নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

নৈশ শিকারী

আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নৈশ শিকারী › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার চেষ্টা।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

এক অর্থহীন সত্যকে আকড়ে ধরে বেঁচে আছি। জীবনে পাওয়া আর না পাওয়ার হিসেবটা মেলাতে গিয়ে দেখলাম যে পাওয়ার খাতাটা শূন্যই রয়ে গেল। আসলে স্বার্থের এই পৃথিবীতে নিস্বার্থ ভাবে কিছুর আশা করাটাই সবচেয়ে বড় পাপ; তবুও স্বার্থের এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার আকূলতার যেন শেষ নেই, ক্ষুদ্র এই জীবনে পরিবার আর কয়েক জন বন্ধু ছাড়া সবায়কেই দেখলাম স্বার্থের কাঙাল হিসেবে।অবশ্য আমি ও সব মানুষের চেয়ে ব্যাতিক্রম না! আমি ও বাঁচতে চাই নিজের জীবনটাকে আপন স্বপ্নের রঙে রাঙিয়ে, কিন্তু স্বপ্ন কে রঙিন করার রঙ-তুলি আর আমার কাছে ধরা দেয়না।এই অতৃপ্ত কামনাকে বুকে নিয়ে তবুও বাঁচতে চাই, শুধুই বাঁচতে চাই, বাঁচতে চাওয়ার এই আকাঙ্খার শেষ কোথায়?
"Give me some Sun-shaine.
Give me some Rain.
Give me another chance wanna growup once again"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.