নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

রুবাই : প্রথম কিস্তি !

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭





যদি চাও এনে দিতে পারি বর্ষায় বসন্ত
অথবা চৈত্রের বিকেল কিংবা ঘুম ঘুম হেমন্ত
এতেই কী হবে বন্ধু আমার ? নাকি
বিলিয়ে দিতে হবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত !!

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




এতেতো হবেই না,
এমন কি শুরু থেকে শেষ পর্যন্ত বিলিয়ে দিলেও হবে না।
আরও চাই, আরও।

পিচ্চুকে না মাইর দেয়া উচিত! X(
এসময় কেনো পোষ্ট দেয়, এখনই চলে যাবো।
আগে দিলেতো কিছুক্ষণ সবাই পিচ্চুর পোষ্টে আড্ডা দিতে পারতাম।

ছবির মেয়েটা আমার অনেক পছন্দের একজন।


০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ছবির মানুষ আপনার পছন্দের ?? সত্যিই ??

আমি হতবাক হচ্ছি !! এভাবে মিলে যাচ্ছে কেন ?

কী অদ্ভুত , অনন্যা..........................................

এতেতো হবেই না,
এমন কি শুরু থেকে শেষ পর্যন্ত বিলিয়ে দিলেও হবে না।
আরও চাই, আরও


ইয়ে মানে আরও , বেশ তবে । ব্রাত্য হতে পারি আপা তবুও একটা মহাবিশ্ব আমার ভেতর ঘুরপাক খায় অবিরত !

পিচ্চুকে না মাইর দেয়া উচিত! X(
এসময় কেনো পোষ্ট দেয়, এখনই চলে যাবো।
আগে দিলেতো কিছুক্ষণ সবাই পিচ্চুর পোষ্টে আড্ডা দিতে পারতাম।


দিন দু ঘা বসিয়ে ।
এটা চার বছর আগের লিখা । বের করতে দেড়ি হয়ে গেল । আপনি চলে কেন যাবেন ? ইশ রাতটা থমকে গেল অসুবিধে কী হতো ?

আচ্ছা কাল না হয় হবে । যদি আবার দারুণ কোন পোস্ট যদি না কেউ দিয়ে বসে তো !!

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

শায়মা বলেছেন: ওলে পিচ্চু আজকে জীবানান্দ হয়ে গেছে!!!

তাহার মন উচাটন!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জীবনানন্দ তো নক্ষত্র নিয়ে পড়ে থাকতেন । আমার আবার উচ্চতার ভয় তাই অত উঁচুতে যাই না ।

ব্রাত্যের আবার মন উচাটন .................... ওসব তো বড় মানুষদের কারবার !

৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩

স্প্যানকড বলেছেন: বিলিয়ে দ্যান দেরি করেন ক্যান ? =p~

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রেমাস্পদের সায় ছাড়া হবে নাকি ? হাহাহাহাহা , আপনার মত ব্রিলিয়ান্ট লোক আমার রুবাই পড়েছেন , ধন্যবাদ জানবেন !!

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪

জুন বলেছেন: আমার অনেক প্রিয় হলো রুবাই। আপনার লেখাটি দারুণ হয়েছে। আমি লিখতে পারি না তবে পড়তে ভালোবাসি অনেক নির্ব
+
অনেক বছর আগে আমি ব্লগে ওমর খৈয়ামের কিছু রুবাই নিয়ে পোস্ট দিয়েছিলাম। নরেন্দ্র দেবের সেই অনুবাদগুলো ছিল অসাধারণ। দেখি লিংক দিতে পারি কি না :) ছোট ছোট দুটো পর্বে লেখা। আশাকরি পড়বেন, ভালো লাগবে। ওমর খৈয়াম এক ফার্সী কবি

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা রুবাই আমার সবচেয়ে পছন্দের । যখন আমি ভাংচুর অবস্থায় থাকি তখন আমি রুবাই লিখতে পারি না হলে নয় ! আমি রুবাই অনুবাদও করেছি সেইগুলো ব্লগে দিয়েছি । এইতো তিন পোস্‌ট আগে । আপনার দেয়া পোস্ট আমি পড়ব । আমার অনুবাদ ও আমার রুবাই পড়বার আমন্ত্রণ রৈল !

আপা আমি এর আগেও রুবাই লিখেছি ।
নতুন বছরটা নাহয় শুরু হোক নিজের দুটো রুবাই দিয়ে !!

আরেকটি হলো

এই রুবাইটিই আমার আপাতত শেষ লিখা !!


৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:




তো, বনসাই আজ হঠাৎ বুড়োদের মতো আচরণ করছে কেনো :)

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কৈ না তো ? আমি আগের মতই আছি তবে খুব অভিমান নাকি রাগ নাকি প্রব্রজ্যার প্রলাপের কারণে আপনি সম্বোধন করছি কি না জানি না !!

৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার পোস্টে লাইক নাই তবে কে যেন মন্তব্যে লাইক দিয়ে যাচ্ছে ।

কোন সে নিভৃতচারী !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা কিন্তু বিরাট চিন্তার বিষয় !!

৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

জুন বলেছেন: পড়বো অবশ্যই । প্রিয়তে নিয়ে রাখলাম :)

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন:

আপা আপনার মত একজন হেভি ওয়েট ব্লগার আমার পোস্ট প্রিয়তে রেখেছে এটা জেনে সত্যিই ভালো লাগছে !! আমি আপনার অনেক ছোট হব আপা আমি মাস্টার্সের ছাত্র !

৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

মিরোরডডল বলেছেন:




আপনি করে বলেছে রাগ করে, ওকে আমি অফ গেলাম মন্তব্য থেকে।





০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

নাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ


আমি বলেছি আমি নিজেই জানি না কী কারণে !!

কী বললাম আর কী বুঝলেন !!

৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫০

জুন বলেছেন: একি এটা দেখছি আমার ছেলের বিড়াল মিরর :-* আবার দরজা লাগিয়ে দিচ্ছো :| কাহিনী কিতা !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আফা হৈছে কী আফা ,

আমি ইতারে কিতার লাগি আফনি বুলাই আমি জানতাছি না , অখন ইতার লাগি আফা দড়াম কৈরা দরজা লাগায়া দিয়া ঘুমাইবার যাইতাছে ।

তয় দগদগে একটা ঘা তো আছোই , ইতার লাগি !

১০| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৩

মিরোরডডল বলেছেন:




তয় দগদগে একটা ঘা তো আছোই , ইতার লাগি !

তাই? আর বলার পরও যে ইচ্ছে করে শয়তানি করছে।

কী বললাম আর কী বুঝলেন !!


০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধরুণ আপা

একটা একটা দগদগে ক্ষত চট করে তৈরী হলো এর কারণ জানা নেই কিন্তু আঘাত ঠিকই পাওয়া যাচ্ছে । এটা খুঁজছি কিন্তু পাচ্ছি না কেন পাচ্ছি না তাও জানি না । এই যে অজানার বৃত্ত এর ভেতর থেকে আর বের হওয়া যায় না ।

এটাই বোঝাচ্ছি তাই বললাম " কী বললাম আর কী বুঝলেন !" । ঘা টা কেন হলো আপা ? কেন ? কেন হতে হবে ?

১১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১২

করুণাধারা বলেছেন: মাত্র একটা রুবাই!! আরেকটা অন্তত দেয়া দরকার ছিল।

ভালো লেগেছে। লাইক।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইনশাআল্লাহ আপা ,

আল্লাহ রহম করেন তো সামনে আরও পাবেন ।

লাইকের জন্য , পড়বার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন আপা !

১২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬

মিরোরডডল বলেছেন:




কিসের পিচ্চু, আসলেই একটা বনসাই!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না না ,

আমি এক বিশ্ববৃক্ষ !!

আচ্ছা আপনি ডাক শুনতে কেমন লাগছে ? প্রথম শুনে একটা রাগ লেগেছে না আপা !!

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪২

মিরোরডডল বলেছেন:





যাচ্ছি, গুড নাইট!


যাচ্ছি, গুড নাইট!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মানে যাবার আগে এভাবে কিলিয়ে যাবার বাসনা প্রকাশ করে গেল !

উত্তর পেলাম না কিন্তু আপা !!

ছবিটাতে কিন্তু বনসাই রাগ ঝাড়ছে আর বলছে , " উত্তর চাই আপা , উত্তর উত্তর উত্তর ........"

হাহাহাহাহাহা

১৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

দি এমপেরর বলেছেন: এত সংক্ষিপ্ত! আরেকটু বড় করতে পারতেন।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহা রুবাই তো চার লাইনের বেশি লিখা যায় না !! ধন্যবাদ ভাইজান পড়বার জন্য , ভালো লেগেছে নিশ্চয়ই !

১৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

কামাল১৮ বলেছেন: এখন সময় যুদ্ধে যাবার।কবিতা পড়ার সময় পরে পাওয়া যাবে।মানুষের মন পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেন ?

যৌবন বলে ?

আচ্ছা এও তো হতে পারে যুদ্ধের অবসরে কলমের এক ভাববাদী যুদ্ধ চলছে ।

নিজের ভেতরে চলা মহাযুদ্ধের প্রকাশ চলছে !!

কী হতে পারে না ??

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: নিবর্হণ নির্ঘোষ,



চমৎকার হয়েছে।
ভালোবাসতে হলে সব কিছুই বিলিয়ে দিতে হয় নিঃস্বার্থে।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ অগ্রজ !

কিন্তু সব বিলিয়ে দিলে তখন আবার গাইতে হবে না তো ,

"ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমায় করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেয়া মালাখানি !!"

হাহাহাহাহাহা , ভালো থাকা হোক অগ্রজ !!

১৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সাধু ভাই !!

শুভ রাত্রি !

১৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

কামাল১৮ বলেছেন: হতে তো অনেক কিছুই পারে।কী হতে পারে না?

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাই যা আপনি আমি ভাবছি না !!

১৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

স্প্যানকড বলেছেন: ধুর! কি যে বলেন। আপনি কি সুন্দর রুবাইয়াত লিখেন। আহ! কি যে লাগে। ভালো থাকবেন।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী যে বলেন প্রেমিক !

আমি তো কালেভাদ্রে লিখতে পারি । প্রতিদিন পারলে তো অন্যরকম হতো !‍

আপনি প্রেমিক তো, শুধু প্রেমিক না খাঁটি প্রেমিক তাই আপনার এত বেশি ভালো লাগে !‍

ভালো থাকবেন হে প্রেমিক !

২০| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৭

কাছের-মানুষ বলেছেন: ভালই লিখেছেন। ++++

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাছের মানুষ ,

আপনি দেখছি সত্যিই কাছের মানুষ হয়ে যাচ্ছেন !

২১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩১

দেয়ালিকা বিপাশা বলেছেন: ভালো লিখেছেন। ভেবেছিলাম লেখাটা বড় হবে কিন্তু ছোট হলেও অনেক কিছু বলে দিল!

শুভকামনা

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: রুবাই তো বড় হয় না বিপাশা !

রুবাই হলো চার লাইনের কবিতা । এই চার লাইনে চারশো লাইনের কথাকে বলে দেয়া হয় ।

ধন্যবাদ বিপাশা আপনার জন্যও শুভেচ্ছা রৈল !

২২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩০

আমি সাজিদ বলেছেন: ফোন থেকে প্লাস দিতে গিয়ে আবার মাইনাস দিয়ে ফেললাম না তো!

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদম নিশ্চিত থাকুন ভুল হয়নি !!

আপনিও ছবিটার প্রেমে পড়েছেন নাকি ??

হাহাহাহাহাহা ভালো থাকবেন ভাইয়া !!

২৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩৪

সোহানী বলেছেন: ভালো, ভালোতো।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপা । অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম !!

২৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮

শেরজা তপন বলেছেন: মাইয়াডারে চিনেন? চমৎকার অভিনয় করে। আমিতো ওর অভিনয়ে ফিদা :)
রুবাই চমৎকার হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেন চিনবো না ?

ছোট্টবেলার প্রেম :`> আমার কালো মেম :``>> অনন্যা চ্যাটার্জি !!

ওনার অভিনয় দক্ষতা অপর্ণা সেনকেও হার মানায় ।

রুবাই পড়েছেন ও মন্তব্য করেছেন এইজন্য ধন্যবাদ জানবেন মিয়া ভাই !!

২৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো রুবাই।
আপনার তো বান্ধবী কয়েকজন। কয়জনকে বিলাবেন? এখনও আছে কিছু বাকি বিলানোর বাকি?

বানান মনে হয় 'কী' হবে না 'কি' হবে। রবীন্দ্রনাথ 'কী' আর 'কি' আবিষ্কার করেছেন। এটা নিয়ে অবশ্য সলিমুল্লাহ খান রবীন্দ্রনাথের সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ 'কি' বলতে বুঝাতেন 'তুমি কি যাবে? আর কী বলতে বুঝাতেন 'তুমি কী চাও?'। আপনি কি দ্বারা কী বুঝিয়েছেন? :)

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সাচু ভাই !

আমি আসলে বান্ধবিদের সাথে এই নিয়ে আলাপ করি না । প্রেম নিয়ে তাদের সাথে আলাপ হয় না । একজনের সাথে হতো ইজাতা নাম তার ! তার প্রেমিককেও আমি চিনি দুজনকে নিয়ে লিখেছি আমি !! এই তো এই বাদে আর নেই ! ধরে নিই এই ব্লগের কাউকে নিয়ে লিখা যদিও আসলে ছবির সাথে এর সম্পর্ক !!

নাহ বানান ঠিকই আছে । সলিমুল্লাহর পক্ষাবলম্বন করেই লিখেছি ! আসলে কী ব্যবহার করেছি কারণ উত্তরটা কেবল "হুঁ" দিয়ে শেষ হবে না বলে । প্রেমিকের কী প্রেমাস্পদের একটি শব্দ শুনতেই ভালো লাগে নাকি !!

২৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাকে চাইতে হবে কেন? চাওয়ার আগেই যদি বিলিয়ে দেন তাহলে বোঝা যাবে যে প্রেম খাঁটি কি না। :)

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা ,

বিনিয়োগ করবার আগে ঝুঁকি বিশ্লেষণ করছি আরকি !!

যদি আরও প্রয়োজন হয় তার ??? তখন ??

২৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছোট্ট কিন্তু অনেক সুন্দর!

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অগ্রজ !

রুবাইয়ের এই হলো সৌন্দর্য , ছোট্ট অথচ কত্ত সুন্দর ছটা এর থেকে বের হয় !

২৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫০

বাকপ্রবাস বলেছেন: ব্লগে লেখা ও কমেন্ট কম হয়, কিন্তু ভাল লেখা ছোট হলেও সবাই হুমড়ি খেয়ে পড়েছে, তায় বলা যায় ব্লগের মান ঠিক থাকলে চাঞ্চলাত ফিরে আসবে। প্রাণবন্ত হয়ে উঠবে ব্লগ।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে বলতে গেলে ভালো লেখা অনেক আসে । অনেক ভালো লেখা কমেন্ট শূণ্য থাকে ।

আমরাই যদি ভালো লেখাগুলোকে নিয়ে মাতামাতি করি । ভালো না লেখাগুলোকে সৌহার্দ্যপূর্ণভাবে ভালো লেখাতে আনবার প্রচেষ্টা করি তবে ব্লগ প্রানবন্ত হবেই হবে ইনশাআল্লাহ !!

ব্লগটা কিন্তু প্রতিটি ব্লগারের উচ্চারিত বর্ণের !!

ভালো থাকবেন বড় ভাই ! ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য !!

২৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব দিতে হবে। +++

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সবই দিয়ে দিতে হবে ?

হাহাহাহাহাহা , আচ্ছা !

ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন সবসময় !!

৩০| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শ্লাঘ্যবাদ !

৩১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: অনেক মন্তব্য পেয়েছেন। এটা ভালো।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ আল্লাহর রহমে বেশ মন্তব্য পেলাম আজে !

সব পোস্টই পাচ্ছে !! হয়তো .............................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.