নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !
জীবনানন্দ দাশের মাতা কবি কুসুম কুমারী দাশ একদা লিখিয়াছিলেন , “ আমাদের দেশে হবে সেই ছেলে কবে..........” । তবে তিনি যদি আমাদের এই ব্লগস্থ এক মহান প্রেমিক কবি ব্লগার যার নামের আদ্যক্ষর “স”, তাঁহাকে যদি দেখিতেন তবে তিনি লিখিতেন “ আমাদের দেশে হবে সেই প্রেমিক কবে , ঝাঁটানোতেও যে না প্রেমে ক্ষান্ত দেবে ।” অদৃষ্টের পরিহাস তিনি আমাদের এই যুগ হইতে বহুকাল পূর্বে গত হইয়াছেন । তাই আমরা আমাদের এই প্রেমিককে লইয়া চিরস্মরণীয় কোন কবিতা পাইলাম না । তবে এতে এই মনে হইতেছে না যে আমাদের প্রেমিক প্রবরের কোন প্রকার ভ্রুক্ষেপ রহিয়াছে । তিনি সকলকে তার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া প্রেমের কবিতা লিখিয়া যাইতেছেন । কোন প্রকার প্রতিকুল বিষয় কিংবা কোন প্রকার বাঁধাতে তিনি নিজেকে থামাইতেছেন তো নাই উপরন্তু তিনি বলিয়া যাইতেছেন “ আমি কী কাউরে গণি ?” ।
অলক্ষ্যে শোনা যাইতেছে কেউ বা কাহারা তাকে ব্যান করিবার জন্য তোড়জোর করিলেও তিনি দমিতেছেন না । কী বা আসে যায় এই ব্যানকর্মে ? মনের ভেতরে যে প্রেম ক্রমে বাড়িয়া বাড়িয়া প্রাগৈতিহাসিক প্রাণীর মত আকার ধারণ করিতেছে তাঁহাকে কী করিয়া ব্যান করিবে তাহারা ? তাই তিনি শত ব্যথাকে অগ্রাহ্য করিয়া অনবরত লিখিয়া যাইতেছেন প্রেম কাব্য বলা বাহুল্য উহা লাইলি মজনুর প্রেম কাহীনিকেও হার মানাইবে এবং যে ধরনের অধর্মের কথা কবিতায় মাখিয়া চলিতেছেন তাতে তো শরমে মরম গুটাইয়া যায় । তবুও সংগ্রামী প্রেম বলিয়া কথা , কেহ কী বলিতে পারিবে প্রেমের ক্ষেত্রে কিছুমাত্র অধর্ম নাই ? আলবাত রহিয়াছে, তাইতো প্রেমিক প্রবর থামিতেছেন না, স্বকর্মে তিনি অবিরত পদ্যধর্ম পালন করিতেছেন ।
যাহাহোক , এইবার ভূমিকা ছাড়িয়া মোদ্দাকথাতে আসি । এই কবি হলেন আগামী সকল প্রেমিকদের চিরস্মরণীয় পূর্বসূরী । এই আজকেও তিনি যে প্রেমপদ্য রচনা করিলেন কী কহিব ! নিজেকে আর নিবৃত্ত করিতে পারিলাম না তাঁহাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা আমার মত ব্রাত্যপ্রেমিকের কৃ তব্য বলিয়া মনে করি । তাই আমি সম্ভবত ২০০৭ সনে প্রকাশিত “নিয়মহীন” আলবামের একখানা গীত গিটার সহযোগে পরিবেশন করিলাম । একথা আমি নির্বিবাদে স্বীকার করি যে আমি গাইতেও জানি না বাজাইতেও পারি না । তাহার পরও প্রেমিক প্রবর যেভাবে লিখিয়া যাইতেছেন তাঁহার হইতে অনুপ্রাণিত হইয়া আমি এই দুঃসাধ্য কর্ম করিতে প্রবৃত্ত হইলাম । আশা করি প্রেমিক প্রবর ও প্রেমাস্পদ এবং যে বা যাহারা উহাদের এই স্বর্গনাট্যকে উপহাস করিয়া থাকেন তাঁহারা আমার এই খতরনাক কম্মকে মার্জনাসুন্দর দৃষ্টিতে দেখিবেন ।বলিয়া রাখি যে ঘোড়ার ডাকের মত কণ্ঠে আমার গীতসাধনা শুনিতেছেন উহা কিছু মাস পূর্বের । সাম্প্রতিক সময় আমার কণ্ঠ অশ্রাব্য তস্য অশ্রাব্য হইয়া উঠিয়াছে । সে যাক নিম্নে গানের কথা ক’টি উল্লেখ করিয়া দিলাম ! যে ভিডিও আপনারা দেখিতেছেন উহার ইডিটকারী আবার বিশাল প্রেমিক প্রবর মাঝে সাঝে তিনিও এই ব্লগে ঢুঁ মারেন। যে মডেল বুড়িকে দেখিতেছেন উহাকে চিনিয়া লইবার ভার আপনাদিগকের !!
গীতিকথা:
এতো এতো ভালোবাসি তুমি কেন বাসো না!
আমায় দেখে একটুখানি দাঁত কেলিয়ে হাসো না।
মনের কথা উজার করে আচ্ছামত কাশো না,
আমায় দেখে বারান্দাতে আর কেন আসো না!
ময়না, তোতা, টিঁয়াপাখি কিছুতেই মনে গলে না।
আমার মনের রেলগাড়িটা রাস্তা দিয়ে চলে না।
ফুল ফোঁটাবো তোমার মনে, ড্রেনের নোংরা জলে না।
রাগ করে না বাবুসোনা, আমি ব্রাজিলের দলে না।
বলেই দেখো একবার তুমি, কি করতে পারি!
এক কথায় সিগারেট ছেড়ে টানবো আকিজ বিড়ি!
তুমি ছাড়া ফাঁকা লাগে সব পাংচার আমার গাড়ি
তোমার জন্য কালা কাশেমকে সেদিন দিলাম ঝাড়ি।
ডানে-বামে যত তাকাই শুধু খুঁজি তোমাকে,
সস মাখিয়ে খেয়ে নেবো হাইড্রোজেন বোমাকে।
ঢাকা শহর পুড়ে বানাবো নাগাসাকি-হিরোশিমা,
ভয় পেয়ো না, হবে না কিছুই করা আছে জীবন বীমা।
যতই বলি হাবিজাবি পাত্তা দাও না কি বুঝে!
এ জমানায় আমার মত পাত্র কি পাবে খুঁজে!
গাধা বল, ছাগল বল রাগ করি না লক্ষ্মী।
জানি তুমি আমার হবে পানির তলের পক্ষী।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী হইল অগ্রজ ? ঘোড়ার ডাকের কণ্ঠ শুনিয়া কী বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন ?
২| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: অই মিয়া কাকে যে টারগট করলেন মাথার উপড়ে দিয়া চইল্যা গেল।
তবে শায়মাপুকে নিয়ে আপনার কম্পোজটা সুপার্ব হয়েছে।++
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বলেন কী ? এখনো ধরিতে পারেন নাই ?
ঐ যে এক কবি আছেন না খালি লিখিয়াই যান ব্লগের আরেক হরিণীকে প্রেম নিবেদন করিতে যে হরিণী স্বর্গের মত অধরা !!
এই ঘোড়ার ডাককেও যে ভালো বলিলেন তার জন্য ধন্যবাদ জানিবেন !!
৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
ঢাবিয়ান বলেছেন: কি ধরে নেব ? গানের মাধ্যমে বিয়ের প্রস্তাব ?
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না না আমি তো বিয়ের পয়গামবাহী নহি ।
তবে এই প্রেমিক প্রবর সেই কবে থেকে প্রেমাস্পদকে প্রেম নিবেদন গভীরভাবে করিয়াই যাইতেছেন !!
৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: হা হা ঠিক বলেছো -
এক্কেবারে পাত্র যেন সুকুমারের সৎ পাত্র
যতই মারো ঝাঁটা লাঠি জ্বলবে তো তার গাত্র!!!
ঝুলতে ঝুলতে বাঁদুর হয়ে গাছের ডালে দুলেছে
কাব্য লিখে কবি সাহেব এই পৃথিবী ভুলেছে!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হে ভগিনী মোর তোমার এই মন্তব্যেও যদি আমার অগ্রজগণ বুঝিতে পারে তবেই আমি সার্থক হৈ ।
কিন্তু উহারা আমাকেই খলনায়ক বানাইতেছেন !!
৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
শায়মা বলেছেন: এক্কেবারে পাত্র যেন সুকুমারের সৎ পাত্র
যতই মারো ঝাঁটা লাঠি জ্বলবেনা তো তার গাত্র!!!
ঝুলতে ঝুলতে বাঁদুর হয়ে গাছের ডালে দুলেছে
কাব্য লিখে কবি সাহেব এই পৃথিবী ভুলেছে!!
না টা বাদ পড়ে গেছিলো ভাইয়ু!!! থিক কলে দিতি।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যযোগ হে ভগীনি !!
একমাত্র তুমিই ধরিতে পারিয়াছো কে সেই মহান প্রেমিক প্রবর !!
আচ্ছা মডেল বুড়িকে কী চিনিয়াছো ??
৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
শেরজা তপন বলেছেন: হাবিজাবি হয়েছে হবেজবে হয়েছে সেটা না হয় মেনে নেয়া গেল কিন্তু পানির তলে পক্ষী যে, পায়ের তলের পক্ষী হয়েছে সেটা ক্ষমার অযোগ্য
আর একটা ব্যাপার স আদ্যাক্ষর দিয়ে
সাইফুল সাই, সেলিম আনোয়ার,স্প্যানডক ,সত্যপথিক সাইয়্যান সহ অনেক কবির নাম হয়। আপনি কিন্তু কেস খাওয়ার কাম করছেন!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পানির তলে পক্ষী যে, পায়ের তলের পক্ষী হয়েছে সেটা ক্ষমার অযোগ্য
ওটা প্রেমিকের অন্তর্দ্রোহের কথা আমি তুলিয়া ধরিলাম ! এতেও আপনাদের গাত্রদাহ ? ছিঃ !!!
আর একটা ব্যাপার স আদ্যাক্ষর দিয়ে
সাইফুল সাই, সেলিম আনোয়ার,স্প্যানডক ,সত্যপথিক সাইয়্যান সহ অনেক কবির নাম হয়। আপনি কিন্তু কেস খাওয়ার কাম করছেন!
ব্লগে ওনার মত বিষম প্রেমিক আর একটিও নাই মিয়া ভাই
৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: অ তপন ভাই ধরে দেওয়ার পর বুঝিলাল কার হৃদয়ে মহাসমুদ্রের তুফান ফেনিল বহ্নি শিখাতে পরিণত হয়েছে। চমৎকার চলতে থাকুক
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি আদৌ ধরিতে পারেন নাই অগ্রজ । আপনি ভাবিতেছেন যাহাকে লইয়া তাহাতে আমি না ই ।
আমি তো প্রেমিক প্রবরের ভক্ত মাত্র !!
৮| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
কালো যাদুকর বলেছেন: সব উপ্রে দিয়েই গেল,বুঝলাম না।
ত্রিভুজ প্রেম??।।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদমই না । এটা একদম সরলরৈখিক প্রেম । ঐ প্রেমিক প্রবর ও প্রেমিকার মধ্যেই সবকিছু আমি তো সেই প্রেমিক প্রবরের ভক্ত । গুর্বীর দিকে কোনদুঃখে নজর দিতে যাবো ?
৯| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ত অই মিয়া মহান প্রেমিক প্রবরকে নিয়ে যে গান বাঁধলেন ত আপনার হৃদয়েও দেখছি সানাইয়ের সুর দোলায়িত।ত আপনে আবার বিপদে ফেললেন দেখছি।
শূণ্যে এ বুকে কি শূন্যতা রয়ে যাবে?
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি তো ব্রাত্যপ্রেমিক !
আমার এই প্রেম কী সূদূর পশ্চিমাবাসী ঐ প্রেমাস্পদের কানে পৌঁছাবে ? কী আর করা আমি নাহয় এই জন্মের চণ্ডীদাস হলুম !!
দেখি রজকীনি বড়শিতে গাঁথে কি না !
১০| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
শেরজা তপন বলেছেন: যে মডেল বুড়িকে দেখিতেছেন উহাকে চিনিয়া লইবার ভার আপনাদিগকের !!
~এই কথার আমি তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম!!!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই কারণেই সকলে বলে ,
পুরুষ পুরুষের বড় শত্রু !!
এইভাবে আমাকে ফাঁসিয়ে দিলেন !!
১১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২
মিরোরডডল বলেছেন:
in one word 'superb'!!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: রাগের আতিশয্যে কী বিজাতীয় ভাষা বকিতেছো হে দূরদ্বীপকন্যা !!
দুঃখ করিও না সেই প্রেমিক প্রবরের লাগিয়া সে সফল হইবেই হইবে !!
১২| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭
শায়মা বলেছেন: ১০. ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭০
শেরজা তপন বলেছেন: যে মডেল বুড়িকে দেখিতেছেন উহাকে চিনিয়া লইবার ভার আপনাদিগকের !!
~এই কথার আমি তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম!!!!
ঠিক ঠিক মডেল কোনোদিন বুড়ি হয়!!!!!!!!!!! তুমি বলো ভাইয়ু!!!!!!!!!!!!
কেমন শয়তান পোলা!!
দাঁড়া মজা দেখাচ্ছি!!!!!!!!!!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সত্য বলিলেই এই জগতে লাঞ্চিত হয় , হায় অদৃষ্ট !!
১৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২
শায়মা বলেছেন: ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮০
লেখক বলেছেন: ধন্যযোগ হে ভগীনি !!
একমাত্র তুমিই ধরিতে পারিয়াছো কে সেই মহান প্রেমিক প্রবর !!
আচ্ছা মডেল বুড়িকে কী চিনিয়াছো ??
চিনেছি চিনেছি তোমার ছোট বহিন সে!
আর তুই যক্ষী বুড়া!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এইভাবে বলিতে নাই , উহাতে পাপ হয় !
ছিঃ ভগিনী মোর !!
১৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
মিরোরডডল বলেছেন:
শায়মাপু তোমার এই ছবিগুলো খুব সুন্দর।
আসলেই মডেল
বেশ কয়েকটা ছবি খুব পছন্দ হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর বিড়ি ধরা ঐ কিশোরকে ? যে এই গানখানা গাইল !!
১৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
মিরোরডডল বলেছেন:
আর তুই যক্ষী বুড়া!
আপু ঠিক বলেছে।
একদম একটা বনসাই!!!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেহ ভেতরে থাকা বিশ্ব বৃক্ষকে দেখিল না , এই দুঃখ কোথা রাখিব ।
শোন রাঁধে কানাইয়ের কাছে যাও কংসের সহিত যদি থাকো কানাই তো রাগিয়া যাইবে !
১৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
খায়রুল আহসান বলেছেন: শেরজা তপন বলেছেন: ......পানির তলের পক্ষী যে, পায়ের তলের পক্ষী হয়েছে সেটা ক্ষমার অযোগ্য - কবিতা পাঠ শেষে আমারও ঠিক এ কথাটাই মনে হয়েছিল!
যাহোক, গানটা ভালোই গেয়েছেন এবং পানির তলের পক্ষী কথাটা খুব কিউট লাগল।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা,
কতদিন পর আমার পোস্টে এলেন ।! ভালো আছেন নিশ্চয়ই !
পানির তলের পক্ষী নামটা ঐ শিল্পীর দেয়া !! উনি ভীষণ ব্রিলিয়ান্ট একজন শিল্পী !!
১৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
শায়মা বলেছেন: হা হা খায়রুলভাইয়া গায়ক ভয়ে পায়ের তলা না গেয়ে পানির তলা বানিয়েছে হা হা হা
মিররমনি এই সব ছবি বেশ কয়েকটাই এডিট করে এনিমেশন স্টাইল বানানো তাই সুন্দর! হা হা
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তবে স্বীকার করো হে যে মডেল বুড়ি
১৮| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
শেরজা তপন বলেছেন: শায়মা আপুর ভাষ্যঃ আচ্ছা মডেল বুড়িকে কী চিনিয়াছো ?
চিনেছি চিনেছি তোমার ছোট বহিন সে!
~ এই রে খেয়েছে - ছোট বোন যদি বুড়ি হয় তবে বড় বোনের অবস্থা তো বেগতিক!!!
তবে যক্ষী বুড়া কথাটা কিন্তু চরম হৈসে
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মনে থাকিবে মিয়া ভাই ।
এই দিন দিন নয় আরও দিন আছে !!
১৯| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
শেরজা তপন বলেছেন: শায়মা বলেছেন: হা হা খায়রুলভাইয়া গায়ক ভয়ে পায়ের তলা না গেয়ে পানির তলা বানিয়েছে হা হা হা
আপু তার গাওয়া গানটা টেনে শেষের অংশটুকু শুমে দেখুন একটু - কি গেয়েছে? চান্দি গরম হয়ে যাব
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার সন্দেহ হৈতেছে আপনি কী আসলেই পুরুষবাদী ? আপনার এই কাজে সাচু তো মান করিবে !!
চান্দি গরম হয়ে যাব
এএএএএএএএএএহ , আপনার ফিরিস্তি দেব ??
২০| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: ১৮. ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪০
শেরজা তপন বলেছেন: শায়মা আপুর ভাষ্যঃ আচ্ছা মডেল বুড়িকে কী চিনিয়াছো ?
চিনেছি চিনেছি তোমার ছোট বহিন সে!
~ এই রে খেয়েছে - ছোট বোন যদি বুড়ি হয় তবে বড় বোনের অবস্থা তো বেগতিক!!!
তবে যক্ষী বুড়া কথাটা কিন্তু চরম হৈসে
হা হা আমি সেই কারণেই বলেছি ভাইয়া। আমি যক্ষী বুড়ার ছোট বহিন!
হা হা আর আর পায়ের তলার পক্ষী বানাবে এই কথা গায়কের আকাশ কুসুম আর কি। আর লেখক তো কবির হয়ে গান গেয়েছে এইখানে উনি কবি ভুলিয়া যাও।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঠিক ঠিক , যথার্থ হে ভগিনী !!
২১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
শেরজা তপন বলেছেন: আমি নিশ্চিতবাদে কট্টর পুরুষবাদী কিন্তু নারীদের সামান্যতম অপমান সহ্য করতে পারি না
কি ফিরিস্তি দিবেন ?? দেন দেন
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তো আর পুরুষবাদী হলেন কীভাবে ?
সময় হলে দেবো । আপাতত ইস্তফা অন্য রাঁধে রাগিয়া গিয়াছে !!
২২| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
ঢাবিয়ান বলেছেন: এইবার বুঝেছি কার কথা কইতেসেন। আপনার দেশি লোক। ব্লগের পর্ন কবি।
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আবার ভুল করলেন । থাক ভুলেই থাকেন , তাতে কী প্রেমিকের কিছু আসে যায় ??
২৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
শেরজা তপন বলেছেন: শায়মা বলেছেন: হা হা আর আর পায়ের তলার পক্ষী বানাবে এই কথা গায়কের আকাশ কুসুম আর কি। আর লেখক তো কবির হয়ে গান গেয়েছে এইখানে উনি কবি ভুলিয়া যাও।
~ হায় হায় যাহাদের পক্ষ লইতে গিয়া ঘনিষ্ঠ মিত্রদিগকে শত্রু বানাইতেছি তাহারাই দেখি এখন উল্টো সুরে গীত গাহিতেছে!!!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এতক্ষণে আপনি বুঝিলেন ?
এইভাবে চিরকাল ভাই ভাইকে ছুড়িয়া ফেলে !!
হাহাহাহাহাহাহা
২৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
শায়মা বলেছেন: ২৩. ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩০
শেরজা তপন বলেছেন: শায়মা বলেছেন: হা হা আর আর পায়ের তলার পক্ষী বানাবে এই কথা গায়কের আকাশ কুসুম আর কি। আর লেখক তো কবির হয়ে গান গেয়েছে এইখানে উনি কবি ভুলিয়া যাও।
~ হায় হায় যাহাদের পক্ষ লইতে গিয়া ঘনিষ্ঠ মিত্রদিগকে শত্রু বানাইতেছি তাহারাই দেখি এখন উল্টো সুরে গীত গাহিতেছে!!!!
হা হা হ্যাঁ আকাশ কুসুম মানে ডিমের কুসুম পাড়া ছাড়া কি কবি হওয়া যায়!!!!!!!!!!
২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঠিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইক
২৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আর বিড়ি ধরা ঐ কিশোরকে ? যে এই গানখানা গাইল !!
কিশোরকে খুব মানিয়েছে, এমনটাই মনে হতো, দুষ্ট কিশোর।
শুধু সিগারেটটা যেনো তার সাথে যায় না। একটু বেশি পিচ্চুতো
২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার ছবি তুমি দেখিয়া ফেলিছো আমি আদৌ তোমারটা দেখিনি হে দ্বীপকন্যা !!
আসলেই আমি বিড়ি সিগারেট কোনটাই খাই না !! বেশি পিচ্চু তো তাই
ভালো থেকো আপা !
২৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬
ডার্ক ম্যান বলেছেন: ঐ প্রেমিক কবি আর তার কবিতার উৎস যে নারী উভয়কে চিনিয়াছি
২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাবাশ নিকষ মানুষ , আপনি সত্যিই ব্রিলিয়ান্ট !!
প্রেমিক প্রবরের প্রতি সমবেদনা রাখবেন !!
২৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
ডার্ক ম্যান বলেছেন: পৃথিবীর সকল প্রেমিকের প্রতি আমার সমবেদনা আর প্রেমিকার প্রতি বজ্রপাতের অভিশাপ।
২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রেমিকাদের যদি অভিশাপই দেবেন তো প্রেমিকদের কী হবে ? তারা প্রেম বিলাবে কাকে ?
২৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৫
কামাল১৮ বলেছেন: লেখা এবং মন্তব্য পড়েছি।খোশ গল্প শুনতে ভালো লাগে।
২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ও আচ্ছা গান শুনতে ভালো লাগেনি ।
বেশ !
২৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৪১
সামরিন হক বলেছেন: মজার তো।
২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার ব্লগাস্তানায় আপনাকে স্বাগতম । আপনার কাছে মজার লেগেছে জেনে ভালো লাগছে ।
নিশ্চয়ই ভালো আছেন! ভালো থাকবেন সবসময় !
৩০| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ওকে। বেশ বেশ।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ !
৩১| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার সবচেয়ে প্রিয় ব্লগার শায়মা আপুর মেকআপহীন ছবির অপব্যবহারের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অ আচ্ছা !!
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
বিজন রয় বলেছেন: !!!!!????