![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,সাহিত্যের প্রতি ঝোঁক বেশি।প্রতিভা আছে কিনা জানিনা,তবু লিখতে খুব পছন্দ করি,তাই লিখি
প্রথম পোস্ট আমার এবং শুরুতেই রাজনীতি নিয়েই আলাপ করছি।ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।এবার প্রসঙ্গে আসি!!
অনেক বছর যাবৎ আমি বা আমরা এটাই দেখে আসছি।রাজনীতি নিয়ে নানা ধরনের কটুক্তি।বিভিন্ন রকম মত।যেমন,একজন সরকার ক্ষমতায় আছেন,তাকে নিয়ে নানা ধরনের আলোচনা করা হচ্ছে,কিছু উধাহরণ:"এই সরকার কি করল?"এটা কেন করল?"তাকে সরকার বানানোই ভুল ছিল!!"বিরোধীদলীয় নেত্রী আসলে সব ঠিক হয়ে যাবে"।এসব কথায় প্রায় সবাই-ই বলি আমরা,কিন্তু যখন আবার বিরোধীদলীয় নেত্রীকে পাওয়া হয়,তার প্রসংগেও ঠিক একই কথা বলা হয়,এখন আসল কথা হল,ভাই একটা দেশ চালানো এত সহজ না আপনি যেভাবে মনে করছেন,যদি সেভাবেই হত তাহলে যেকেউই দেশ চালানোর ক্ষমতা রাখত।আর যে কেউই দেশ চালাতে পারত।আমাদের দেশে ৭টি বিভাগ প্রত্যেকটি বিভাগের শহর,উপশহর,উপজেলা,জেলা এগুলোর প্রত্যেকটিতে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে তাদেরকে সরকার নিজেই সামলান..এবং আপনিতো নিজে খুব আরামে ঘুমান,কিন্তু একটি দেশেরর দায়িত্ব যার উপরে থাকে তার রাতে ঘুমও আসেনা,একজন চোর যদি কোন এক গোডাউন থেকে ১কেজি চাল চুরি করে,সেরকম হাজার হাজার চোর একই চুরি করতে পারে,তখন সেই চালের মাত্রা দাড়ায় ১০০০কেজি,আর সেই দায়ভার পরে সরকার এর উপর,আর আপনার তাকে সরকারি চুরি বলে ঘোষনা করেন...আপনারা কোন সরকারকেই সাপোর্ট করতে পারছেন না।যদি পারতেন তাহলে আজ আপনাদের সাপোর্ট পেয়ে সরকার দেশকে উন্নত করতে পারত।রাস্তার ধারে বর্জ্য আপনারা ফালান এবং দোষ পরে সরকারের,একটি অপরিচ্ছন্ন দেশ চালাচ্ছেন বলে!!আপনাদেরকে নিজ নিজ দায়িত্বে ভাল হতে হবে,কটুক্তি করা খুব সহজ,কিন্তু একবার মন দিয়ে ভাবুন দেশটাকে ঠিক করার জন্য আপনার সাহায্য কতটা জরুরি??"OPOSITION PARTY"-মানে বিরোধীদলীয় দল নয়,এর মানে হল সাহায্যকারী দল।অর্থাৎ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক সরকারেও দায়িত্ব থাকে দেশের জন্য কাজ করার,কিন্তু আমাদের এই সরকার নিয়ে কটুক্তি করার কারণে আমরা দুই দলের মধ্যেও বিভাদের সৃষ্টি করেছি।দেশটি আমাদের সাহায্য ছাড়া অচল।আমরা যদি না পারি কিছু না করি তাহলে কোন সরকারই দেশকে সুন্দর করতে পারবেনা।আর আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের কোন অধিকার নেই সরকার নিয়ে কটুক্তি করার!!তাই আসুন আগে নিজেকে ঠিক করার চেষ্টা করি...কারন নিজেকে সুন্দর করতে পারলেই আমরা একটি সুন্দর ও সুখি সমাজ গড়ে তুলতে সক্ষম হব...
©somewhere in net ltd.