নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

শতাব্দির জন্য

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪১




আমি মিলিয়ে যাচ্ছি
ধুলো থেকে ধোঁয়া কিংবা বায়ুকণাতে
শহুরে রৌদ্র-তাঁবুর ওমে,
এবং নর্দমার জলের বদ্ধতাতে


আমাকে তো নর্দমার জলে মানায় বল ?

আজীবন কীটের মত গুমড়ে থেকেছি
শ্রাবণ কাকের মত হয়েছি সিক্ত ও পরিত্যক্ত
প্রতিটি সময়ে হয়েছি আমি গারদ গাঁড়ল
আর তোমার চোখের মত স্বচ্ছ সমাজে ব্রাত্য

আমাকে তো ব্রাত্য হয়ে বাঁচা মানায় বল ?

এক বাক্যে সবাই স্বীকার করে নেবে
আমার চাইতে তুমিই বেশি দামি
তাই কখনও নিজেকে আয়নায় দেখি না
কারণ ওপাশে দেখা যায় আত্মঘৃণিত আমি!

আমাকে তো ঘৃণা করা মানায় বল ?

তোমার আজন্ম যে আভিজাত্য
ঝিনুকের মত পোষা যে রহস্য
তোমার অদেখা যে হাসি আজও অনাবৃত
সবকিছুর ওপর অধিকার ছেড়ে হলাম নিঃস্ব

আমাকে তো নিঃস্ব হয়ে থাকা মানায় বল ?

আমি প্রতিদিন সকালে মার্ক্সেতে কামড় বসাই
বিকেল ঘনালেই আমি পান করি ইবনুল আরাবি
তোমার এসবে বরাবরই নাক সিঁটকায়
তোমার পশ্চিমা পবনে আমার ফুসফুস খায় খাবি !!

আমাকে চিরকাল প্রতীচ্য নামক নোংরা ভাগাড়ে মানায় বল ?


তাই আমি তোমার থেকেও লক্ষ আলোকবর্ষ দূরে
কারণ তোমাকে মানায় অত্যুচ্চ অহমি দালানের ভিড়ে
আর আমাকে মানায় প্রাগৈতিহাসিক গুহায় ধ্যানমগ্ন ফসিলরূপে
আদিম সত্য দ্রোহকে বুকে চাষ করে থাকবার জন্য
যাকে তোমার মিথ্যে মনে হয়েছিল
অথবা মনে হয়েছিল ঠাট্টামো !!

রচনাকারী: নিবর্হণ নির্ঘোষ ।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: রুবাই ভালো হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখানে রুবাই পেলেন কৈ ?

শায়মা আপার ডোজ দিয়ে দিয়েছে ? না মানে যেভাবে ভুলভাল দেখছেন !!

২| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: আতো আতো বাত্তু!!

লাগ ভাঙ্গলো!!! :)


আচ্ছা এবার কবিতা পলি।:)

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অন্তরীক্ষের প্রাচীরের মত স্থবির রাগ আমার আর হাজার বছরের আগ্নেয়গিরির মত সুপ্ত ।

পড় পড় B-)

৩| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

শায়মা বলেছেন: বাহ!! কাব্য তো ভালোই হয়েছে এইবার!!

এই জন্যই বলে কবি আর কাব্যের সাথে দুস্ক সম্পৃক্ত!!! :)

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা । তার মানে আগেরগুলো ভালো হয়নি ?

আর দুঃখ কেন সম্পৃক্ত থাকে ?

আর হ্যাঁ আপা মাথা তুললাম মানে এই নয় ডুব আবার দেবো না হেহেহে !!

৪| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: অন্তরীক্ষের প্রাচীরের মত স্থবির রাগ আমার
আর হাজার বছরের আগ্নেয়গিরির মত সুপ্ত!!

আহা সন্যাসী উপগুপ্ত!!
মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত!!

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা সন্যাসী উপগুপ্ত!!
মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত!!



না না না প্রাগৈতিহাসিক গুহায় । হাহাহাহাহাহা

৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: আর হ্যাঁ আপা মাথা তুললাম মানে এই নয় ডুব আবার দেবো না হেহেহে !!
ডুব দাও আর যাই দাও সন্যাসীর ঘুম ভাঙ্গিলোক। কে ভাঙ্গাইলোক?


সন্ন্যাসী উপগুপ্ত
মথুরাপুরীর প্রাচীরের তলে
একদা ছিলেন সুপ্ত;–
নগরীর দীপ নিবেছে পবনে,
দুয়ার রুদ্ধ পৌর ভবনে,
নিশীথের তারা শ্রাবণ-গগনে
ঘন মেঘে অবলুপ্ত।
কাহার নুপুরশিঞ্জিত পদ
সহসা বাজিল বক্ষে।
সন্ন্যাসীবর চমকি জাগিল,
স্বপ্নজড়িমা পলকে ভাগিল,
রূঢ় দীপের আলোক লাগিল
ক্ষমা-সুন্দর চক্ষে।
নগরীর নটী চলে অভিসারে
যৌবনমদে মত্তা।
অঙ্গে আঁচল সুনীল বরন,
রুনুঝুনু রবে বাজে আভরণ;

সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ
থামিল বাসবদত্তা ......



১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমিও কী আহলে রবীন্দ্রনাথ নাকি ?

সে যাক ! কেউ আমার ঘুম ভাঙায়নি আমিই মাথা তুলেছি । এসে দেখছি ভালো লাগছে না আবার যাবো ।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: আহালে আহালে তব্বাইকে ভালো না লাগা রোগে পেয়েছে!! :(

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সব্বাইকে ? কৈ নাতো ?

তোমাকে পেয়েছে কী ?

৭| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: আমাকে কে কাঁদাবে!!!
কার এত সাহস!!!


তার ভাগ্যে আছে কাঁদন!!!!!!!!! :)

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অ ,

শোন আপা , আমি যদি তোমার মত গল্প লিখে বসি কেমন হবে ?

মতামত দাও !

৮| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: খুব ভালো হবে। লেখো লেখো গল্প লেখো!!

গল্পের কি আর গাছ পাথর আছে??

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা

৯| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: বলেছি তো আছে । আমি পোস্ট সরাইনি । তবে সরাবো !!

কেনো সরাবে?

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কারণ শব্দদেরও মান অভিমান আছে তাই !!

১০| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:




ছবির জায়গাটাতে গিয়েছি।
পতেঙ্গা?

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জানি না , আমি ঘোরাঘুরি করি না বলে জানি না !!

১১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩

মিরোরডডল বলেছেন:




আমাকে তো নর্দমার জলে মানায় বল ?

একটুও না।
গাছের নীচে মানায়।
লাল কাপড় গায়ে Buddhist monk.


১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না তা নয় !

আমি গাছের নীচে কম থাকি । ব্রাত্যদের নর্দমায় মানায় !

আর বৌদ্ধরা লাল পড়ে না গেরুয়া !

১২| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৮

মিরোরডডল বলেছেন:





আমাকে তো ব্রাত্য হয়ে বাঁচা মানায় বল ?

নিজের প্রতিভা সম্পর্কে যে অবগত না, তার কাছে এমন মনে হতেই পারে।


১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ব্রাত্যদের আবার প্রতিভা ?

হাহাহাহাহাহাহ সেটাও ঠাট্টার মত প্রলাপ কিংবা মিথ্যার মত পরিত্যক্ত হয়ে থাকে !

১৩| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

মিরোরডডল বলেছেন:



আত্মঘৃণিত আমি!

পারেতো শুধু এই একটাই কাজ!

আত্মঘৃণা।

লেখকের ডিকশনারি থেকে পার্মানেন্টলি এই শব্দটা ডিলিট করা উচিত।


১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জীবনেও না ।

নিজেকে ভালোবাসা হলো একটা ভ্রম !

এই ভ্রম আমি করি না । আমি যে নিজে থেকে কবেই বিচ্ছিন্ন হয়ে গেছি সত্যকে জানতে !!

আচ্ছা যাই , ভালো থেকো !!

সাচু একটা দারুণ পোস্ট দিয়েছে । গিয়ে পড়ো ।

আর স্ট্রেস নিয়ো না আপা , ব্রাত্যদের নিয়ে ভাবতে নেই বুঝলে আপা হাহাহাহা ।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

মিরোরডডল বলেছেন:




তোমার আজন্ম যে আভিজাত্য
ঝিনুকের মত পোষা যে রহস্য
তোমার অদেখা যে হাসি আজও অনাবৃত
সবকিছুর ওপর অধিকার ছেড়ে হলাম নিঃস্ব

আমাকে তো নিঃস্ব হয়ে থাকা মানায় বল ?


হুম মানায়, একটু একটু ।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহা , আর ঠিক দশ মিনিট পর এই পোস্ট থাকবে না !

ভালো থেকো আপা ! আমার এলাকায় ঝড় হচ্ছে !!

১৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

মিরোরডডল বলেছেন:




তাই আমি তোমার থেকেও লক্ষ আলোকবর্ষ দূরে
কারণ তোমাকে মানায় অত্যুচ্চ অহমি দালানের ভিড়ে
আর আমাকে মানায় প্রাগৈতিহাসিক গুহায় ধ্যানমগ্ন ফসিলরূপে


শজারু হলেও লেখা পরিপক্ব।

ভেবে দেখেছো কী?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে


১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না আমার লিখা পরিপক্ব নয় !

আমি শব্দশিশুরা মাঝে সাঝে ইঁচড়ে পাকা হয়ে যায় !


এই গানটা আমার পছন্দ না । একদম না !!

১৬| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

মিরোরডডল বলেছেন:




পোষ্ট সরাবে না।



১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সরাবো আপা !

ধাঁধাঁর থেকেও জটিল সবই, লিখার মত দ্ব্যর্থ
কাকের মত ব্রাত্য যখন , চিহ্ন থাকাই ব্যর্থ !!

দশ মিনিট হয়ে যাচ্ছে ! যাচ্চি আপা , ভালো থেকো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.