নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

নৈশ শিকারী

আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নৈশ শিকারী › বিস্তারিত পোস্টঃ

উপসংহারহীন জীবনের অসীম আকাঙ্খা।

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

কিছু অনুভূতি কখনো বলে বোঝানো যায় না; কিন্তু খুব ইচ্ছে হয় কাউকে বুঝাতে । কিছু স্বপ্ন কখনো বাস্তব হয়না ; কিন্তু ভাল লাগে সেই স্বপ্ন গুলো দেখতে । কিছু সত্য কখনো চেপে রাখা যায় না ; কিন্তু যে সত্য অন্তরে চাপা দেওয়া হয় তা চোখের জলেই প্রকাশ পায় । মানুষ দুঃখে কাঁদে; আবার কিছু কান্নায় সুখ ও আছে । কাঁদলে দুঃখের পাহাড় ভাঙ্গে ; কিন্তু সবাই হাসি দিয়ে তা ঢাকতে চায় । কিছু ভালোবাসা আছে অব্যক্ত ; কিন্তু হারানোর ভয়ে কেউ ব্যক্ত করতে চায় না । জীবন মূল্যবান ; কিন্তু অনেকেই তার মূল্য দিতে জানে না । এভাবেই সব 'কিছু' আর 'কিন্তুর' সাথে বসবাস করে কাটে আমাদের জীবন। সুখ-দুঃখ, হাসি-কান্নার সাথে যুদ্ধ করতে করতে এক সময় আমাদের জীবনের অবসান হয়ে যায়! জীবন কেন এমন হয়? জীবন কি পারতনা আরেকটু ভিন্ন ভাবে আমাদের সাথে থাকতে ? জীবনটার অর্থই বা আসলে কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.