| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
বেশ কিছুদিন থেকে আমি ব্লগে আসার চেষ্টা করতে গিয়ে দেখি কিছুতেই আসতে পারছিনা । বারবার একই কথা লেখা আসছে "সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছে।" গুগলে একটা লিঙ্ক খুঁজতে গিয়ে দেখি সামহোয়্যারইন ব্লগে সেটা আছে । ক্লিক করেই দেখি বেশ সুন্দর ভাবে আসতে পারলাম । তবে মজার ব্যাপার হলো , আমার লেখা সব পোষ্টগুলো একসাথে দেখতে পারছিনা , আর আমার ঘরে গিয়ে নতূন লেখা পোষ্ট করতে পারবো , কিন্তু পুরোনো সব লেখা একসাথে দেখা যাচ্ছেনা । আমি গত মাস থেকে একটা ধারাবাহিক লেখা লিখছি আর তার দুটো ভাগ এখানে পোষ্টও করেছি । আর সেটা এখনকার পরিস্থিতি নিয়ে । কিন্তু এই লেখাটির পরেও আমি আমার ব্লগের ঘরে যেতে পারছিনা । সত্যি বলতে কি আমি লিখি আমার মনের সহজ-সরল ভাবনা । কিছু জিজ্ঞাসা থাকে , সেসবের উত্তর জানার ইচ্ছে থেকেই লিখে যাই । আমি পেশাদার লেখিকা নই । আমার সাথে যা করা হচ্ছে , তাতে কষ্ট হচ্ছে । আর অনেক ব্যস্ততার মধ্যে মাঝে-মধ্যে একটু-আধটু লিখি আর সেসব সবার মাঝে ছড়িয়ে দেই , যাতে জ্ঞানার্জন করতে পারি । যাক আর কিছু বলার নেই । তবে ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ এভাবে বাক্ স্বাধীনতায় বাধা না দিতে । আমি এমন কোনো সাম্প্রদায়িক আলোচনা তুলে ধরিনি , বরং যা হচ্ছে তা নিয়েই আমার জিজ্ঞাসা । যাক আর কিছু বলার নেই । আমি একটা লিঙ্ক দিচ্ছি , সেটা আমার ব্লগের লিঙ্ক । সেটা দেখলেই আরোও সহজে বুঝবেন সকলে আমি কি বলতে চেয়েছি । সকল নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক মনের ব্লগারদের যারা মানবতাকেই তাদের একমাত্র ধর্ম বলে পরিচয় দিয়েছে তাদের সকলকে আমার শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর ।
Click This Link
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৯
নীলাঞ্জনানীলা বলেছেন: অনেক দেরী হয়ে গেলো প্রতি মন্তব্য দিতে । আসলে অনেক ব্যস্ততা যাচ্ছে । তবে সত্যিই মনটা ভালো হয়ে গেছে ।
ভালো থাকুন নিরন্তর কামাল
২|
০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি এটা গত দুই তিন দিনের ঘটনা হয়ে থাকে তবে সামুর সার্ভার এর সমস্যা জনিত কারনেই হয়েছে। আমার জানা মতে অনেকেরই এই সমস্যা হয়েছে এবং পরে ঠিক হয়ে গেছে। সামু তার সার্ভারের রক্ষনাবেক্ষনের জন্য কিছুদিন বন্ধ রেখেছিল। তার পর যখন চালু করে তখন অনেকেই তার ব্লগে ঢুকতে পারেনি। এখন হয়ত সেই সমস্যা নেই। তবে আপনার ঘটনা আমি ঠিক বুঝতে পারেনি। তবে মন খারাপ করবেন না। আপনি আপনার মত লেখা চালিয়ে যান। আপনি খুব ভাল লেখেন। আশা করি আরও সুন্দর সুন্দর লেখা আপনার কাছ হতে পাব।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৩৩
নীলাঞ্জনানীলা বলেছেন: দুঃখ জ্ঞাপন করছি এতোটা দেরীতে প্রতি মন্তব্যের জন্যে । এখন তো সবই দেখতে পারছি , পড়তে-লিখতেও পারছি । আসলেই মনে হয় সামুর সার্ভার জনিত সমস্যা ছিলো ।
মন খারাপ করা সময়টায় এমন মন্তব্য পেয়ে সত্যি মনটা ভরে গেলো । হুম আশা করি আবার লিখতে পারবো ।
অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন ![]()
৩|
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৮
মায়াবী ছায়া বলেছেন: আমি তিন দিন পর কাল থেকে সামু তে ঢুকতে পাচ্ছি । মাঝে মাঝেই এমনটা হয় যা খুবই বিরক্তিকর ।
ভালো থাকুন ।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৯
নীলাঞ্জনানীলা বলেছেন: ওহ তাই নাকি ? আসলে এমন অবস্থায় আগে পড়িনি ।
খুব সুন্দর আপনার নিক নামটি । আমার খুব প্রিয় বন্ধু আমাকে মায়াবী নীল নাম দিয়েছিলো । ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৫
এম এম কামাল ৭৭ বলেছেন: মন খারাপ করেন না। আপনি লিখা চালিয়ে যান।
তবে আপনার আপনার মন ভাল করার মত কিছু ছিল, দেখেন তো মনটা একটু অন্য রকম হয় কিনা! এখানে আপনি ছিলেন।ব্লগারদের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হতো !!.........(ছবি ব্লগ)