নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

হরর অনুগল্প: অবিশ্বাস !

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭





আচ্ছা বড়রা কেন ছোটদের কথা বিশ্বাস করতে চায় না?ওরা কি বোঝে না যে ছোটরা মিথ্যা বলে না!বড়রা তো উঠতে বসতে মিথ্যা বলে, কিন্তু ছোটরা তা করে না করতে পারে না । সেদিন তনয়া কত করে তার মা'কে বলল কিন্তু তিনি বিশ্বাস করতে চাইলেন না ! কী আশ্চর্য ! এরা এত ভুল ভাবে কেন ? বড়দের কোন জ্ঞান নেই একদম বোকা তারা।বোকা না হলে সেদিন যখন মা'কে সব বলল,মা তখন বরাবরের মত গম্ভীর গলায় বললেন,"এ কখনওই হয়না তনয়া ওদের পক্ষে এমনটা করা সম্ভব না।ওরা নিরীহ ! এসব তোমার দুঃস্বপ্ন , কতবার না বলেছি রাতে এসব ভুতের গল্প পড়বে না ! সারাদিন এসব পড়বে আর ঘুমোলে এসব অদ্ভুত স্বপ্ন দেখবে !" শেষের ঝাঁঝমাখানো কথাগুলোতে চুপসে যায় তনয়া !

মা'ও বুঝল না । এখন এই তাবৎ দুনিয়ার কার কাছ সাহায্য চাইবে ? কেউ তো আর বিশ্বাস করতে চায় না । কীভাবে সে বোঝাবে যে সত্যিই প্রতিদিন সবাই ঘুমিয়ে পড়লে দেয়ালের গায়ে সেঁটে থাকা টিকটিকিগুলো মেঝেতে নেমে এসে মানুষের রূপ নেয় এরপর সবাই মিলে তনয়ার রক্ত শুষে খায় একটু একটু করে !!!

রচনাকারী: নিবর্হণ নির্ঘোষ ।

মন্তব্য ৬৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



এই বিশ্ব বিখ্যাত গল্পটির কপিরাইট আছে তো? না'হয়, ইহা কপি করে, মুখস্হ করে নিয়ে যাবে আমেরিকান বিবিধ প্রকাশকের লোকজন।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সে আপনার মাথা না ঘামালেও চলবে !!

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

মিরোরডডল বলেছেন:




অনুগল্প না, এটা নু গল্প হয়ে গেছে :)

বেশি ছোট কিন্তু খারাপ না, মোটামুটি হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা !

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:


3 years old baby telling a story

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



স্যরি, লিংকটা কাজ করছে না; গুগলে সার্চ করলে আসবে: "french girl tells story"

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেখেছি । দেবার জন্য ধন্যবাদ !!

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন:




খেলাঘরের চেয়ে শিশু আর কে আছে এই ব্লগে :)

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা !

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:


@মিরোরডডল ,

এই লেখক কৌশলে ষ্টিফেন কিং'এর উপন্যাস কপি করে ব্লগে ছেড়েছেন বলে মনে হয়; শেষে সামু কি বিপদে পড়ে কে জানে? আমাদের ব্লগিং বন্ধ হয়ে যেতে পারে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি আপনার শাগরেদ রাজীব নূর নই যে কারও গল্প নকল করে দিয়ে দেব । আমি লভক্রফটিয়ান হরর লিখবার চেষ্টা করেছি সেটা হয়েছে কিনা আমি জানি না । তবে আমি নকল করিনি । আপনি মনে হয় গুগল ঘেঁটে প্রথমেই কিংয়ের নাম পেয়েছেন তাই নিয়ে নিজের বক্তব্য ছাড়ছেন ।

পারলে প্রমাণ দেখান যে আমি নকল করেছি । না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব সোনাগাজী সাহেব !!

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

মিরোরডডল বলেছেন:




কপি করে ব্লগে ছেড়েছেন বলে মনে হয়

মনে হয় বললেতো হবে না খেলাঘর, তথ্য প্রমাণ দিতে হবে :)

শেষে সামু কি বিপদে পড়ে কে জানে? আমাদের ব্লগিং বন্ধ হয়ে যেতে পারে।

Don't worry at all.

প্রথমত ব্লগিং এ এখনও নবীন, দ্বিতীয়ত বয়সে তরুণ।
এটাই তাদের লিখতে লিখতে শেখার বয়স।

আর যাই হোক, তাদের কারণে সামু বিপদে পড়বে না ফর সিওর।

খেলাঘরের মতো সিনিয়র অভিজ্ঞ ব্লগাররা ঠিক থাকলেই হলো, যাদের কাছ থেকে নতুনরা শিখবে :)


০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি সত্যিই জানতে চাই উনার কেন মনে হলো এটা নকল ? মনে হয় বলে ওনার মত একজন সিনিয়র ব্লগার কী একটা অপরাধ করল না ? ব্লগের ব্লগারদের সৎ অসতের সার্টিফিকেট দাতা একজন ব্লগার এমন ওজনহীন কথা বলবে এটা কী মানায় ?

আপা ওনার বলা কথাগুলো মোটেও ভদ্রোচিত না । উনি আর ওনার সাগরেদরা ব্লগের মান এমনিতেই কমিয়েছে এটা সর্বজন স্বীকৃত তারপর আবার এইসব বলে উনি নিজেকে যে জাহির করবার ব্যাপারটা করছেন তাও কিন্তু হাস্যকর ।

উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে আমি ওনাকে করিনি এখনও নূন্যতম বোধ ও লজ্জা থাকলে উনি এইসব বুঝতো । উনি একটা জঘন্য নীচ ও অপব্লগার আমি এটা বলছি এবং এজন্য আমি মোটেও দুঃখিত নই !!

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:



না, ব্যবস্হা নিয়েন না; আমি মনে করেছিলাম ইহা উপন্যাস; ভুল হয়েছে, ইহা আসলে ১টি গল্প।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

মিরোরডডল বলেছেন:




নির্বং, যখনই উনি বললেন, কপি করে ব্লগে ছেড়েছেন বলে মনে হয়

এই মনে হয় মানেই বলার জন্য বলা।

শেষে সামু কি বিপদে পড়ে কে জানে? আমাদের ব্লগিং বন্ধ হয়ে যেতে পারে।

এ কথাগুলো আরো হালকা, ফান হিসেবে নেয়া যায়।

so don't count it seriously at all.
Just skip.

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা ওনার কোন কিছুই হালকা । উনি পুরো ব্লগ জুড়ে যা যা করেছেন এবং করে যাচ্ছেন তার পরও এটাকে হালকা বলা মানে অপবাদকে প্রশ্রয় দেয়া । দুঃখিত তোমার এই কথা আমি মানতে পারলাম না !!

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর আপা বলার জন্য বলা বলে কোন কথা হয় ? একটা অভিযোগ টানা মানেই কী বলার জন্য বলা ? এগুলো কোন কথাই না !!

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:




আমি আপনাকে কমেন্ট ব্যান করেছি, কারণ আপনার কমেন্টগুলো উপন্যাসের সমান; আপনার কমেন্ট পড়ার জন্য আমাকে কাউকে হায়ার করতে হবে। কাউকে হায়ার করা হলে, আপনাকে ছেড়ে দেবো।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সোনাগাজি আপনি আর আমার পোস্টে মন্তব্য করবেন না । আমি চাইনা আপনার মত অপ ব্লগার আমার পোস্ট নোংরা করুক । আপনার দুর্গন্ধযুক্ত নোংরা বক্তব্য আপনি অন্যদের কাছে প্রসব করবেন আমার পোস্টে না । আপনার মত ফালতু লোক আমার পোস্টে না এলেই খুশি হবো !!

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




একজন ব্লগার এমন ওজনহীন কথা বলবে এটা কী মানায় ?

This is the fact.

কমেন্টটা যে ওজনহীন, শুধুই বলার জন্য বলা, খোঁচা দিতেই কমেন্ট করা, এটাতো পড়লেই বোঝা যায়।
তাই এধরনের কমেন্টকে সিরিয়াসলি কাউন্ট করতে নাই।

নির্ব অনেক বুদ্ধিদীপ্ত, কিন্তু এটা কেনো বোঝে না!

উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে আমি ওনাকে করিনি

You must do it and now.
Then problem will be solved.
We all can see, you two cannot get along well.
He already blocked you; you do the same, ফিনিতো!


০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি তাই করবো । ওনার মতো জঘন্য মানুষকে এই করা উচিত !!

১২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮

কামাল১৮ বলেছেন: কি আর মন্তব্য করবো।মন্তব্য প্রতিমন্তব্য পড়তে পড়তে ক্লান্ত।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ক্লান্ত হয়েও মন্তব্য করবার জন্য ধন্যবাদ !!

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮

মিরোরডডল বলেছেন:




খেলাঘর,
You two can't get along well.
So, why don't you please leave him alone?

you can clearly see, you're not welcome in his post.
Show some self-respect and please don't come back to his post anymore.

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: উনি এতেও শোধরাবেন না তাই ব্যবস্থা নিচ্ছি । আর যাইহোক উনি শোধরানোর মত মানুষ নন !

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪

শেরজা তপন বলেছেন: কামাল ভাই এর মন্তব্য পরে আমি হাসতে হাসতে কাত হয়ে গেছি :)
একটু হেসে নেই আসল মন্তব্য পরে আসছি...

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা ঠিক আছে হেসে আসুন তবে মিয়া ভাই !!

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: শতাব্দীর সেরা গল্প।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শতাব্দির সেরা গল্প নয় এটি এটি একটি সাধারণ গল্প !

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১

ভুয়া মফিজ বলেছেন: অনূগল্প হিসাবে ব্যাখ্যা একটু বেশি হয়ে গিয়েছে। অনূগল্প হবে 'ধর তক্তা, মারো পেরেক' টাইপের। Straight to the point.

But well tried. এমন আরও চাই। :)

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে ফ্ল্যাশ ফিকশন লিখতে চাইনি । এটা অতি ছোট গল্প বলা যায় ।

তবে যা বলেছেন তা ঠিক এত এত দীর্ঘ না করাই উচিত । ঐ যে হরর আবহ ধরে রাখতে এইটা করা ।

ধন্যবাদ ওস্তাদ , অনুপ্রাণিত হলাম । আমি চেষ্টা করবো এমন গল্প লিখতে !!

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

মিরোরডডল বলেছেন:




নির্বকে যতটা বুদ্ধিমান মনে করতাম, আসলে ইউ আর নট।

এই যে রাজীবের কমেন্ট, যে কেউ বুঝবে রাজীব খেলাঘরকে অনুকরণ করে সেইরকম একটা কমেন্ট করেছে শতাব্দীর সেরা গল্প, যেটা একটা টিপিক্যাল খোঁচা।

কেনো নির্ব এটা বুঝবে নাহ?
আর যদি বোঝে তাহলে স্বাভাবিক উত্তর দিয়ে এক্সপ্লেইন করতে যাচ্ছে কেনো যে এটা একটা গল্প!
এটা যে গল্প সেটা কি রাজীব জানে নাহ? জেনে বুঝেই পোক করেছে।

You don't need to explain for this kind of comment.

Three things you can do.

Firstly, you can counter him back with the same tone.
If not work, then absolutely ignore his comment.
Finally, all you can do is comment ban.

You don't need his comment, simple.


০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা তুমি রানূর ব্যাপারটা বোঝনি !

আমি জানি রাজীব নূর কী বলতে চেয়েছে । কিন্তু তা নিয়ে যদি বলতে যেতাম তবে সোনাগাজীর এই শাগরেদ জল আরও বেশি ঘোলা করতো । এসে বলতো আমি তো সাধারণভাবেই বলেছি তবে কেন আপনি আবার এমন রিয়েক্ট করলেন । তাই আমিও সাধারণ প্রত্যুত্তর দিলাম !

আপা ব্লগে এক বছর ধরে তো কম বুঝলাম না কে কেমন !!

ইতমধ্যে আমি সোনাগাজীকে কমেন্ট ব্যান করেছি । ঝামেলার এখানেই অবসান করে দিলাম !!

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

আমি সাজিদ বলেছেন: বেশ ভালো লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পড়বার ও মন্তব্য করবার জন্য ধন্যবাদ ভাইয়া !!

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সোনাগাজী সাহেব ষ্টিফেন কিংএর উপন্যাস পড়েন!! আমি অবাক হলাম!!

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: লেখকের নাম নিলেই কী তার পাঠক হওয়া যায় ?

২০| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:০৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: বাপরে বাপ!! মনে হল যেন পোস্ট দিয়ে মন্তব্যে আগুন লেগে গেল!! =p~ আমিও মন্তব্য পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছিলাম। হাহাহা. . . আল্লাহ!! কই যাই??? মোটিভেশন দেওয়ার বদলে মানুষ আজকাল ডিমোটিভেশন দেয়ার পিছনে উঠে পড়ে লেগে থাকে!! এটা সত্যি দুঃখজনক. . :|

যাইহোক হঠাৎ করে ব্লগে আসলাম এবং আপনার পোস্টটি পেয়ে পড়ে ফেললাম ছোট পোস্ট দেখে একটু হতাশ হলাম যে এইটুকুর মধ্যে আপনি পুরো ব্যাপারটাকে কি ফুটিয়ে তুলতে পেরেছেন? কিন্তু যখন পুরোটা পড়লাম সংকোচ কেটে গেল এবং খুব ভালো লাগলো!! সুন্দর লিখেছেন, পোস্টে লাইক।

আর হ্যাঁ আরেকটি কথা বলে যেতে চাই, সব কথায় কান দিতে নেই। যেমন কুকুর তেমন মুগুর শুনেছেন তো নিশ্চয়ই এই কথাটা!!

লেখা অনেক সুন্দর হয়েছে, Bravo.. keep it up...

ভালো থাকবেন সব সময়। শুভকামনা জানবেন,
- দেয়ালিকা বিপাশা

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যদি ব্যান না করতাম তো আপনি এতক্ষণে ওনার বক্তব্য পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন আপনি । আর ওনার মন্তব্য পড়তে পড়তে আপনি জীবনেও আর প্রেষণাতে স্বাদ পেতেন না । এমন এক চিজ উনি । আসলে সমালোচনা ভালো কিন্তু অযৌক্তিক অভিযোগের কোন মানে হয় না ।

পড়বার ও মন্তব্য করবার জন্য ধন্যবাদ বিপাশা । আমি কেবল চেষ্টা করে গেছি জানি না কতটুকু সফল হলাম ।

আপনার পরামর্শ আমার স্মরণে থাকবে ।

আপনার প্রতিও শুভ কামনা রৈল ! ভালো থাকবেন সব সময় !

২১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

মিরোরডডল বলেছেন:




পিচচু, আমার কোন ওল্ড পোষ্টে সেই ছবি দিবে এখন। :)


০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই পোস্টের তৃতীয় কমেন্ট দেখো !

২২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩

ভুয়া মফিজ বলেছেন: আমি এই ধরনের গল্পকে বলি, মিনিগল্প। আমার এমন দুইটা link দিলাম,

https://www.somewhereinblog.net/blog/BhuaMofiz/30236899

https://www.somewhereinblog.net/blog/BhuaMofiz/30282482

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওস্তাদ লিংক তো তেড়িবেড়ি করতেছে । কাম করতেছে না ।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

স্প্যানকড বলেছেন: কিতা কমু আমি আবার গালিগালাজ করি কি না ! সে যাই হোক ওদের ছেড়ে দেন। নিজের কামের প্রতি মনযোগ দেন প্লিজ।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না না গালি দেয়া যাবে না ।

আপনার জন্যও আমার একটা সাজেশন । আপনি কবিতায় বরাহ শাবক , সারমেয় শাবক ব্যবহার করতে পারেন এইসব গালির বদলে । দেখোন সুন্দর হবে । যদিও আপনি যা করবেন তাই সুন্দর !!

কারণ কবিকে কোন কিছুতে বাঁধা মানেই অন্যায় !

ধন্যবাদ ভাই । আমি চালিয়ে যাবো আমার লিখা । ভালো থাকবেন সবসময় !!

২৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৭

ভুয়া মফিজ বলেছেন: মোবাইল থেকে লিঙ্ক দিলে এই অকামটাই হয়। আবার দিলাম, আমার নির্ভরযোগ্য ল্যাপি থেকে,

পাচটি সন্দেহজনক ভৌতিক মিনি গল্প
তিনটি আধা-ভৌতিক মিনি গল্প

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এইবার কাম হৈতেছে । যায়া পড়তেছি !!

২৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

আমি সাজিদ বলেছেন: ব্লগের দেয়ালেও কিছু টিকটিকি মানুষের মতো আচরণ করছে।

এক লাইনের হরর গল্প।

এই টিকটিকিরা বলে জিনিসপত্রের দাম বাড়ে নাই। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। নিজেদের রাজনৈতিক দল সাপোর্ট করার জন্য দ্রব্যমূল্যের দাম নিয়েও কি অবলীলায় মিথ্যা যুক্তি তর্ক উপস্থাপন করে গেছে এরা!


মিরোরডডলের একটা মন্তব্যের প্রেক্ষাপটে বলতে চাই, খেলাঘরের চেয়েও শিশুতোষ স্বভাবের লোক ব্লগে ঘুরে বেড়াচ্ছে। কামাল১৮ এর কমেন্টই দেখো। খেলাঘরকে কপি করতে যায়। কপি তো হচ্ছে না, হচ্ছে টিকটিকি লেজ আর ডিম৷

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পূ্র্ণ সহমত ভাই ।

আমি এখন আর এইসব পড়তে যাই না । মন্তব্য তো প্রায় করিই না । ওনারা কখনও আলোচনায় যান না । যেটা করেন সেটা হলো নির্লজ্জের মত ভাঙা রেকর্ড বাজিয়ে যাওয়া । তাই আর ওসবে মাথা দিই না ।

কামাল সাহেবের কথা অনেক ক্ষেত্রেই সোনাগাজীর মত অপ্রাসঙ্গিক । এমনকি যাদের টিকটিকি বললেন তাদের কথাও অনেক অপ্রাসঙ্গিক ও অসংগতিতে ভরা ।

কী বলব ভাই বলবার মত কিছুই নেই । এরা কোনভাবেই নিজের ভুল শোধরায় না । গোঁয়ার হওয়া ভালো কিন্তু নিজের ভুল নিয়েও যে গোঁয়ার হয় তাকে কী বলা যায় ?

আপনার এই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন ভাইজান !!

২৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৩

মিরোরডডল বলেছেন:




দ্রব্যমূল্যের দাম নিয়েও কি অবলীলায় মিথ্যা যুক্তি তর্ক উপস্থাপন করে গেছে এরা!

এ বিষয়টা আমাকেও অবাক করে।
জোর করে কি সত্যকে লুকানো সম্ভব!

বাংলাদেশের একটা সেগমেন্ট ধনী, যারা সংখ্যায় অবশ্যই কম।
মেজরিটি কাভার করে মধ্যবিত্ত আর নিম্মবিত্ত মানুষেরা, তারা সবাই এখন স্ট্রাগল করছে।
দৈনন্দিন খাবারের দাম এমন বেড়ে গেছে যে সাধারণ মানুষ তাদের বেসিক ইনটেক ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে।

যে বা যারা মনে করে সব ঠিক আছে, কি কারণে যে তারা এমন বলে এটা সত্যি ভাবনার বিষয়।


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওরা হয় আঁধারে থেকেই মন্তব্য করে নয়তো পুরোটাই দলকানা মন্তব্য !

আপা প্রতিদিন প্রতিটি সবজিতে ১০ টাকা করে কমে বাড়ছে । মাছ তো এখন ধরা ছোঁয়ার বাইরে ।

আলুটাও এখন বিলাসি খাবার । কী বলব আপা একটা জঘন্য পরিস্থিতিতে আছি আমরা এখন !

বাজার করতে গেলে সত্যি বলছি দিশেহারা লাগে । আর ওনারা সমানে বলেই যান সব স্বাভাবিক !

২৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৬

মিরোরডডল বলেছেন:




খুবই ভয়াবহ পরিস্থিতি।
সামনে কি যে হবে!!!



০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী আর হবে ?

এই অবস্থায় মানুষ তিলে তিলে ধ্বংস হলেও ওনারা বলে যাবেন ধ্বংস কৈ হলো সব তো ঠিক আছে !

২৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এক গল্পেই ওনার রোষানলে পড়ে গলেন !

অনুগল্প এতটা ডিটেলস হয়না। লভক্রফটিয়ান হরর গল্পে ভয় মূর্তিমান নয় বরং ভয়ের আবহটাই আসল। লাইনে লাইনে একটা অস্বস্তি পাঠককে তাড়া করে বেড়ায় নাম না জানা একটা আশঙ্কা, একটা ভয়, একটা চরম পরিণতির দিকে যার শেষটা সকলের জানা হয় উন্মাদনা, অথবা মৃত্যু।

সে হিসেবে আপনার গল্পটি মোটামুটি। চেষ্টা করে যান।

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেউ কোন ভালো কাজ করতে গেলেই তো ওনার রোষানলে পড়তে হয় সে যদি ওনার বিপক্ষে থাকে তো !!


অনুগল্প লিখবার ক্ষেত্রে দীর্ঘ করবার ব্যাপারটার ক্ষেত্রে আরও সতর্ক থাকবো সামনে ।

লভক্রফটিয়ান হরর থ্রিলারে আসলে ভয়ের ছায়া থাকে ভয়ের কায়া থাকে না । অজানা রহস্য থেকে তৈরী হয় ভয় । আমি জানি এটা পুরোপুরি লভক্রফটিয়ান হয়নি তবুও প্রচেষ্টা আরকি !!

আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান পড়বার ও মন্তব্য করবার জন্য !! ভালো থাকবেন !!

২৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি লেখা চালিয়ে যান; কে কি বললো তাতে কি আসে যায়।

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

আসলে আমার রাগটা হলো উনি কোন প্রমাণ ছাড়াই মনে হয় বলে অভিযোগ করে বসবেন যেটাকে অভিযোগ বলে না অপবাদ বলে । ওনাকে এমনটা করলে উনি ইনিয়ে বিনিয়ে এটাকে কঠোর ষড়যন্ত্র বলে চালিয়ে দিতেন !

উনি নিজেকে আর শোধরাবেন না মোটেই যা দেখছি ।

আপনাকে ধন্যবাদ অনুপ্রেরণা দেবার জন্য !! ভালো থাকবেন !

৩০| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শতাব্দির সেরা গল্প নয় এটি এটি একটি সাধারণ গল্প !

ওকে, সাধারন গল্প।

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এইসব ছ্যাবলাবি কী না করলেই নয় ?

৩১| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: আমি আপনাকে আগেই বলেছি যে মানুষের সাথে তর্ক করবেন, তাদের মন্তব্যের উত্তর দিবেন । অন্য কারোটা নয় !

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ বলেছিলেন ।

আসলে প্রতিমন্তব্য করতাম , কারণ এড়িয়ে যাওয়াটা ভদ্রোচিত কোন কাজ নয় । কিন্তু এনারা হলেন বোধান্ধ ও অপব্লগার । এতদিন ছাড় দিয়ে আসলে এই চেয়েছি যাতে তাদের বোধগম্যতা আসে । এখন যখন হয়নি তাই এখন একদম ব্যান করেই শান্তিতে থাকছি ।

ধন্যবাদ অপু ভাই , পড়বার ও মন্তব্য করবার জন্য !!

৩২| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

করুণাধারা বলেছেন: ভালো লেগেছে অনু গল্প। শব্দ সংখ্যা কত?

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পড়বার ও মন্তব্য করবার জন্য ধন্যবাদ আপা ।

এখানে শব্দ সংখ্যা প্রায় ১৭০ হতে পারে ।

৩৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

শেরজা তপন বলেছেন: ক্যচাল-ম্যাচালে সব মিলিয়ে খারাপ হয় নাই :)
আপনি হেরে আটকাইলেন ক্যান- ভালই কমেডি চলছিল তো!!

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না আটকাইলে উনি এই কারণে ব্যান খাইতেন আর এরপর বলতো ।

ওনাকে ষড়যন্ত্র করে আমরা ব্যান করেছি । উপকার করলাম আরকি !!

৩৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

অধীতি বলেছেন: গল্প নিয়ে কিছু বলব না, শুধু বলবো যে গল্প বুঝেনা সে গল্প পড়তে আসে ক্যান?
কমেন্ট ব্লক করে আবার কমেন্ট করে শুনিয়ে দেয়াটা কচি ময়েগুলোর স্বভাব ও নিয়ে ভাববেন না।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গল্প নিয়ে কিছু বললে বাধিত হতাম । কারণ আপনি সাহিত্য ভালো বোঝেন । আপনার সমালোচনা আমি কামনা করি সব সময় ।

এই জন্যই তো উনি বিখ্যাত । উনি সব সময় এই করে আলোচনায় থাকতে চায় । ওনার ব্যবহার আচার ও ওনার প্রজ্ঞা আসলে ন্যাকামির উর্ধ্বে । ব্লগে ওনাকে সবাই যে সম্মান দিচ্ছে উনি আসলে তার প্রতি শ্রদ্ধাশীল নন ।

ভালো থাকবেন সবসময় !!

৩৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

অপু তানভীর বলেছেন: ভোর চারটা বাজে যখন মানুষ ব্লগে আসে তার মানে হচ্ছে তার বাস্তব জীবন বলে আসলে কিছু নেই । আমেরিকান বৃদ্ধদের জীবন আসলে এমন । একা নিঃসঙ্গ দেখার কেউ নেই । এই নিঃসঙ্গতা কাটাতে এরা অনেক কিছুই করে । হুমায়ূন আহমেদের একটা বইতে এমন এক বৃদ্ধার কথা উল্লেখ আছে । আমেরিকাতে পড়তে যাওয়ার অভিজ্ঞতার হিসাবে লিখেছিলেন । সেই বৃদ্ধ মানুষের সাথে সেধে ঝগড়া করতো কেবল এই কারো সাথে এই কথা বলার জন্যই । বাস্তবে এদের কেউ পছন্দ করে না, এদের কথার বিন্দু মাত্র মূল্য নেই কোথাও । বাস্তবে তো কেউ মূল্য দেয় না তাই এই অনলাইনে ভং ধরে মানুষের কাছে দাম পেতে চায় ।

এদের প্রতি করুণা ছাড়া আর কিছুই নেই ।

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আবার অন্তত এই অপব্লগারের কাছে করুণাই হলো প্রধান অস্ত্র । নিজের কিম্ভুত কথা প্রসবের জন্য !

ভালো থাকবেন অপু ভাই । আরেকটা ফাটাফাটি ফিচার লিখবেন আশা রাখি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.