নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

রুবাই: তৃতীয় কিস্তি ।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১




যা ইচ্ছে করতে পারো, বলতে পারো যা খুশি
ইচ্ছে হলে ফন্দি আঁটো আমার পিছে অহর্নিশি
চারপাশেতে আঁধার ঘনাও তুমি তোমার ইচ্ছেমতো
আমি কিন্তু বুকের ভেতর লক্ষকোটি জোনাক পুষি !!


রুবাইয়াত ই নিবর্হণ নির্ঘোষ

রুবাই:দ্বিতীয় কিস্তি ।

রুবাই: প্রথম কিস্তি ।

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো রুবাই। মারহাবা!!!

মেয়েটা এতো বড় সোফার এক কোণায় বসে আছে কেন?

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেফাজ গোজারাম ইয়া সাচু আস্ত !

মেয়েটা এক কোণায় বসে আসে তার প্রেমাস্পদের অপেক্ষায় । খুঁজে দিতে পারবেন ?

২| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

মিরোরডডল বলেছেন:




সাচু কি মেয়েটির পাশে বসতে চায়?


১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ না !

ওতে সাচুই জ্বলে পুড়ে খাক হয়ে যাবে !

৩| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:




যা ইচ্ছে করতে পারো, বলতে পারো যা খুশি

সত্যি?
anything, everything?


১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল ,



হ্যাঁ নির্দ্বিধায় যেকোন কিছু কিংবা সবকিছু বলতে পারো
যদি তীক্ষ্ণ বাণ ছুড়তে চাও তো ছোড় , ছোড় , ছোড়
যে নির্বাক হয়ে গেছে প্রেয়সীর গান শুনতে পায়নি বলে
তার কাছে কেন বলো প্রতিবাদ আশা করো ??


রুবাইয়াত ই নিবর্হণ নির্ঘোষ !

৪| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

স্প্যানকড বলেছেন: পোষতে থাক জোনাক
আলো পেয়ে যাবি অপেক্ষায় থাক
মানুষ পুষতে যাইস না
মানুষ বড্ড খারাপ ! হা হা হা..... :)

খুব সুন্দর হইছে। ভালো থাকিছ।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমিও তো দারুণ করলে বড়দা !!

তুমি আমার চাইতেও ভালো লিখতে পারবে । আমার দেখছি রুবাই লিখা বন্ধ করতে হবে !!


আর মানুষ পুষবো না কারণ আমিই মহামানব হয়ে গেছি হাহাহাহাহাহা !

৫| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - আমার বউয়ের সাথে বিয়া না হলে আর বয়স নিবর্হণের মত হলে মেয়েটাকে কোলে নিয়ে বসতে চাইতাম।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাই ?

হাহাহাহা , অবশ্য আপনার মোহনীয় কণ্ঠ শুনলে সে নিজেই এসে বসতো । এই মেয়ের প্রাক্তন স্বামী টাকলা ছিল তাই বুঝতেই পারছেন আপনি কিন্তু হতাশ হতেন না !

৬| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

কামাল১৮ বলেছেন: বলাটা ঠিক আছে করাটা ঠিক নাই।কতো জনের কতো কিছু ইচ্ছা করতে পারে।এমন কি খুনও করতে ইচ্ছা করতে পারে।যেমন খুন হয়ে গেলো অভিজিত রায়।যারা খুন করেছে তারা তাকে চিনতো না।তাদের সাথে স্বার্থের কোন দ্বন্দ্ব ছিলো না।তবু তারা তাকে খুন করলো।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যারা জোনাক পুষতে পারে তারা কী আর এসব ভাবে ??

৭| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। সুইট

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ বদ্দা !

এব্বেরে দিল ভরি দিয়ুন !!

৮| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

মিরোরডডল বলেছেন:




ইচ্ছে হলে ফন্দি আঁটো আমার পিছে অহর্নিশি

পেছনে কিছু করার অভ্যাসটা আবার আমার নেই, যা হবে মুখোমুখি হবে।


১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল ,


এসে দাঁড়াও এই যুবার সামনে খুলে জড়োয়া মুখোশ
হবে কী তোমার ছায়া থেকে আলোয় আসবার সাহস
শুনতে তোমার সহ্য হবে প্রেম সিক্ত যুবার গান
যে গান গেয়ে চলে আটপৌরে নিবর্হণ নির্ঘোষ !!


রুবাইয়াত ই নিবর্হণ নির্ঘোষ !!

৯| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:




সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - আমার বউয়ের সাথে বিয়া না হলে আর বয়স নিবর্হণের মত হলে মেয়েটাকে কোলে নিয়ে বসতে চাইতাম।

হা হা হা
ওয়েল সেইড।
এই হচ্ছে আমাদের সাচু :)



১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চুপসে গেলে ??

১০| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

মিরোরডডল বলেছেন:




এসে দাঁড়াও এই যুবার সামনে খুলে জড়োয়া মুখোশ
হবে কী তোমার ছায়া থেকে আলোয় আসবার সাহস
শুনতে তোমার সহ্য হবে প্রেম সিক্ত যুবার গান
যে গান গেয়ে চলে আটপৌরে নিবর্হণ নির্ঘোষ !!


এটা জোস হয়েছে!!!

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ জেনো হে দ্বীপ নির্বাসিনী !!

হাহাহহাহাহহাহাহাহাহা

১১| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কম বয়সের মেয়েরা টাক মাথা পছন্দ করে না। কিন্তু একটু বেশী বয়সের মেয়েরা টাক নিয়ে মাথা ঘামায় না। টাক মাথার অবিবাহিত ছেলেদের খুব কষ্ট। আমি সেই কষ্ট নিয়ে এক টাক মাথা বিশিষ্ট ডাক্তারের কাছে গিয়েছিলাম (তার টাক আছে জানলে তার কাছে যেতাম না) । সে কতক্ষন তার মেডিক্যাল কলেজ জীবনের টাক, পরচুলা ইত্যাদি নিয়ে কিছু গল্প বলে আমার কথা হেসেই উড়িয়ে দিল আর আমাকে আসার সময় ভিটামিন সি ট্যাবলেট ধরিয়ে দিয়েছিল।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঠিক এইজন্য আমি অল্প বয়সী মেয়েদের প্রেমে পড়ি না ।

এবার বুঝলেন বড় ভাই ??

১২| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

স্প্যানকড বলেছেন: মহামানবের দায়িত্ব বেশী। না পারবি দিতে ফাঁকি না ছাড়তে তাই আমি সাধারণ হয়ে আছি। হা হা হা... :)

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ফাঁকি দেব কেন ?

আর ছাড়বোই বা কেন ?

ভুলে তো যাওয়াই যাবে না

তুমিও তাকে ভুলো না যেন !!

১৩| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোট ভাই বুঝতে পাড়ছি। ব্লগে বেশী বয়সের মেয়ে আছে তো। :)

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা বড় ভাই লজ্জা দিয়েন না !

না না না সে হচ্ছে না !!

১৪| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: হবে না কেন???!!!! আরও বেশী বয়সী লাগবে নাকি? তখন কিন্তু শাসন করবে বেশী।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধ্যাত্ ,

কী বলেন না বলেন । না এই ব্লগের কেউ না একদম কেউ না ।

১৫| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: ভাই কেমনে সম্ভব???!!! আমার তো এখন সন্দেহ হচ্ছে প্রেমে পড়েছেন নাকি? আমি হতচকিত এত রোমান্টিকতা দেখে! হুমমমমম... মনে হচ্ছে স্প্যানকড এর ভুত চেপেছে মাথায় তাই এত রোমান্টিক রুবাই বের হচ্ছে!

যাই হোক, রুবাই কিন্তু দারুন হয়েছে। পোস্টে ভালোলাগা। শুভকামনা জানবেন!

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহ ,

মিরোরডডলের মন্তব্যে যেগুলো লিখলাম সেগুলো তৎক্ষণাত তৈরী আর পোস্টেরটা তিনদিন আগের । না প্রেমে পড়িনি আমি । তবে হ্যাঁ কিছু তো আছে একটা ব্যাপার হাহাহাহা ! স্প্যানকডের ভুত চাপেনি অনেক আগে থেকেই এই দশা আমার !!

আল্লাহ যখন চান তখন লিখতে পারি এরপর আর পারি না আমি !!

ধন্যবাদ বিপাশা পছন্দ করবার ও পড়বার এবং মন্তব্যের জন্য !!

১৬| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: আজ একটা গান শুনেছি মনের অজান্তে বারবার সেই গানটাই গেয়ে চলছি :)

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ বাহ্ !

কী সেই গান ? বলুন তো দেখি আমিও শুনি !!

১৭| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩২

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনি ওসব শুনবেন না। আমিও আর দু একবার শুনেই ভুলে যাব :)

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চাইলে বলতে পারেন আর বলতে না চাইলে থাক !

পারলে এটা শুনতে পারেন !

১৮| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তমিল যুক্ত লেখা বরাবরই ভালো, তার ওপর ভাবনার প্রকাশটা ঠিকমতো হলে তো সোনায় সোহাগা। লেখাটা দারুণ হয়েছে। যদিও অহর্নিশি শব্দটা নিয়ে একটু খটকা আছে। বাংলা বানানরীতি অনুযায়ী শুদ্ধ শব্দটা মনে হয় অহর্নিশ।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সাধু ভাই !

হ্যাঁ অহর্নিশ ও অহর্নিশি দুটোর ব্যবহার রয়েছে বাংলায় !

১৯| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: নিবর্হণ নির্ঘোষ,



কি আর বলতে পারি! যা খুশি ভেবে নিতে পারেন - সুন্দর, চমৎকার, অপূর্ব, মসৃন, মোলায়েম, জোনাক জ্বলা, ওয়াও.......

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা ....................

অগ্রজ যা খুশি ভেবে নেবার সুযোগ যখন পেলাম তখন আমি আপনার উল্লেখ করা সব কটি শব্দকে আমার কবিতার বিশেষণ না ভেবে একদম সর্বনাম হিসেবে গ্রহণ করে নিলাম । পেয়েছি যখন এমন মওকা তখন সব লুফে নেয়াই তো বুদ্ধিমানের কাজ !!

ভালো থাকবেন অগ্রজ !! ধন্যবাদ পড়বার ও সুন্দর মন্তব্য করবার জন্য !!

২০| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


লক্ষ কোটি জোনাক দিয়েও আলোসল্পতায় ভুগতে পারেন।

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কিন্তু আঁধারের ঘনত্ব যে কমে যায় !!

২১| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা দারুণ হয়েছে; তবে কবিতার চেয়ে মন্তব্য প্রতিমন্তব্য বেশি দারুণ হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক কেউ তো অন্তত প্রতিমন্তব্যের রুবাইগুলো দেখল । মনে শান্তি পেলাম অগ্রজ ! অনুপ্রেরণাও পেলাম !!

ধন্যবাদ আপনাকে কবিতা পড়বার ও মন্তব্য করবার জন্য !!

২২| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

মুহাম্মদ জাবেদ বলেছেন: যা ইচ্ছা করা নয় ।
যা ইচ্ছা বলা নয় ।
বললে পস্তাতে হয় ।
এমন কথা ভুলেও নয় ।

জীবন মোদের সস্তা নয় ।
কথা মোদের দামী হয় ।
যদি কল্ব মোদের সুস্থ হয় ।

ধন্যবাদ

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ দারুণ তো !

ধন্যবাদ আপনাকে মন্তব্যে এমন সুন্দর কবিতা রাখবার জন্য !!

২৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ছোট একটা রুবাই। কিন্তু অনেক মন্তব্য!!!!

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহাহা , আপনাকে কী বলা যায় বলুন তো !!

২৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩২

জটিল ভাই বলেছেন:
ছোট মরিচের ঝাল বেশি!

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহা ।

এইমন্তব্যেকিবলববুঝতেপারছিনা!

২৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

ঢাবিয়ান বলেছেন: রুবাইটা এভাবে হুবুহু মিলে গেল , নির্বহন ! বুকের মাঝে লক্ষ্য কোটি জোনাক পুষে ভাল থাকুন , যেখানেই থাকুন ।

২৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

ইসিয়াক বলেছেন: কষ্টের স্নিগ্ধ প্রকাশ।
মন কেমনের ক্ষণগুলো যেন দীর্ঘ না হয়।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.