![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রিয় নতুন স্বভাব জন্ম লয়
শুণ্যরেখায় বহমান চিন্ময় তরুণ হৃদয়
আমার খোদা ও ধ্বংসের কোনও ব্যাখ্যা নেই।
দুর্বল কবুতর পাখা মেলার দায়ে বন্দি যেমন হয়,
তেমনি নিঃশব্দে ক্ষত হই।
আমি জানি-
তোমাদেরও আছে শব্দ ও কারাগার গ্রন্থ,
তাতে হাতির পায়ের মত বিধ্বংসী পদে হেঁটে যাই
শুধু মানুষের জন্য।
হ্যা! আমি জানি-
আমি কখনও মানুষ ছিলাম না; মানুষের মত,
একটি পদ্ম ও জলের সম্বন্ধ
ততটুকু দুরত্বে নির্দম্ভ; এবং বিক্ষত।
এভাবে ক্ষয়ে-ক্ষয়ে মিলিয়ে যাই
সন্ধ্যা তারার মত মধ্যরাতে, একদিন।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।