নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলু

i am a very hopeful man.. i lead a normal life like others. i like work..basically i want to live in my work

নিলু › বিস্তারিত পোস্টঃ

টক সো না প্যাঁচাল না ক্যাচাল

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

আমরা এখন বোধ হয় সকল ক্ষেত্রে শুধু প্যচালিই পাড়ছি । যেমন টক শো , লেখায় , বক্তব্যে বা রাজনীতির মাঠে বা অনেক ক্ষেত্রেই মনে হয় । সকল ইস্যুতেই সমালোচনা করছি এই প্যাঁচালে । মনে হচ্ছে যারা যা কিছু করছে ,তার বাতারা সবই ভুল করছে । এবং দেখবেন শুধু মন্দ দিকগুলি নিয়ে প্যাঁচাল । কিন্তু তার বা তাদের বা সমাজের ভালো দিকগুলি নিয়ে কোণও প্যাঁচাল নেই । তাহলে কি তারাই ভালো বুঝে ? তাহলে যদি আমি প্রশ্ন করি বা সকলেরই করা উচিত বোধ হয় । তাদের বা আমাদের কর্মজীবনে আমরা সমাজের জন্য কতটুকু কাজ করতে পেরেছি । তার মূল্যায়ন করা বা আমাদের নিজেদেরও ভাবা দরকার বলে মনে হয় । আবার দেখবেন এই সমস্থ প্যাঁচালে যারা আসে বা অংশগ্রহণ করেন । তারা বেশীর ভাগই বয়বিদ্ধ । তাদের মধ্যে এযুগের যুবক বা যারা ভুক্তভোগী তাদের দেখা যায়না । আবার খেয়াল করে দেখবেন কখনো কখনো , কোনও কোনও আয়োজক / প্রযোজক আলোচকদের দুজনের তর্কের মধ্যে মুচকি হাসে । যতদুর জানি অনেকেই যুক্তি তর্কের টক সো তে আসে । তাদের অনেকেই অঢেল সম্পদের মালিক কিংবা অবসর জীবন যাপন করেন কিংবা সমাজে আর গ্রহণযোগ্যতা নেই কিংবা বাড়ীতে বসে বসে সময় কাটে না বা আবার কোনও ধান্দা করা যায় কিনা সহ নানা মতলব বাজ বলে জানা যায় । আবার শোনা যায় এইসকল টক সোতে অংশগ্রহণের জন্য কিছু কিছু চ্যানেলকে তারা অনেকেই তদবির করে নানাভাবে । যাতে তাকে বা তাদের তর্কের বা আলোচনার অনুষ্ঠানে ডাকা হয় ।অথচ তাদের অনেকেই অতিত কর্ম জীবনে সমাজর উন্নয়নে কোনও অবদানই রাখেনি । শুধু রাষ্ট্রের কাছ থেকে বা জনগনের কাছ থেকে সকল সুবিধাই নিয়েছে সারাজীবন । অথচ আজ তাদের অনেকেই মনে করেন বোধ হয় , যে তারাই দেশের বুদ্ধিজীবী বনে গেছেন কিংবা সব জান্তা কিংবা বিজ্ঞ কিংবা এক্সপার্ট । তাই যদি তারাই বা আমরাই মনে করি যে তারাই বা আমরাই ভালো পারি বা ভালো বুঝি । তাহলে যে হারে আমাদের সমাজে বক্তা বা আলোচক সৃষ্টি হয়েছে ঘরে ঘরে । তাতে যার যার বাড়ীর পার্শে বা এলাকায় ভালো কাজের দৃষ্টান্ত রাখলে বা রাখতে পারলে । আমাদের দেশের / সমাজ উন্নয়ন হয়ে যেতো অনেক আগেই বোধ হয় । কিংবা আমরা এতো দিনে সোনার দেশ গড়ে তুলতে পারতাম । খেয়াল করে দেখবেন কখনো কখনো তর্কের মাঝে আলোচকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে তাই কেউ কেউ উত্তেজিত হয়ে উঠে বা উঠতে চায় । সুতরাং আমি মনে করি দেশে এখন প্যাঁচালে প্যাঁচালে ক্যাচাল বেঁধে যাচ্ছে বা যাবে । তাই একদিন আমাদের আলোচনার মধ্যে যুক্তি উঠেছিলো যে , তাদের মধ্যে কাউকে যদি দেশের ছোট একটি এলাকাতে সৎ / নির্ভীক / নিরেপেক্ষ শাসক হিসাবে দায়িত্ত পালনের জন্য বলা হয় । তাহলে নিচ্চিত করেই বলা যায় তারা অনেকেই ব্যর্থ হবেন । তাই আমরা চাই কথা কম, কাজ বেশী এবং সমাজের সার্বিক উন্নয়ন । সেই সাথে আমদের মনে হয় এ সমস্থ প্যাচাল বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.