নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

নৈশ শিকারী

আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নৈশ শিকারী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার প্রতি অভিমান।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭

ভালোবাসা তোমার তো হাজারো সুখ , তবে কেন প্রতিদানে কারো অন্তর জুড়ে কষ্ট ?

ভালোবাসা তুমি তো মুক্ত , তবে কেন কারো কারো কাছে এক শক্ত বাঁধা ?

ভালোবাসা তুমি তো বিবর্ণ , কিন্তু কেন তোমাকে সবায় ভিন্ন রঙে সাঁজায় ?

ভালোবাসা তুমি তো হাতের নাগালে সবার , কিন্তু কেন তোমার পিছু ছুটে ছুটে ক্লান্ত সবাই ?

ভালোবাসা তুমি তো অজানা অনুভূতি , তবুও কেন সবার হৃদয় জুড়ে তোমার বসবাস ?

ভালবাসা তুমিতো সবার জীবনের সুখের আশ্বাস, তবু কেন তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সর্বনাস ?

ভালোবাসা তুমিতো মৃত্যুঞ্জয়, তবুও কেন তোমায় গলা টিপে আজ হত্যা করতে ইচ্ছে হয়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.