![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত মনের মানুষ হতে চাই !!!
যখন তোমাকে কেউ চিনতে চায় না - তখন যেচে তাকে চিনাতে যেও না - তাতে হিতে বিপরীত হবে - সমুদ্র শান্ত থাকলে তাকে শান্ত-ই থাকতে দেওয় - !
- নীলাবতী বচন
হিহিহি আজ অনেক দিন পরে ফেইসবুক আইডি খুললাম - একটা স্ট্যাটাস দিলাম- কেউ চিনছে না হয়ত - আমার নিজের কাছেও অচেনা মনে হচ্ছে - সেই ভার্সিটি ভর্তির পর অনিয়মিত হয়ে গেছি - মানুষ ঠিক উচ্ছন্নে যায় স্বাধীনতা পেলে - আমি ঠিক উলটো - ঘড় কুনো হলাম !
সেই ছল ছল পানির মতো বহমান নেই - নেই আর স্রোতধারা কেমন জানি শুকনো পাতার মতো মন্থর হয়ে গেছে জীবন - ! পুরাতন সঙ্গিতের মতো জীবন সাজাচ্ছি - খুব বেশি মেলোডি ! আসলে মেলোডি চিরস্থায়ী - নীল সাদা মেঘের মতো - প্রতিদিন দেখছি কিন্তু খারাপ লাগছে না ! -
মেঘ দরকার মাঝে মাঝে - শুনেছি ঘ্যাংড় ঘ্যাংর ডাক না হলে বর্ষা জমে না - না না শীতের ছোয়া খুব মধুর - শিশিরে ভেজা ঘাস - মেঠো পথ - আর মধ্য দুপুর -
খুব খারাপ না - !
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
টেডি টা সুন্দর
ধন্যবাদ আপনাকে
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
গজ-কচ্ছপ বলেছেন: কেরে তুই, কেরে তুই? ;-)
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:১০
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
বৃষ্টির পর উকিঁ দেওয়া সচ্ছ মেঘ
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
পড়ে ভালো লাগলো। আপনার জীবন হাসি খুশি আনন্দে কাটুক
শুভ কামনা।।