| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
যখন ভীষণ একা থাকি
কেউ থাকেনা আমার পাশে
হাতটি ধরে কেউ বলেনা
"একটু বসো আমার কাছে " ।
কেউ বলেনা , "কি হয়েছে ?
মন কি খুব বেশী খারাপ ?"
কেউ দেখেনা এ চোখেতে
মহাসাগর জল যে আছে ।
হঠাৎ করে তুমি এলে
জানতে চাইলে কেমন আছি ?
অবাক হয়ে ভাবছি আমি
আমি কি স্বপ্ন দেখছি ?
আজকে আমি আবার একা
নিজের দোষে সব হারিয়ে
আয়না আমায় ডেকে বলে
প্রাপ্তিটুকু নে সাজিয়ে ।
হ্যামিল্টন , কানাডা
২২ নভেম্বর , ২০১২ ইং ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে লাবনী----ভালো থাকুন নিরন্তর ![]()
২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
চ।ন্দু বলেছেন: যখন ভীষণ একা থাকি
কেউ থাকেনা আমার পাশে
হাতটি ধরে কেউ বলেনা
"একটু বসো আমার কাছে " ।
কেউ বলেনা , "কি হয়েছে ?-------------এ কথা তো আমারও।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
নীলাঞ্জনানীলা বলেছেন: ইস ! কেউ বলেনা ? জানতে চায়না ? আচ্ছা বলুন কি হয়েছে ? যা-ই হোক না কেন , ভালো থাকুন এটাই চাই--- চান্দু ![]()
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
সুফিয়া বলেছেন: ভালো লাগল কবিতাটি পড়ে। মনের বিশেষ এব অভিব্যক্তি ফুটে উঠেছে। চমৎকার।
Click This Link
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
নীলাঞ্জনানীলা বলেছেন: অভিনন্দন সুফিয়া----নতূন বইয়ের জন্যে---বইটি জনপ্রিয়তা পাক সকলের মনে---শুভকামনা রইলো--- ![]()
৪|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: +
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ![]()
৫|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
ছিরা কবি বলেছেন: sundor++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
নীলাঞ্জনানীলা বলেছেন: এত্তো এত্তো প্লাস !!! অসংখ্য ধন্যবাদ ছিরা কবি ![]()
৬|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
মোঃ কবির হোসেন বলেছেন: বাহ্ অনেক সুন্দরতো। অনেক মজা পেলাম এবং হৃদয় ছুয়ে গেলো। ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
নীলাঞ্জনানীলা বলেছেন: আর এমন সুন্দর মন্তব্যের জন্যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ মোঃ কবির হোসেন ![]()
৭|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এম আই রাজু বলেছেন: এক কথায় ভালো লেগেছে... হয়তো আমার মতো অনেকের মনের কথা এটি..........
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
নীলাঞ্জনানীলা বলেছেন: হুম আমরা সকলেই হারিয়ে গেলেই বুঝি---ভালো থাকুন এম আই রাজু ![]()
৮|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মুনসী১৬১২ বলেছেন: ++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ মুনসী ১৬১২ ![]()
৯|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: এক কথায় দারুণ।
কবিতা খুব একটা পড়া হয়না, তারপরেও এটা পড়ে মজা পেলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
নীলাঞ্জনানীলা বলেছেন: জেনে খুশী হলাম যে লেখাটি ভালো লেগেছে---ধন্যবাদ আব্দুল্লাহ সিদ্দিকী ![]()
১০|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
শাহজাহান মুনির বলেছেন:
আজকে আমি আবার একা
নিজের দোষে সব হারিয়ে
আয়না আমায় ডেকে বলে
প্রাপ্তিটুকু নে সাজিয়ে ।
ভাল লাগল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
নীলাঞ্জনানীলা বলেছেন: "যা পেয়েছি , সেসবই তো আমার----যা নেই তা তো আমার ছিলোই না----" এই কথাটি তো চিরন্তন---ধন্যবাদ শাহজাহান মুনির ![]()
১১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
সায়েম মুন বলেছেন:
আয়না আমায় ডেকে বলে
প্রাপ্তিটুকু নে সাজিয়ে ।
---সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সায়েম মুন ![]()
১২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
shfikul বলেছেন: +++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
নীলাঞ্জনানীলা বলেছেন: Shfikul প্লাসের জন্যে ধন্যবাদ----ভালো থাকুন ![]()
১৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
নীলাঞ্জনানীলা বলেছেন: বাব্বাহ দারুণ নিক তো ! এতো প্লাসের জন্যে ধন্যবাদ আপনাকে কান্ডারী অথর্ব ![]()
১৪|
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
অদ্ভুত_আমি বলেছেন: আপু,
আমি কবিতা খুব একটা বুঝি না, তাই সাধারণত কবিতা পরি না, কিন্তু কবিতা গুলি পড়ে আপনার কবিতার ভক্ত বনে গেলাম ।
অনুসারিত
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
নীলাঞ্জনানীলা বলেছেন: ভাইয়া খুব ভালো লাগলো--চেষ্টা করি খুব সহজ ভাষায় লিখতে---কঠিন লেখা আমি পারিনা---ভালো থেকো ভাইয়া---
নিক-এর নামটা আসলেই অদ্ভূত---অদ্ভূত_আমি ![]()
১৫|
০৩ রা মে, ২০১৫ সকাল ১০:৩০
গালীব পাশা বলেছেন: ডাকলেই পারিস আমাকে তুই
আসবো আমি তোর কাছে
এঞ্জা করে ধরে না হয়
বসবো আমি তোর পাশে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
লাবনী আক্তার বলেছেন: কবিতায় ভালো লাগা রইল