![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।
অপরিণামদর্শী এক সত্যের মুখো-মুখি হওয়ার ভয়ে আজ দুই বছর চার মাস যাবৎ পালিয়ে বেড়াচ্ছি; কিন্তু এখন সেই সত্যটার সামনে দাড়ানোর সময় এসে গেছে । আজ ভীষন ভয় লাগছে তার সামনে দাড়াতে, দিনটি যত কাছে আসছে ভয়ের মাত্রাও ততোই বাড়ছে । এতটা ভয় লাগতনা; ভয় লাগছে এর ভয়ংকর পরিণামের কথা ভেবে! আমি নিজে ও জানিনা এর পরিণাম কি হতে পারে । আতংকের সীমাহীন এক সমুদ্রে এতদিন সাতার কেটে বেড়িয়েছি, কিন্তু সুখের সমুদ্র-তীরের দেখা আজ ও পেলাম না । "রাত যত গভীর হয়, দিন ততো নিকটে আসে" আমার জীবনের ক্ষেত্রে এই কথাটা সত্যি না; কারন যেদিন আমার জীবন থেকে সুখের সুর্যটা অস্ত গেছে, সেদিন থেকে আজ পর্যন্ত সেই সুর্যটার সোনা-ঝরা ভোর দেখি নাই । আমার জীবনটাতেই কেন এইসব হয়?
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯
নৈশ শিকারী বলেছেন: 1st page a kobe amar likha share hbe?