরোগ্য । 
 ফুল ভার্সনে  না আসতে পারার ব্যাপারটা অনেকদিন যাবত ঠিক হচ্ছে না তবে আশারাখি শীঘ্রই এর সমাধান হবে ।  আপনিও ভালো থাকবেন সবসময় আর নিয়মিত হবেন আশা রাখি !!
২|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুভ জন্মদিন পদাতিক দা।  
আর নিবর্হণ নির্ঘোষকে এই সুন্দর কবিতার জন্য অশেষ ধন্যবাদ।  তবে আপনি আপনার কবিতার কিছু শব্দের অর্থসহ উচ্চারন দিয়ে দিলে সবার সুবিধা হত।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৮
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সাচু ভাই । 
বিকীর্ন = যা ছড়িয়ে পড়ে ।
বিকীর্যমান= ছড়িয়ে পড়ে আছে যা । 
প্রব্রজ্যা = পরিব্রাজক অথবা সন্ন্যাসী । 
 আর শারদ-দুপুর মানে শরতের দুপুর । 
আসলে এখানে প্রব্রজ্যা শব্দটাই অপ্রচলিত আরগুলো অতটা প্রচলিত না !
৩|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:২২
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:২২
আকতার আর হোসাইন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ব্লগারকে।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৪
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পদাতিক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !!
৪|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  ভোর ৬:৩২
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  ভোর ৬:৩২
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা সহ শুভকামনা রইলো প্রিয় ব্লগার পদাতিক  দাদা।
ভালো কাটুক আপনার আগামী।  
কবিতাটি ভালো লেগেছে।  
 মঙ্গল হোক আপনার । 
ভালো থাকুন সব সময়।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৪
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পদাতিক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !! 
আর আপনারও মঙ্গল হোক হে অভিমানী কবি !!
৫|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৭:১৯
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৭:১৯
নজসু বলেছেন: 
প্রিয় ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পদাতিক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !!
৬|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২০
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২০
আহমেদ জী এস বলেছেন: নিবর্হণ নির্ঘোষ,
ব্লগার পদাতিক চৌধুরীর জন্মদিনের শুভেচ্ছান্তে লেখা কয়েকটি লাইনে আপনার পদচারণাও বিকীর্যমান রোদ্দুরের মতো।  
পদাতিক চৌধুরীর জন্মদিনে এপার বাংলা থেকে ওপার বাংলায় অফুরন্ত শুভেচ্ছা উড়ে যাক..........
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৬
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ অগ্রজ ।  আপনার এই মন্তব্যটি বুকের গভীরে ভালো লাগার জন্ম দিল । 
 পদাতিক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !!
৭|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:৩০
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শুভেচ্ছা পদাতিকদাকে
আর ধন্যবাদ আপনাকে সুন্দর কাব্য উপহার দেয়ার জন্য।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বড় ভাই । আপনার নিনিষ নামটার জন্য কৃতজ্ঞতা জানবেন ! এই নামটা আমার প্রিয় হয়ে উঠেছে দিনকে দিন । 
পদাতিক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !!
৮|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:০২
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:০২
কাছের-মানুষ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল চৌধুরী সাহেবের প্রতি।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চৌধুরী সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন কাছের মানুষ ।
৯|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:২৬
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১০:২৬
অপু তানভীর বলেছেন: পদাতিক সাহেব কে জন্মদিনের শুভেচ্ছা রইলো !
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৮
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা রৈল পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ।
১০|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:০০
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:০০
জুন বলেছেন: প্রিয় ব্লগার পদাতিকের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।  বার বার ঘুরে আসুক এই দিনটি তার জীবনে এই কামনা করি 
 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৯
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ । আপনিও পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন !!!
১১|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৪৯
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: আমি বাকরুদ্ধ, আপ্লুত, অভিভূত, এবং বিমোহিত বটে এমন সুন্দর একটি কাব্যে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৫৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমিও আনন্দিত আপনি পড়েছেন ও মন্তব্য করেছেন বলে । ভালো থাকুন সবসময় আর অবশ্যই সামুর সাথে আপনার সম্পর্ক অটুট থাকুক !!
১২|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:০১
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:০১
পদাতিক চৌধুরি বলেছেন: আজকে সকাল থেকে বাসায় প্রচন্ড ব্যস্ত ছিলাম। এইমাত্র কাজের জায়গায় এসে চোখে পড়লো। এমন পোস্ট আগে এলে আর ভালো লাগত। যাইহোক কি বলে যে ধন্যবাদ দেব ভাষা নেই। 
পোস্টে আগত সকল কমেন্টদাতা @আরোগ্য,@ সাড়ে চুয়াত্তর,@আকতার আর হোসাইন,@ ইসিয়াক,@ নজসু,@আহমেদ জী এস,@মো: মাইদুল সরকার,@কাছের মানুষ,@অপু তানভীর,@জুনাপু, এবং সর্বোপরি আপনাকে জানাই অসহস্র ধন্যবাদ। সঙ্গে পোস্টে লাইকদাতাদের আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। আপনার সঙ্গে ওনাদের সকলের অকৃত্রিম বন্ধন ইহ জীবনে ছিন্ন হবার নয়। 
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২৪
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনিও শুভেচ্ছা ও আমাদের পক্ষ থেকে ভালোবাসা জানবেন ভাইজান । নিয়মিত হবেন এবং আবার আপনার লিখা দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন এই আশা রাখি । আরেকবার, শুভ জন্মদিন !!
১৩|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:০৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:০৭
ডার্ক  ম্যান বলেছেন: আজকাল প্রেমিকার জন্যও মানুষ  কবিতা লেখে না। 
যাই হোক , পদাতিক দা'কে জন্মদিনের শুভেচ্ছা।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২২
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: লেখে তো , কতজনকেই তো লিখতে দেখি । কেমন আছেন আঁধারমানুষ , ভালো থাকবেন । 
আর পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন !!
১৪|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:১৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: 
ব্লগার পদাতিক চৌধুরী অসাধারণ একজন মানুষ। পদাতিক দা-র জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২১
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন আর ভালো থাকবেন সবসময় !!
১৫|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:৫৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১২:৫৩
মুক্তাঙ্গন৫৭ বলেছেন: বিকীর্যমান আমার কাছে নতুন শব্দ , ভাল লাগলো উপযুক্ত ব্যাবহারে । শুভ জন্মদিন পদাতিক চৌ ।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২০
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:২০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ মুক্তাঙ্গন । এই ধরনের শব্দের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে । পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন আর ভালো থাকবেন , নিয়মিত হবেন আশা রাখি !!
১৬|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:১৯
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: পদাতিক দাদার সাথে আমার বেশ সুসম্পর্ক আছে। থাকবে। 
শুভ জন্মদিন দাদা। ভালোবাসা জানবেন।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:১৯
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ জেনে খুব খুশি হলাম । এভাবেই অটুট থাকুক এই সুসম্পর্ক । ধন্যবাদ জানবেন পদাতিক ভাইয়ের পক্ষ থেকে !!
১৭|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:১৬
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার পদাতিক চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:১৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:১৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনিও পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন !!
১৮|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:২২
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:২২
করুণাধারা বলেছেন: পদাতিক চৌধুরীর জন্য জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, আমাদের মনে করিয়ে দেবার জন্য।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:১২
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা । পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানবেন !!
১৯|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
ঢাবিয়ান বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পদাদিকদা।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাবিয়ান ভাই । আপনিও শুভেচ্ছা জানবেন !!
২০|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
শেরজা তপন বলেছেন: ব্লগের অন্যতম ঋদ্ধ, প্রানবন্ত, ব্লগ অন্তপ্রান এই মানুষটার জন্মদিনে শুভেচ্ছা অফুরান।  ভাল থাকুন পদাতিক ভাই।
আপনার সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আপনার কবিতা কিন্তু উত্তম হয়েছে ব্লগার। এর প্রশংসা না করলেই নয়।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ  বদ্দা । 
ইয়ে মানে কী যে বলেন ভাইজান । আমি কিছুটা লিখবার চেষ্টা , মাঝে মাঝে আল্লাহর দয়ায় কিছু একটা হয়ে যায় আরকি আর কিছু না ভালো থাকবেন সবসময় ভাইজান । শুভেচ্ছা জানবেন !!
২১|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:১৯
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:১৯
মিরোরডডল  বলেছেন: 
পদাতিককে জন্মদিনের শুভেচ্ছা  
 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৩০
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৩০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পদাতিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জেনো আপা । আর ভিডিওটা বেশ আদুরে তো !!!!
২২|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৪১
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৪১
মিরোরডডল  বলেছেন: 
শুধু আদুরে? কথাগুলো সুপার ফানি!
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৫৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার কাছে আদুরে লাগলো । আজকে দেখছি সব কিছুকেই আদুরে লাগছে বিষয়টা রহস্যময় !!
২৩|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:০৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:০৫
মিরোরডডল  বলেছেন: 
ডার্ক ম্যান বলেছেন: আজকাল প্রেমিকার জন্যও মানুষ কবিতা লেখে না।
  
 
সেখানে নির্ব তার দাদার জন্য এতো সুন্দর কবিতা লিখেছে।
থ্যাংকস পিচ্চু।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:১৬
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:১৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: স্প্যানকড নেই তো তাই  আঁধারমানব এই কথা বলেছে । থাকলে বলতো না আবার এই যে সেলিম ভাই উনিও কিন্তু প্রেমিকার জন্য লেখেন আরও আছে । আমিও লিখি মাঝে সাঝে । তবে লিখতে ভালো লাগে সবাই তো প্রেম নিয়ে পড়েই আছে আমি আবার শুধু শুধু ভীড় বাড়াতে যাবো কেন । 
সে যাক , শ্লাঘ্যবাদ  আপা ( এটা ধন্যবাদের বিকল্প , দুটোর অর্থ একই ) । আচ্ছা আমিই কী সামুর সর্বকনিষ্ঠ ব্লগার ??
২৪|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:৪৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:৪৭
মিরোরডডল  বলেছেন: 
আচ্ছা আমিই কী সামুর সর্বকনিষ্ঠ ব্লগার ??
নো আইডিয়া !
সামু পাগলা ছিলো, এখন আর আসে না।
নতুন নিকে আসে কিনা জানি না।
আমাদের শুভ পিচ্চু, সাজিদ আছে, মৌরি আছে।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১১
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাজিদ ভাই আমার সিনিয়র । প্রায় ৫ বছরের বড় তো হবেই । আর মৌরি আমার জুনিয়র । নাহ্ মন ভেঙে গেল আমার !!
২৫|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:৫৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পদাতিক চৌধুরী!
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পদাতিক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন !!
২৬|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১৪
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নিবর্হণ ভাই অনেকক্ষণ ছিলাম না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই @ ডার্ক ম্যান,@সৈয়দ মশিউর রহমান,@মুক্তাঙ্গন৫৭,@রাজীব নুর,@সেলিম আনোয়ার,@করুণাধারা,@ঢাবিয়ান,@শেরজা তপন,@মিরোরডডল প্রমুখকে।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৩৫
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাঁদের পক্ষথেকে এবার আমি আপনাকে জানাই ধন্যবাদ !!!
২৭|  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৩১
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ১১:৩১
সোনালি কাবিন বলেছেন: খুব সুন্দর কাব্যময়তার মাধ্যমে উনাকে উইশ করলেন । 
আমার পক্ষ থেকেও উনাকে জন্মদিনের শুভেচ্ছা।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪৩
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান । আপনিও আমার ও ওনার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন !!
২৮|  ১২ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:৩০
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৩:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় সোনালি কাবিন ভাইয়াকে। শুভেচ্ছা জানবেন ভাইয়া।
  ১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:২১
১২ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:২১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনিও পরিবার নিয়ে ভালো থাকুন আর নিরাপদে থাকুন এই কামনা করি !!!
২৯|  ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:০৬
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: আজকে রিপোর্ট পেলাম ডেঙ্গু পজেটিভ।
  ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:২৬
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ , সুস্থ হয়ে উঠবেন ।  আতংকিত হবেন না পর্যাপ্ত বিশ্রাম নিন সুস্থ হয়ে উঠবেন  ইনশাআল্লাহ । পরিবারের সবাইকে সাবধানে রাখুন ।  আমাদের এদিকে এখনও প্রকোপ বাড়েনি তবে বলা যায় না আল্লাহ ভালো জানেন ।  
 আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি । ভালো থাকবেন বড় ভাইজান !!
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  রাত ১:০৩
আরোগ্য বলেছেন: ভাইটির আগামী দিনগুলোর প্রতিটি মুহূর্ত সহজ সুন্দর ও কল্যানকর হোক এই প্রত্যাশা করি। ইহকাল ও পরকাল উভজগতে সপরিবারে শান্তিতে বসবাস করুক।
ফুল ভার্সনে আসা যাচ্ছে না। অনেকদিন পর লগইন করলাম। দিনটি দুই দিন আগেও মাথায় ছিল। ধন্যবাদ লেখককে এমন সৌহার্দপূর্ণ পোস্টের জন্য।