নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

নৈশ শিকারী

আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নৈশ শিকারী › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫

অপরিণামদর্শী এক সত্যের মুখো-মুখি হওয়ার ভয়ে আজ দুই বছর চার মাস যাবৎ পালিয়ে বেড়াচ্ছি; কিন্তু এখন সেই সত্যটার সামনে দাড়ানোর সময় এসে গেছে । আজ ভীষন ভয় লাগছে তার সামনে দাড়াতে, দিনটি যত কাছে আসছে ভয়ের মাত্রাও ততোই বাড়ছে । এতটা ভয় লাগতনা; ভয় লাগছে এর ভয়ংকর পরিণামের কথা ভেবে! আমি নিজে ও জানিনা এর পরিণাম কি হতে পারে । আতংকের সীমাহীন এক সমুদ্রে এতদিন সাতার কেটে বেড়িয়েছি, কিন্তু সুখের সমুদ্র-তীরের দেখা আজ ও পেলাম না । "রাত যত গভীর হয়, দিন ততো নিকটে আসে" আমার জীবনের ক্ষেত্রে এই কথাটা সত্যি না; কারন যেদিন আমার জীবন থেকে সুখের সুর্যটা অস্ত গেছে, সেদিন থেকে আজ পর্যন্ত সেই সুর্যটার সোনা-ঝরা ভোর দেখি নাই । আমার জীবনটাতেই কেন এইসব হয়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

নৈশ শিকারী বলেছেন: 1st page a kobe amar likha share hbe?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.