![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের জাতীয় পতাকার অনবদ্য ব্রান্ডিং ট্রেডিশন চালু হয়েছে। 'জাতীয়তাবাদ' শব্দটির যাচ্ছেতাই ফায়দা লুটছে নিঃশব্দে। এই চেতনাকে পুঁজি করে দেশের পতাকাকে নিজ নিজ পণ্যের ব্রান্ডিং এ ব্যবহার করছেন রীতিমত নানাপ্রকার সুসজ্জিত এডের মাধ্যমে, দেশের অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠান। এ কোন প্রকারের অসভ্য সুবিধাবাদী-জাতীয়তাবাদ?? আমাকে একটু বোঝাবেন??
২| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সুবিধাবাদিরা সবকিছুতেই সুবিধা খোঁজে। হোক যে ধর্মীয় চেতনা ব্যবহার করে কিংবা জাতীয়তাবাদ চেতনা ব্যবহার। "যারা সুবিধাবাদি তারা নয় ধর্ম বা দেশ দরদী।"
৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা কি সৃজনশীল প্রশ্ন ছিল? একটু ঝাইড়া কাশেন?
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪
আখেনাটেন বলেছেন: ব্লগের লেখাগুলোও ফেসবুকের হাউকাউ পোস্টের মতো হলে বিরক্তির উদ্রেক করে।

কীভাবে ফায়দা লুটছে? কেমন করে লুটছে? এগুলো একটু বিস্তারিত লিখলে পাঠক হিসেবে আমরাও জাতীয়তাবাদের গহীন অরণ্যে ঢুকে দেখতুম, আসলেই ঘটনাটা কী?
টপিকটা ভালো ছিল ব্লগার নীলকান্ত দা। কিন্তু অল্প লেখাটুকু পড়ে মনে হচ্ছে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে এনে বলছেন, 'এবার নিজে রেঁধে খাও'।