নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

রুবাই: শেষ কিস্তি ।

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫





কে চেয়েছে তোমার কাছে থাকতে বাসর বন্দী
আমি আমার নিজের সাথে সত্য দায়েতে দ্বন্দ্বী
তবুও যদি হাত বাড়াও আর আশ্বাস দাও বিকেলের
শোন তবে প্রিয় আমার আমি করবো না তো সন্ধি !!



রুবাইয়াত ই নিবর্হণ নির্ঘোষ।


রুবাই: তৃতীয় কিস্তি ।

রুবাই:দ্বিতীয় কিস্তি ।

রুবাই: প্রথম কিস্তি ।

মন্তব্য ৫৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ দাদা ।

আছেন কেমন ?

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন?

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই তো আছি ভাইজান , বিষাদের নিশাতে !!

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

স্প্যানকড বলেছেন: হাত বাড়ালেই বিপদ
ঘুটিয়ে নে
ঘুটিয়ে নে
ভেংগে পড়বি সহজে
সদা রাখিছ মগজে !

হা হা হা.... :) ভালো থাকিছ। :)

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আইচ্চা ঠিক আছে বদ্দা !!

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:




সন্ধি করবে না?
সত্যিই??

তাহলে আর কি, চললাম।

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যে সকাল আজও মুখ লুকিয়ে ভোরেরই আঁচলে
সে সকাল আমি হন্যে হয়ে খুঁজি
যে বিকেল আজও আছড়ে পড়েনি তোমার উঠোনে
সে বিকেল আমার চোখের তারায় বন্দি !!

শোন গো , বুর্জোয়া প্রেমিকা আমি করবো না তোমার সাথে সন্ধি ....................



এই কথাগুলো আমার এক গানের থেকে নেয়া এবং আমার খুব প্রিয় !

তোমার মন্তব্যের প্রত্যুত্তরে দিলাম ভালো থেকো আপা !!

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশ ভালো লাগলো রুবাই!!!

সন্ধি ছাড়া প্রেম করা যায় না?

মেয়েরা আগে হাত বাড়ায় নাকি ছেলেরা?

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বোঝেননি বড় ভাই , এটা একটা দ্রোহমূলক কবিতা !

সন্ধি ছাড়াও প্রেম হয় যদি প্রেয়সী ভেবে না বসে প্রেমিক প্রেম নয় স্বার্থ চায় !!

মেয়েরাও বাড়ায় প্রয়োজনে !!

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

শেরজা তপন বলেছেন: এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন?

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর না দেবার ইচ্ছে আছে ।

যদিও এই সন্ধ্যায় আমি পাঁচটি এক বসাতেই লিখেছি ।

তবুও আর দেবো না !

৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: যে সকাল আজও মুখ লুকিয়ে ভোরেরই আঁচলে
সে সকাল আমি হন্যে হয়ে খুঁজি
যে বিকেল আজও আছড়ে পড়েনি তোমার উঠোনে
সে বিকেল আমার চোখের তারায় বন্দি !!


এই চার লাইনতো বেশি ভালো লেগেছে।
কোন গানের কথা? আমরা কি সেই গান শুনেছি?

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না এটা আমি গাইনি কোথাও !

এটা খুব দরদ দিয়ে লিখেছিলাম দুই বছর আগে !!

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

মিরোরডডল বলেছেন:




যদিও এই সন্ধ্যায় আমি পাঁচটি এক বসাতেই লিখেছি ।

তবুও আর দেবো না !


কিন্তু কেনো?
Why so hostile?

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহহাহাহা ঐ যে আপা , আমি আর মায়া বিলাবো না !

হ্যাঁ আঘাত তো একটা আছেই , আর আছে কিছু ক্ষত । সেসবে কে আর পথ্য দেবে বল ?

তার চেয়ে আঘাতকেই লুকিয়ে ফেলি

ৎৎৎঘূৎৎ এর পোস্টটা দারুণ তাই না ? ওনার নামের উচ্চারণ জানো ? সেটা হলো তৎঘুত !

৯| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: না এটা আমি গাইনি কোথাও !

এটা খুব দরদ দিয়ে লিখেছিলাম দুই বছর আগে !!


নো প্রেশার অফকোর্স।
যখন সময় সুযোগ হবে, দরদ দিয়ে লেখা গানটা আমাদেরকে শোনাবে।

এখন আছি তাই বলি, যখন থাকবো না, আর বলবোও না।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা ,

আমি জানি তুমি থাকবে না । হতে পারে আমিই থাকছি না !

গানটা তোমার ভালো লাগবে না আপা ! আমি জানি তোমার ঐ জনরাটা ভালো লাগবে না !!

সে যাক আপা ভালো থেকো !!


তবুও যদি আল্লাহ চান তো ........................................... কারণ সময় বেরহম আপা !!

১০| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মিরোরডডল বলেছেন:




আমি জানি তুমি থাকবে না । হতে পারে আমিই থাকছি না !

এ চলে যাওয়া সেটা না।
আসলে কাল রাতে তিনটায় একটা ডেড নিউজ শুনলাম।
ভাবা যায়, ওরকম সময় যখন পরিচিত কারো মৃত্যু সংবাদ আসে কেমন লাগে।
ইয়াং ম্যান হুট করে চলে গেলো।

তখন থেকেই মাথায় ঘুরছে, কে যে কতক্ষন আছি !

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা আমি দুটোই বোঝাচ্ছি !

এই যেমন ধরো আজ রাতেই আমি মারা যেতে পারি ! আমি মরলে কিন্তু কোন খবর কেউ পাবে না !!

আমি তো সব সময় ভাবি আমি এক্ষুণিই মারা যাচ্ছি ।

কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেল যে এন এস আই এর অফিসার ছিল !! এখন সবাই ভাবি আমরা আর কদিন !!

তুমি মরলে প্রেমিকের কী হবে হ্যাঁ? হাহাহাহাহাহা !!

১১| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বুঝতে না পারার ব্যর্থতা আমার না কবির। কবিকে এসে বলে দিতে হয় যে এটা একটা দ্রোহের কবিতা। যারা আপনার রুবাই পড়েছে কয়জন বুঝতে পেরেছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। দ্রোহের কবিতা মানে কি? অনেকে দুর্বোধ্য করে লিখতে পছন্দ করে। ভাবে বিশাল কিছু রচনা করেছে। মানুষ বুঝতে না পারলে সেই সাহিত্যের কোন মূল্য নাই।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বড় ভাই , আপনি ক্ষেপে যাচ্ছেন কেন ?

রুবাইয়ের ঢংটাই যে এটাই । আমি তো লিখলাম । এখানে দেবার আগে কয়েকজন এই কবিতা পড়েছে সবাই ঠিক ঠিক বুঝেছে । দুর্বোধ্য কবিতার যদি মূল্য না থাকে তো বোদলেয়ারের কবিতা কেন বিখ্যাত ? ইকবালের কবিতা কেন বিখ্যাত বড় ভাই ? কিংবা ইবনে সিনার ? আর এই কবিতা মোটেই দূর্বোধ্য নয় ! আপনি যদি আরবি দ্রোহের কবিতাগুলো পড়তেন তবে বুঝতে পারতেন !


প্রেমের সাথে সবসময় দ্রোহ জড়িত থাকে । যে প্রেম কেবল দাসত্বের তার বিরুদ্ধে দাঁড়ানোটাই কী দ্রোহ নয় ? এবার কী বুঝেছেন ??

১২| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: হাহাহহাহাহা ঐ যে আপা , আমি আর মায়া বিলাবো না !

কিন্তু আমরা যে সবাই অপেক্ষা করবো।
পিচ্চু কি চায় না সবাইকে নিয়ে ভালো থাকতে?

হ্যাঁ আঘাত তো একটা আছেই , আর আছে কিছু ক্ষত । সেসবে কে আর পথ্য দেবে বল ?

এখানে আমরা কেউ কি আছি যার ক্ষত নেই।
সবার বুকের ভেতরেই ক্ষত আছে পিচ্চু।
যার ক্ষত সেই বোঝে কেমন যন্ত্রণা!

তার চেয়ে আঘাতকেই লুকিয়ে ফেলি

আঘাত থাকবে, একইসাথে জীবনও চলমান থাকবে।
তা নাহলে, জীবন থেমে যায় আর গ্রাস করবে বিষণ্ণতা।

ৎৎৎঘূৎৎ এর পোস্টটা দারুণ তাই না ? ওনার নামের উচ্চারণ জানো ? সেটা হলো তৎঘুত !

নাহ উচ্চারণ জানতাম না, এখন জানলাম। অর্থ কি?
সেই পোষ্টে পিচ্চুর জন্য কমেন্ট রেখে এসেছি।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কিন্তু আমরা যে সবাই অপেক্ষা করবো।
পিচ্চু কি চায় না সবাইকে নিয়ে ভালো থাকতে?


এভাবে বল না আপা । কিছু কিছু শব্দের শক্তি অনেক । বিমূঢ় করে দেয় , জানি না সেটা কী , একটা অনুভূতি ভাবায় , আসলে আমরা কী ? মায়ার কাছে এত অসহায় কেন আমরা ?


এখানে আমরা কেউ কি আছি যার ক্ষত নেই।
সবার বুকের ভেতরেই ক্ষত আছে পিচ্চু।
যার ক্ষত সেই বোঝে কেমন যন্ত্রণা!


এই ব্লগে সবচেয়ে বেশি আমি স্পর্শ করতে চেয়েছি অন্যের দুঃখগুলো । এরজন্য নিজের ভেতরে পোষা মায়াশিশুটাকে সামনে এনেছিলাম ! কিন্তু এনেই দেখি আমার মায়াশিশুটার সে কী কান্না !!!! তখন বল তো কেমন লাগে ??


আঘাত থাকবে, একইসাথে জীবনও চলমান থাকবে।
তা নাহলে, জীবন থেমে যায় আর গ্রাস করবে বিষণ্ণতা।


বিষণ্নতা আমার কাছে এক অদ্ভূত বিষয় । বলতে পারো আমিই তার প্রেমিক । তাকে জড়িয়ে যেন বাস করছি আমি !!


নাহ উচ্চারণ জানতাম না, এখন জানলাম। অর্থ কি?
সেই পোষ্টে পিচ্চুর জন্য কমেন্ট রেখে এসেছি


এমন কোন শব্দ আসলে নেই । বিশেষ প্রক্রিয়ায় এর উচ্চারণ বের করেছি ! বলব যদি পারি পরে ।
আমি কমেন্ট পড়বো !!

১৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: রুবাই ভালো হয়েছে!

কিস্তি শেষ? এত শীঘ্রই? যদিও খুব ভালো হয়েছে রুবাইগুলো, এখন তাহলে প্রেম বাদ দিয়ে ভিন্ন কিছু লিখুন! থ্রিলার কিছু লিখলে কিন্তু খারাপ হয় না :)

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ বিপাশা ,

রুবাই কিন্তু সব প্রেমের না । রুবাই সুফীদের কবিতা এখানে কেবল প্রেম না দর্শনটাই বেশি আসে । সে যাক । ইনশাআল্লাহ কিছু তো লিখবো । সময় হাতে হয়তো বেশি নেই !! দেখি কী লেখা যায় !!

আপনাকে ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য !!

১৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৪

শায়মা বলেছেন: বাপরে রুবাই এর ভূত চেপেছে মাথায়!!! :(

আমি যাই প্রন গ্রীল বানাই। :)

একটু পরে এসে সারাদিন যে সময় নষ্ট হলো তার কাজ শেষ করবো!


তুমি আরও রুবাই লেখো খোকা।

লিখতে লিখতে রুমী হয়ে যাবে একদিন ইনশা আল্লাহ!! :)

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দোয়ার জন্য ধন্যবাদ আপা, রুমি রুবাই লিখতো না আপা , খৈয়াম লিখতো !

খৈয়াম শিখেছিল ইবনে সিনা থেকে । তিনিও লিখতেন !

সময় নষ্টের কাজ শেষ হয়নি ? নাকি সময়ের সাথে তাও নষ্ট হয়ে গেছে !

১৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

মিরোরডডল বলেছেন:




কিন্তু এনেই দেখি আমার মায়াশিশুটার সে কী কান্না !!!! তখন বল তো কেমন লাগে ??

কেমন আর লাগবে, আদর দিয়ে মায়াশিশুর কান্না থামাতে হবে।
আচ্ছা যাচ্ছি। গানটা শুনবে। গুড নাইট!


I wish you were a river I could jump into
and let you carry me and float away with you.






১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা ,


তুমিও এটা শুনো ...

১৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০০

ডার্ক ম্যান বলেছেন: যদি না করো সন্ধি
তবে করবো তোমায় বন্দী
সাচু হবে সঙ্গী
শায়মা হবে কারারক্ষী

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহ

আর ডার্ক ম্যান হবে কী ? উকিল ?

১৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিপথগামী সুফিরা হল আপনার আদর্শ। এই সুফিরা সুরা, সাকি, প্রিয়া, শরাব নিয়ে কবিতা লেখে আর বলে যে তারা এগুলি দিয়ে আধ্যাত্মিকতা বুঝিয়েছে। এগুলি হল ভণ্ডামি। ভণ্ড সুফিবাদকে চিনতে এবং বুঝতে চেষ্টা করুন। এরা মানুষকে বিভ্রান্ত্র করেছে। আপনিও এদের পাল্লায় পড়েছেন। কিন্তু বুঝতে পাড়ছেন না। একই কাজ করেছে মউলানা রুমি তার কবিতায়। সে ইসলামের আকিদা বিরোধী কবিতা লিখেছে। তাব্রেজের সাথে সমকামি সম্পর্ক সে মনে মনে পোষণ করতো। পুরাই বিভ্রান্ত একজন মানুষ ছিল। আপনাদের কাছে এরাই বিশাল ভাবের কবি।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সুপথগামী সুফি কারা সাচু ভাই ? বলতে পারেন ? একটু বলে যাবেন !

সুফিরা সুরা , সাকি , প্রিয়া এসব দিয়ে কী বুঝিয়েছে তা দিয়ে অনেকবার বলা হয়েছে এই নিয়ে আর বলতে ইচ্ছে হয় না । রূপকের সব সময় আভিধানিক অর্থই প্রাধান্য আক্ষরিক নয় । কবিতা যারা বোঝে ও জানে সবাই এটা অবগত যে রূপকের অর্থ কী হতে পারে কবিতায় । আমি তালাশ করে দেখেছি ও করে যাচ্ছি । ভণ্ডামি হলে আমি নিজেই প্রথম তাদের আস্তাকুঁড়ে ফেলে দেব । যেমন ফেলে দিয়েছি তথাকথিত আলেমদের কু-শিক্ষা ও মতবাদ যা আপনি বিশ্বাস করে চলেন সাচু ভাই ।

শরাব শব্দের বাংলা আভিধানিক অর্থ দাঁড় করালে দাঁড়ায় পানীয় । নিশ্চয়ই জানেন কোরানে এই শব্দ আছে স্বর্গে শরাব থাকবে , সেটা কী মদ অর্থে ? মোটেই না ! আপনি যদি আরবি কিংবা সেমিটিক ভাষা গুলোর স্বরূপ না বুঝে ও উপস্থাপন না করে কেবল বর্তমান আলেমদের তথাকথিত আস্ফালনকে মেনে কথা বলেন তবে তো এই আলাপ হয়ে যাবে একদম ঝগড়ার মত , তাতে কী কোন ফল আছে ?

মাউলানা রুমিকে নিয়ে আপনার যা অভিযোগ তাও আমি খতিয়ে দেখেছি ও দেখে যাচ্ছি । আমি কিছুই পাচ্ছি না । কারণ আপনি ঐ যে আলেমদের কথাতেই আছেন আপনি যদি নিরপেক্ষভাবে ভাষা ও দর্শন জেনে জানতে চান তো বিশ্লেষণ করেন তবে আপনিও দেখতেন । আমি জানি আপনি বলবেন আপনি আমার মত উচ্ছন্নে যেতে চান না । কিন্তু আপনি নিশ্চিত আপনি উচ্ছন্নে যাননি ?

আপনি নিজেও জানেন বড় ভাই একদম নিশ্চিত না হয়ে কারও প্রতি অপবাদ দেয়াটা ইসলামে কবীরা গুনাহের মধ্যে একটি । আপনি জানেন যে তাব্রিজির সাথে তার সমকামী প্রেম ছিল ? ভারতের খুশবন্ত সিংয়ের মত একজন লম্পট এই তথ্য সর্বপ্রথম লিখেছিল । এবং এটা যে একেবারে নির্জলা মিথ্যা সেটা সবাই জানে । কারণ আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি , তো এর মানে কী দাঁড়ায় ? কী জঘন্য বোধের মধ্যে ডুবে আছেন সাচু ভাই । আপনি তালাশ করে দেখুন যে আরবে বন্ধুকেও সেই সময়ে বলতো , " বন্ধু আমি তোমার প্রেমেতে মশগুল ।" এটা এমনকি আদর্শের প্রতিও বলা হতো । কী আশ্চর্য !!

ছিঃ সাচু ভাই , আপনাকে অন্তত আমি কিছুটা হলে বোধ বুদ্ধিসম্পন্ন মানুষ ভেবেছিলাম !!

১৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫২

ঢাবিয়ান বলেছেন: দায়েতে দ্বন্দি ?? এগুলো কি বাংলা শব্দ ? এই প্রথম শুনলাম শব্দগুলো

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ হ্যাঁ , বাংলাই তো দ্বন্দ্ব শব্দটা তো বাংলাই ।

এখানে আসলে বলা হয়েছে নিজের সাথে সে নিজেই সত্যের দায়ের জন্য দ্বন্দ্বী বা দ্বন্দ্বে লিপ্ত !!

১৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

ঢাবিয়ান বলেছেন: রুমি ও শামস তাব্রিজির সম্পর্ক ছিল spiritual love। সাড়ে চুয়াত্তর ভাই আপনি Click This Link এই লেখাটি পড়ে দেখতে পারেন।

মুর্খের দলের কাছে ভালবাসা মানেই শরীর। খুশবন্ত সং যে একটা অকাট মুর্খ সেটা বোঝাই যাচ্ছে। তবে অপবাদ দেয়াটা ''ইসলামে কবীরা গুনাহের মধ্যে একটি '' এই কথাটা আমাদের ভুলে যাওয়া উচিত না।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাচু ভাইয়ের মত একজন প্রাজ্ঞ ব্লগারের থেকে এইসব সত্যিই আমি আশা করিনি ! সুফিবাদ নিয়ে ওনার তিক্ততা আছে , থাকতেই পারে । কিন্তু উনি যা বলছেন তা গঠনমূলক সমালোচনা হয় না । অনলাইনে অনেকেই অনেক কাদা ছোড়াছুড়ি করে এই থেকে যদি কেউ কোন সিদ্ধান্তে পৌঁছায় তবে তা বুদ্ধিমানের কাজ বলা যায় না ।

আপনি যে লিংক দিলেন তার জন্য ধন্যবাদ !

মুর্খের দলের কাছে ভালবাসা মানেই শরীর।

এই কথার পর সত্যিই আর কিছু বলার থাকে না । এবং হ্যাঁ অপবাদ দেবার মত কাজ থেকেও আমাদের সতর্ক থাকতে হবে !!

২০| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: রুবাই বুঝার মতো জ্ঞান আমার নেই। আমি শুধু পড়ে গেলাম।
মন্তব্য গুলোও পড়লাম।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: রুবাই বোঝার জন্য কেবল জ্ঞান নয় বোধও দরকার !!

ধন্যবাদ রাজীব ভাই !

২১| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম হতে শেষ কিস্তি পড়লাম। আমার কাছে অসাধারণ লেগেছে। ভিন্ন ধাচের কবিতা।
শুভকামনা রইলো।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা । খুব ভালো লাগলো সব কটা পড়েছেন বলে ।

রুবাই হলো জগত বিখ্যাত কবিতার একটি প্রক্রিয়া । এবং এর আবেদন সত্যি অবহেলা করবার মত নয় !!

২২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভণ্ড সুফিদের নিয়ে লিখতে গেলে ব্লগে মারামারি লেগে যেতে পারে। তাই আর কিছু লিখলাম না। অল্পতেই এতো রেগে গেলে চলবে। :)

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি রাগিনি বড় ভাই, এইসব সমালোচনা করবার অভিজ্ঞতা আছে আমার আমি বরাবর গঠনমূলক সমালোচনার পক্ষে । আপনি লিখুন , মারামারি লাগলে এখানেই লাগতো !

২৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

জটিল ভাই বলেছেন:
শেষ ক্যান? চলুক.........
আরোকিছু গা জ্বলুক.......

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপাতত শেষ আরকি ।

প্রতিদিন গা জ্বালালে তো এক্কেবারে চামড়া জ্বলে যাবে যে !!

২৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ২:৪৪

রেজাউল৬১ বলেছেন: রুবাই বোঝার জন্য কেবল জ্ঞান নয় বোধও দরকার !!

ধন্যবাদ রাজীব ভাই !


হাস্তে হাস্তে আমার আন্ডারপেন খুলে গেল।
বক্কর চোরা আবার না ঔটা চুরি করে নেয়। ব্যাটার নাকি ব্যবহার করা আন্ডারপেনের ফেটিশ আছে। কথাটা আমার না, সাসুম কৈছে।

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কন কী ?

বিরাট চিন্তার বিষয় । এখন কী ঐটার জন্য উনি চামচামি করেন ?

২৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬

মিরোরডডল বলেছেন:




কবিতাটা কোথায় গেলো?



১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কোন কবিতার কথা বলছেন আপা ?

২৬| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

মিরোরডডল বলেছেন:




সামনে খাবার পরিবেশন করে সেটা আবার নিয়ে গেলো?

এত অধৈর্য কেনো???


১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না তো , আমি কিচ্ছু সরাইনি !!

নিজেই সরে গেছি !!

আর আমি চিরকাল ঝড়ের মত .............................

২৭| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

মিরোরডডল বলেছেন:




শতাব্দী????

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ , আছে তো !

২৮| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:




ঝড় বৃষ্টি যাই হোক, I'm feeling hungry, I want my food back X((

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বলেছি তো আছে । আমি পোস্ট সরাইনি । তবে সরাবো !!

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পোস্টটা শেষ মেশ সরিয়ে নিলাম আপা !



ধাঁধাঁর থেকেও জটিল সবই, লিখার মতই দ্ব্যর্থ
কাকের মত ব্রাত্য যখন , চিহ্ন থাকাই ব্যর্থ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.