![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
এক পাহাড় ক্লান্তি নিয়েও আমি তোমার খোঁজ করছি
তোমার জন্য পোষা হৃদয় ওমে আমি পুড়ে মরছি
অবহেলা করে যাচ্ছো কেবল, ভাবছো না একবারও
কী দুর্বহ এক বিশাল প্রেম নিয়ে এইযে আমি ঘুরছি ।।
রুবাইত-ই-নিবর্হণ নির্ঘোষ
রুবাই: প্রথম কিস্তি ।
...
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ কী দারুণ কথা বললে বড় ভাই ।
ঠিক তাই , সম্ভবত আমরা কখনও অহমিকা দেখাতে পারবো না ।
আবার প্রেম থেকেও আমরা ছাড় পাবো না ।
তুমিও ভালো থেকো !
পড়বার ও প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ !!
২| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫২
ডার্ক ম্যান বলেছেন: আর আমি প্রেমে পড়ার জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছি
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাই নাকি ?
হাহাহাহা , প্রেম যখন ভেতরে জাগবে পাগলের মত খুঁজবেন । ইনশাআল্লাহ তখন পাবেন !
৩| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো রুবাই। ভাব বুঝতে এবার সমস্যা হয় নাই। সহজ সরল ভাষার রুবাই।
ডার্ক ম্যান প্রেমিকা খুজছে। ব্লগে প্রেম কর্নার নামে একটা কর্নার রাখলে ভালো হত।
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাচু ভাই !
এর আগেরটাও কিন্তু সহজভাষ্য ও বোদ্ধ । চাইলে পড়তে পারেন এই পোস্টেই লিংক পাবেন !
প্রেম কর্ণার করে কী লাভ , প্রেমিকাদের এখানে পাচ্ছেন কৈ !
৪| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮
ডার্ক ম্যান বলেছেন: সাচু ভাই @ প্রেম কর্ণার আছে। একদা এক নারী ব্লগারের প্রেমে পড়েছিলাম। অন্য এক ব্লগার পটিয়ে তাকে বিয়ে করে ফেলে।
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বলেন কী নিকষ মানব !!
আহা ! সেই ঘটনা বিস্তারিত বলুন না দয়া করে । এখন কোথায় তিনি ? নাহ্ আপনার থেকে জানতেই হবে !!
৫| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: খুব ভালো হইসে!!
আরও ঘুরে মর!
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই অভিশাপে কাজে হবে না
শাপ-শাপান্তেই বেঁচে আছি
যতই সে থাক না দূরে
রেখেছি তাকে কাছাকাছি !!
হাহাহাহাহা , কী হিংসে হয় ? জীবনেও এমন প্রেমিক পাওনি বলে ??
৬| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১
শায়মা বলেছেন: ৪. ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮১
ডার্ক ম্যান বলেছেন: সাচু ভাই @ প্রেম কর্ণার আছে। একদা এক নারী ব্লগারের প্রেমে পড়েছিলাম। অন্য এক ব্লগার পটিয়ে তাকে বিয়ে করে ফেলে।
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫০
লেখক বলেছেন: বলেন কী নিকষ মানব !!
আহা ! সেই ঘটনা বিস্তারিত বলুন না দয়া করে । এখন কোথায় তিনি ? নাহ্ আপনার থেকে জানতেই হবে !!
ভাইয়া আমি তার নাম ধাম পরিচয় কই থাকে সব জানি!!!!!!!!!!
কিন্তু বলবো না!!! কারণ তাহারা দুজনই আমার প্রিয় । অবশ্য ডার্কম্যান একটু কম প্রিয়। সেই মেয়েটা বেশি প্রিয়।
তাহার একটি কন্যা সন্তান হইয়াছে। তাহারা সুখে ও শান্তিতেও আছে।
কিন্টুক ডার্কম্যান বিরহে আছেন!
বিরহে থাকা ভালা। তাতে কবিতা আসে।
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ !
কী এক বেদনা সর্বত্র বিরাজমান !
আচ্ছা উনি জানেন না যে কেউ একজন হুলস্থুল ভালোবাসতো ?
৭| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০০
লেখক বলেছেন: এই অভিশাপে কাজে হবে না
শাপ-শাপান্তেই বেঁচে আছি
যতই সে থাক না দূরে
রেখেছি তাকে কাছাকাছি !!
হাহাহাহাহা , কী হিংসে হয় ? জীবনেও এমন প্রেমিক পাওনি বলে ??
প্রেমিক নিয়ে প্রেমিক ভাবুক।
আমার টাইম নাই।
তাইলে এত ইজি কাজে বিজি থাকবো কেমনে!!! জ্বালায় খাবে তো ঘেনর ঘেনর পেনর পেনর করে ।
আমার ইজি কাজে বিজি থাকার তখন কি অবে। সো ........
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী আর হবে তুমি হবে বিমূঢ় হয়ে যাবে হাহাহাহাহা !
৮| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডার্ক ম্যানের ব্লগ প্রেমের কথা শুনে ঘটনা জানার খুব আগ্রহ হচ্ছে। শায়মা আপুর পরবর্তী পোস্ট হওয়া উচিত ব্লগের সেই ত্রিভুজ প্রেমের উপর। আমার ধারণা এই বিষয়ে পোস্ট দিলে সেটা সর্বকালের সর্বাধিক পোস্টের তালিকায় আসবে। আশা করি নামধাম গোপন করে একটা পোস্ট শায়মা আপু অচিরেই দিবে। দয়া করে দ্বিধা না করে ছোট হলেও একটা পোস্ট দিয়ে ফেলেন। বেশ সাড়া পড়বে।
প্রেমিকারা এখানে এসে গোপনে রুবাই পড়ে যায় কিন্তু সাড়া দেয় না। এই সমস্যার ব্যাপারে আপনার আপারা অনেক সাহায্য করতে পারবে। ওনারা অনেকেই বেশ অভিজ্ঞ। খালি ভাইয়ু ভাইয়ু করলে তো হবে না। ভাইদের প্রতি দায়িত্বও পালন করতে হবে।
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সহমত পোষণ করছি !
গল্প চাই ও সাহায্য চাই !
অবশ্য ওনারা আমাকে কোন সাহায্যই করবে না । কারণ ভাইয়ু বললেও আমি নবডঙ্কা !!
সে থাক !
বিপাশার সাথে কথা হয়েছে ইমেইলে ? বেচারি কী যে ছটফট করেছে , একমাস আগে আমি এই নিয়ে আপনাকে ইমেইল করেছিলাম ! আপনি যদিও ইমেইল পড়েন না তবুও দিয়েছিলাম আরকি !!
৯| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০০
শায়মা বলেছেন: হা হা না সেই প্রেম এক তরফা ছিলো তো লিখলে আবার দুই তরফা উথলে উঠতে পারে। তখন কইন্যার সংসার ভেসে যাবে। কাজেই নো দক্কাল।
ভাইদের প্রতি দায়িত্ব !! তুমি নাও ভাইয়ু!
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না না নিতে হবে না ! কাউকে নিতে হবে না !!
যেমন আছি তেমন থাকি ! এর চেয়ে বড় আনন্দের আর কিছুই হয় না !!
আমার রুবাই পড়ে থাক আগামির কোন প্রেমিকের জন্য ! যেমন খৈয়াম রেখে গেছেন আমার জন্য !
১০| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০১
ডার্ক ম্যান বলেছেন: শায়মা আপু @ তুমি যার কথা বলছো , সে আমার লিস্টে ২ নাম্বার ছিল। এখানে আমি অন্যজনের কথা বলেছি ।
আমি যার কথা মিন করেছি , তার পরিচয় ব্লগের কেউ জানে না।
আর তুমি যার কথা বলছো , সে জানতো আমি বিবাহিত । সন্তানের জনক। ২০১৮ সালের কথা। আমি তাকে মিথ্যা বলেছিলাম । উনি অনেক ভাল একজন মানুষ ।
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: উনি যে কার নাম বলছেন আর আপনি যে কার নাম বলছেন তাই বুঝতে পারছি না !
একটু খোলাসা করে বলুন না !! শুনতে ইচ্ছে করছে খুউউউউউউউউউউউউব !!
১১| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ই - মেইলে মনে হয় সমস্যা হচ্ছে। আমি আগের মেইলগুলি খুঁজে পাচ্ছি না। বিপাশার কোন মেইল এখনও পাই নাই। আপনার গত মাসের মেইলও পাই নাই। আপনি দয়া করে নতুন করে একটা টেস্ট মেইল দেন। আমার এই মেইলটা শুধুই ব্লগের জন্য তাই কেউ না জানালে চেক করতে ভুলে যাই।
শায়মা আপুর বক্তব্যের সাথে ডার্ক ম্যানের বক্তব্যের কিছু অমিল পাওয়া যাচ্ছে। ডার্ক ম্যান সম্ভবত একসাথে দুই জনের সঙ্গে প্রেম প্রচেষ্টা চালিয়ে গেছে। শায়মা আপু একজনের কথা জানে আরেক জনের কথা জানে না। শায়মা আপু যেহেতু বলবে না সেই ক্ষেত্রে ডার্ক ম্যানের প্রতি অনুরোধ নাম পরিচয় গোপন করে ব্লগে তার দুই সম্ভাব্য প্রেমিকার কাহিনী সংক্ষেপে বলুক। তার তো হারানোর কিছু নাই। তবে ঐ মেয়েদের যেন ক্ষতি না হয় সেই দিক বিবেচনায় রাখতে হবে। আমার ধারণা তারা এখন ব্লগের ধারে কাছে নাই। আর যদি এখনও ব্লগের সাথে যোগাযোগ থাকে তাহলে দরকার নাই।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রয়োজন হলে দেবো বৈকী ?? ধন্যবাদ সাচু ভাই !
এই দুজনের কেউ মুখ খুলবে না নিশ্চিত থাকুন !!
আমাদের তিমিরে রেখেই এরা পগারপার !!
১২| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৩
মিরোরডডল বলেছেন:
শায়মাপু যার কথা যাদের কথা বলছে, নির্ব সেটা জানার কথা, হয়তো ভুলে গেছে বা এখন মাথা কাজ করছে না।
আমরা সেই সময় ছিলাম না, তাই গত বছর মনে হয় জানলাম এই প্রেম কাহিনী।
সামু থেকে তাদের পরিচয়, পরবর্তীতে প্রেম এবং পরিণয়, একটা বাবু নিয়ে এখন হ্যাপি ফামিলি।
মজার বিষয় হচ্ছে একটা নাহতো, দুটো কাপল হয়েছে সামু থেকে।
ডার্ক ম্যানের প্রেমিকা সেই দুজনেরই একজন
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাহলে শায়মা আপার ব্লগে হানা দিতে হবে ।
আমি তখন ওনার ব্লগ থেকে দূরে থাকতাম ! এখন তো আর থাকি না তাই পড়ব ও খুঁজবো !
আমি শুনেছি হামা ভাইয়ের কাপলও আরেকটা !
ডার্ক ম্যান ভালো জানে । কিন্তু সে তো বলবে না !
সে যাক আজকের রুবাই কেমন হলো ? এক প্রেমিকের পোস্টে মন্তব্য করতে গিয়ে এই রুবাইয়ের সৃষ্টি
তোমার জন্য অপেক্ষা করে একজন চলে গেছেন । আমি তো ভেবেছি আসবেই না তুমি ! সে যাক এলে যখন তার ব্লগে যেয়ো !
রাত্রি বাড়ছে গেলাম!!
১৩| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: মজার বিষয় হচ্ছে একটা নাহতো, দুটো কাপল হয়েছে সামু থেকে - এমনটাও হয় তাহলে?? আমি শুনেছি করোনা কালে নাকি অনেকে pubg খেলতে খেলতে কাপল হয়ে গেছে!! লুডু খেলে নাকি কাপল হয়ে গেছে!! সিরিয়াসলি এগুলা হয়!!????
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ব্লগ খুব অদ্ভুত জায়গা বিপাশা । কেউ কাউকে চেনে না কিন্তু ঢুসঢাস প্রেমে পড়ে যাচ্ছে । এর ওর বিরহে পড়ে ব্লগ ছাড়ছে । কেউ আবার ব্লগে আসছে । আমার মতো আবার অস্তিত্ববাদী দেখে প্রেমে পড়ে যাচ্ছি আমি । আবার খুব কম বিয়েতে এগোচ্ছে । আমার ইচ্ছে ছিল এমন একটা বিয়ের সাক্ষী হতে !
গুরুর কারণে আমি ঐ পথে আগাতে পারছি না । কারণ গুরুর নিষেধ আছে !!
১৪| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপু তো ঘাঘু চিজ। উনি মুখ খুলবেন না বুঝলাম। কিন্তু ডার্ক ম্যান সহজ, সরল ভালো মানুষ। আশা করি তার বলতে কোন অসুবিধা নাই। যদিও এইসব ঘটনা নিয়ে আমার তেমন কোন আগ্রহ নাই। নর নারী পৃথিবীতে যতদিন থাকবে ততদিন এইসব চলবে প্রেম প্রেম খেলা থাকবে। অনেকে খেলায় হারবে। অনেকে ভাববে যে জিতেছে। আমার বাচ্চাদের মেয়ে বিড়ালটা প্রেমিক না পেয়ে কয়েকদিন ধরে কাতর কণ্ঠে ম্যাও ম্যাও করছে। সত্যিই কষ্ট হচ্ছে বিড়ালটার জন্য। এটাকে নাকি হিট ওঠা বলে। আমি এগুলি জানতাম না। বুড়ো বয়সে অনেক কিছু শিখছি।
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কৈ আমি তো এসব থেকে মুক্ত !
জীবনেও বলবো এখানে কার প্রেমে পড়েছি ।
আমি ডার্কম্যান ভাইয়ের সাথে দেখা করবো ইনশাআল্লাহ একটা মুক্তো যে তিনি মনের ভেতর গড়েছেন তা জানতেই হবে ।
বিড়ালেরটা তাড়না মানুষেরটা বৌদ্ধিক তাড়না !!
১৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৩
মিরোরডডল বলেছেন:
সাচু
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর আমি অমন কথা বললে মোটেও অমন বুদ্ধিগত কৌতুক ভাবতে না বলতে, " বাচ্চা মানুষ কী না কী বলেছে !!"
১৬| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: মিরোর আপু এই সময়ে নির্ব থাকলে সাচুর সাথে যা হত না!!! উনাদের লড়াই দেখলে বেশ হাসি পায়
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমরা এখন অঘোষিত যুদ্ধ বিরোধী চালু করেছি ।
তবে ঘোষণা না দিয়ে আমরা তেমনি তর্কে জড়িয়ে যাবো একদিন !!
তখন না হয় হেসে নেবেন !
১৭| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৩
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: তাহলে শায়মা আপার ব্লগে হানা দিতে হবে ।
পিচ্চু, আপুর পোষ্টে খুঁজে পাবে না। তবে আপু যদি জানায় তাহলে জানবে।
ছেলেটা এখন খুব কম, আসে না বললেই হয়।
যদি অন্য নিক থেকে আসে, জানিনা ।
মেয়েটা এক দেড় বছর হলো আসে না, মাঝে অবশ্য এক দুদিন লগিন করতে দেখেছি।
আরেকটা লাভ স্টোরি পিচ্চু জানে হামা।
সে যাক আজকের রুবাই কেমন হলো ?
অনেক ভালো হয়েছে।
দেয়ালিকা বিপাশা বলেছেন: সিরিয়াসলি এগুলা হয়!!???? :-*
কেনো না!! হয় আপু, অনেক কিছুই হয়
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি মনে হয় বুঝতে পেরেছি সে কে । আমার মনে হয় সে তোমার পছন্দের !! তাতেই আন্দাজ করছি !
অনেক ভালো হয়েছে।
আজ তুমি কবিতা নিয়ে কম আলোচনা করেছো , বুঝি বুঝি হুঁ ! পছন্দ হয়নি রুবাইটা !!
কেনো না!! হয় আপু, অনেক কিছুই হয়
হ্যাঁ হ্যাঁ তাই অনেক কিছু হয় , বিষম প্রেমও হয় হাহাহাহাহাহাহাহা !
১৮| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৭
মিরোরডডল বলেছেন:
উনাদের লড়াই দেখলে বেশ হাসি পায়
এগুলোই ব্লগের ফান
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা এই অবুঝ শিশু বুঝবে না । ও তো ব্লগের ২০১৫ সালের ঝগড়া দেখৈনি তাই জানে না তখন কেমন অসাধারণ ছিল সেই দিনগুলি !!
আপা তালাত মাহমুদ তুমি শোন ??
১৯| ১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
এখন রুবাই লেখা হলে, ভার্সন কেমন হতো?
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা
প্রেমের ভার্সন সবসময় আসলে এক রকম ছিল । কাছে আসাটাই মূখ্য ছিল সর্বদা !
তবে হ্যাঁ আমি একরকম প্রেমের সাক্ষী হয়েছি যেখানে চেতনাতে থাকলেই হলো আর কিচ্ছুর প্রয়োজন নেই । বলে রাখি ওটা প্লেটোনিক নয় !
তাই এখন রুবাই লেখা হলে তাই হতো যা আগে হয়েছে ।
কেন আমার রুবাই কী এখনকার লিখা নয় ??
২০| ১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
** প্রেমের ভার্সন।
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বুঝেছি শূণ্য !!
২১| ১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৯
ডার্ক ম্যান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: ডার্ক ম্যান সম্ভবত একসাথে দুই জনের সঙ্গে প্রেম প্রচেষ্টা চালিয়ে গেছে ।
বস একই সময়ে একাধিক নারীর প্রেমে পড়ার প্রতিভা আমার তখনো ছিল না , এখনও নাই।
১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেটা সবার থাকে না নিকষ মানব !
উনি আসলে খুঁটিনাটি খুনসুঁটি করেন তাই ব্যক্তিগতভাবে নেবেন না এটা কেবল আন্তরিক এক ঠাট্টা !!
২২| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: অনেক মন্তব্য পেয়েছেন!!!
১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার দেখছি আমার লিখার চাইতে আমার মন্তব্যেই ঝোঁক বেশি !
২৩| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোন কোন কবি রুবাই লিখেন?
১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার জানামতে তেমন কেউ লিখে না !
যাদের লিখতে দেখেছি তারা মোটেও রুবাই লিখেনি লিখেছে শের !
২৪| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮
শায়মা বলেছেন: ১২. ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৩১
মিরোরডডল বলেছেন:
শায়মাপু যার কথা যাদের কথা বলছে, নির্ব সেটা জানার কথা, হয়তো ভুলে গেছে বা এখন মাথা কাজ করছে না।
আমরা সেই সময় ছিলাম না, তাই গত বছর মনে হয় জানলাম এই প্রেম কাহিনী।
সামু থেকে তাদের পরিচয়, পরবর্তীতে প্রেম এবং পরিণয়, একটা বাবু নিয়ে এখন হ্যাপি ফামিলি।
মজার বিষয় হচ্ছে একটা নাহতো, দুটো কাপল হয়েছে সামু থেকে।
ডার্ক ম্যানের প্রেমিকা সেই দুজনেরই একজন
ভুল ভুল ভুল!!!!!
দুটো না আরও আছে তুটো মানে তিনটে চুটো মানে চারটে পুটো মানে পাঁচটাও।
আর তুমি হামা এবং হামার ভাই মানে কাজিন যে দুই কাপলের কথা বলছো তাদের মাঝে এরা কেউই না।
তিনি অন্য একজন ছিলেন........
যাইহোক বলা যাবেই না ....... শোনার ইচ্ছা যতই থাকুক জানা তাহা বারণ!! কারণ আছে কারণ!!!!!!!!!!!
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বয়েই গেছে তোমার থেকে জানতে ।
আমরাই জেনে নেব !!
২৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১০
শায়মা বলেছেন: লেখক বলেছেন: তাহলে শায়মা আপার ব্লগে হানা দিতে হবে ।
আমি তখন ওনার ব্লগ থেকে দূরে থাকতাম ! এখন তো আর থাকি না তাই পড়ব ও খুঁজবো !
কেনো রে পিচকা?? আমাকে এত ভুই কেনো???
তুমি নাকি নির্ভিক!! জাম্বু!!!
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি দূরে থাকতাম কারণ তোমার ব্লগে কেবল হাঁড়ি পাতিল বাসন কোসন তাই ।
আমি তোমাকে ভয় পাবো কেন ? আমি আসলেই নির্ভীক !! প্রমাণ চাও ?
দিবো না !!
২৬| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আমি মনে হয় বুঝতে পেরেছি সে কে । আমার মনে হয় সে তোমার পছন্দের !! তাতেই আন্দাজ করছি !
নাহ! আমার সাথে তার খুব কম মন্তব্য প্রতিমন্তব্যে কথা হয়েছে। খুবই অল্প।
সেরকম একটা জানিও না তাকে কিন্তু এটা জানি যে তাদের এখানেই পরিচয় আর প্রেম করে বিয়ে।
আই মিন শুনেছি আর কি।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অ আচ্ছা
তো এবার বল এত ঝিমিয়ে আছো কেন তুমি ?
কদিন খুব বেশি নিষ্প্রভ মনে হচ্ছে তোমাকে !
অবশ্য আমার কোন আন্দাজটা তোমার ক্ষেত্রে খেটেছে ?
২৭| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২০
শায়মা বলেছেন: ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫০
লেখক বলেছেন: বয়েই গেছে তোমার থেকে জানতে ।
আমরাই জেনে নেব !!
ওলে বয়েই গেছে!!!
কালকে যে হাত পা ধরে কান্নাকাটি করছিলি!!! মনে নাই!!!
আহালে জানতেই হবে। জানতেই হবে। কি কত্ত বুল ফেতে দায়!! না দানলে মলে দাবো লে!!!!!!!!!!
আরেকদিন জানতে আসিস! কান ছিড়ে টাঙ্গায় দেবো দেয়ালিকার ওয়ালে!
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তোমার হাত পা আমি পাবো কোথায় যে ধরতে যাবো ?
আর নিজের কষ্টে ভারত কান্দে আর অন্যের কষ্ট নিয়ে অত আগ্রহ নাই । আরেকখানা রুবাই লিখবার মশলা পাবো ভেবে জিজ্ঞেস করেছিলাম ।
তোমার বানানে এত ভুল কেন ? ছিঁড়ে হবে !
২৮| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২২
মিরোরডডল বলেছেন:
আজ তুমি কবিতা নিয়ে কম আলোচনা করেছো , বুঝি বুঝি হুঁ ! পছন্দ হয়নি রুবাইটা !!
প্রতিটা লাইন অর্থবহ, পড়েছি, ভালো হয়েছে তাই ভালো লেগেছে কিন্তু এর বেশি আরতো কিছু বলার নেই।
অনেক সময় অনেক লেখার কোন ডিসকাশন হয়না।
অনেক সময় ভালো লাগে, এর বেশি কিছু বলারও থাকে না।
তার মানে এই না যে অপছন্দ।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: থাকে আপা ।
অন্তত তোমার ক্ষেত্রে অনেক কিছু বলবার থাকে ।
তুমি কেমন যেন বেশ গুরু গম্ভীর হয়ে যাচ্ছো । এর আগে কিন্তু তুমি লিখা নিয়ে বেশ আলোচনা করতে , কল কল করতে ।
এখন আর তা দেখা যায় না । কেমন যেন চট করে নিষ্প্রভ হয়ে গেছো !
আচ্ছা বেশ আমার ঐ মন্তব্যের জন্য আমি দুঃখিত , হলো ?
সত্যিই দুঃখিত !!
২৯| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৮
শায়মা বলেছেন: তোর কান ছিড়তে চন্দ্রবিন্দু লাগে না !! চন্দ্রবিন্দু জানিস না প্রাত্যঃ পূজোনীয়দের লাগে তাই অমনিতে লিখতে হয়!!!
(লেখক বলেছেন: তোমার হাত পা আমি পাবো কোথায় যে ধরতে যাবো ?
আর নিজের কষ্টে ভারত কান্দে আর অন্যের কষ্ট নিয়ে অত আগ্রহ নাই । আরেকখানা রুবাই লিখবার মশলা পাবো ভেবে জিজ্ঞেস করেছিলাম ।)))
আর স্মীকার করে ফেললে কিন্তু বাবাজান!!! হা হা হা আর হাত পা মানে মনিটরের হাত পা আর কি ।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অস্বীকার করবো কেন ? যা বলেছি তা স্বীকার করতেই হবে । আমি নিবর্হণ নির্ঘোষ , হুঁহ্ আমি অস্বীকারের মধ্যে থাকি না ।
এখানেও স্বীকার বানান ভুল !
আর ছিঁড়তে শব্দটিতে কোন সম্মানের মাত্রা নেই !
৩০| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪০
শায়মা বলেছেন: উফফ জ্বালায় মারলো বাংলাভাইটা বানান ধরে ধরে!!!!!!!!!!
আমি যা লিখবো সব কারেক্টো!!!!!!!!!!!!!!!!!!!!
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেন ?
তা হতে যাবে কেন ?
এহ্ । ভুল তুমি করতেই জানো না জানি কেবল আমি তাই না ?
এখন থেকে তোমার বিরুদ্ধে ভুল ধরার ঘোষণা করলাম !! আক্রমণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণণ
৩১| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২
ডার্ক ম্যান বলেছেন: এটা শুনুন ।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি হিন্দি শুনি না তেমন !
আমার এদের সংগীতায়োজন ভালো লাগে না । এর চেয়ে আফ্রিকান ফোক গান অনেক সুন্দর !
৩২| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬
মিরোরডডল বলেছেন:
ও তো ব্লগের ২০১৫ সালের ঝগড়া দেখৈনি তাই জানে না তখন কেমন অসাধারণ ছিল সেই দিনগুলি !!
সেটাতো আমিও জানি না, আমিও দেখিনি।
সেসময় আমি ব্লগে লগিন করিনি।
মাঝে মাঝে সময় কাটাতে ছোট গল্প পড়তাম।
খুব বেশি হলে একটা লেখা পড়তাম, কার লেখা সেটাও খেয়াল করিনি।
র্যান্ডম আসি আর যাই।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমিও তখন ছিলাম না ব্লগে ! তবে পরিচয় তখন থেকে !
এই ব্লগের সাথে পরিচয় তোমার কবে আপা ?
বাহ্ আজ দেখছি সব খুঁটিয়ে পড়ছো !
৩৩| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৩
মিরোরডডল বলেছেন:
২০১০ প্রথম সামুকে চিনি।
তখন আসতাম শুধু জোকস পড়ার জন্য।
নাম মনে নেই, একজন ব্লগার প্রতিদিন একটা রম্য পোষ্ট দিতো।
শুধু সেটা পড়ার জন্য আসতাম।
একটা সময়ের পর আর দেখিনি।
মনে হয় ব্লগে আর আসে না।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ তখন আমি ক্লাস সেভেনের ছাত্র !
আচ্ছা এটাই তোমার প্রথম বাংলা ব্লগের সাথে পরিচয় ?
আমার এই সামুর সাথেই প্রথম বাংলা ব্লগের সাথে পরিচয় !!
৩৪| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪
মিরোরডডল বলেছেন:
আমারও সামু প্রথম এবং এখানেই বাংলা টাইপ শিখি।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ মিলে গেল !
বল কী এর আগে বাংলা টাইপ পারতে না ? হাহাহা ।
কেন আপা ? এর আগে কখনও বাংলা টাইপ প্রয়োজন পড়েনি ? যদ্দূর জানি এর আগেও তো বাংলা টাইপ ছিল যদিও ফেসবুকে এসেছে অনেক পরে !
৩৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭
মিরোরডডল বলেছেন:
নাহ আমার প্রয়োজন হয়ে উঠেনি আগে।
এখানেই প্রথম।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা বুঝলাম !
যাক বাংলাটা তো তোমার এই সামুর কারণে অন্তত বেঁচে আছে !!
৩৬| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১০
মিরোরডডল বলেছেন:
অনন্যাকে ভালো লাগার অনেক কারণের একটা হচ্ছে তার সম্মোহনী দৃষ্টি।
মেয়েটা এতো সুন্দর করে তাকায়, সেই চোখ থেকে সহজে চোখ ফেরানো যায় না।
গুড নাইট!
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর আমার ভালো লাগার এক গাদা কারণ আছে ।
এতটুকুই বলি ,
" ছোট্ট বেলার প্রেম আমার কালো ম্যাম! "
হাহাহাহ ,
রাতের যখন বার্ধক্য তখন বিদায় নিচ্ছো ! আজ খুব প্রাণবন্ত ছিলে তুমি । ভালো থেকো !!
৩৭| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২২
মিরোরডডল বলেছেন:
শায়মা বলেছেন:
ভুল ভুল ভুল!!!!!
দুটো না আরও আছে তুটো মানে তিনটে চুটো মানে চারটে পুটো মানে পাঁচটাও।
হ্যাঁ সেটা থাকতেই পারে কিন্তু আমি বা আমরা নতুনরা জানিনা।
এখন পর্যন্ত শুধু ওই দুটো কাপলের কথা জেনেছি।
২০২০ থেকে মোটামুটি রেগুলার এখনো চার বছর হয়নি।
এই অল্প সময়ে এখনও প্রতিদিন নতুন করে ব্লগারদের চিনি।
কতটুকুই বা আর জানি বলো!
১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সে ঠিক আছে , এই ক্ষেত্রে তোমার চেয়ে অনুজ বলে আমি নিজেও সেই তিমিরের বন্দী !!
শায়মা বুড়িকে বল না সে নিয়ে বলতে । ওনাকে একবার চেপে ধরলে এত এত কথা যে বেরোয় তা বলবার মত না । ব্লগ দাদীমা কিনা । এমনটা নয় যে অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে খুব আগ্রহ । কিন্তু মানুষ যে পারিপার্শ্বিক ছাপ রেখে যায় তা কেন জানতে চাইবো না !
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
স্প্যানকড বলেছেন: আমাদের এ পথচলা চলবেই... ভালো থাকিছ।