![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ভালো শিক্ষক বলতে কাকে বুঝাবও । এই বিষয়েই আলোচনা করতে চাই । আমাদের দেশে শিক্ষার অনেক স্তর যেমন বিশ্ববিদ্যালয় , কলেজ , হাই স্কুল , দাখিল মাদ্রাসা , প্রাথমিক বিদ্যালয় , কেজি স্কুল , ও লেভেল সহ নানা নামে চলছে শিক্ষা ব্যাবস্থা । যেখানেই লেখাপড়া হউক সেখানেই এক কথা বলা হয় ভালো শিক্ষক দ্বারা পরিচালিত হয় । তাহলে ভালো শিক্ষক কারা , কি তাদের যোগ্যতা এবং কোন আলোকে তাদের নির্বাচন করা হয় । একটি কথা বলে যাই তাহলো আমরা যখন ছাত্র ছিলাম তখন অনেক শিক্ষকের ছদ্মনাম নাম রাখতাম । সেটা নির্ধারণ করতাম তার চলাফেরা /আচার আচরন / কথা বার্তার ধরন দেখে । যাকগে সে কথা এখন আসি কারা ভালো শিক্ষক ? যদি একজন শিক্ষকের শিক্ষা জীবনে অল ফার্স্ট ক্লাস কিন্তু তিনি শ্রেণী কক্ষে ভালো পাঠদান করতে পারেনা কিংবা তিনি শ্রেণী কক্ষে তার পাঠদানের সময় শিক্ষার্থীরা ভয়ে তটস্থ থাকে কিংবা তার পাঠদান ভালো লাগে না কিংবা শ্রেণী কক্ষে তার বচন ভঙ্গী সুন্দর নয় তাই শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে মনোযোগী হতে পারেনা পাঠদানে । তিনি হাতে চক / ডাস্টারের ধূলা লাগবে বলে কম ব্যাবহার করে থাকেন ব্লাকবোর্ড । আবার তিনি প্রায় সময় ধমকের শুরে কথা বলেন কিংবা অমনোযোগী শিক্ষার্থীদের সবসময় তিরস্কার করেন শুধু । তাহলে সে কি ভালো শিক্ষক হতে পারে ? অন্যদিকে অন্য একজন শিক্ষক তার শিক্ষা জীবনে ২/১ টি সেকেন্ড ডিভিশন , ২/১ টিতে তৃতীয় বিভাগ আছে কিন্তু শ্রেণী কক্ষে তার পাঠদানে রয়েছে নাটকীয়তা , রয়েছে ঘুরে ঘুরে শ্রেণী কক্ষে সকল অমনোযোগী শিক্ষার্থীর মনোযোগ আকর্ষিত করার অভ্যাস ।এমনকি ব্যাক বেঞ্চারকে উৎসাহিত করেন নানাভাবে । তিনি শ্রেণী কক্ষে ব্লাকবোর্ড ব্যাবহার করেন চক ডাস্টার দিয়ে এবং ছবি অংকন করেও শিক্ষা দেন হাতে কলমে । তিনি শ্রেণী কক্ষে পাঠদান করার সময় মাঝে মাঝে রসিকতাও করেন শিক্ষার্থীদের সাথে এমনকি পঢ়ার মাঝে মাঝে প্রশ্ন / উত্তর মালাতেও মনোযোগী করে তোলেন শিক্ষার্থীদের । তার কথাবার্তা , চলন / বলন ভঙ্গী সুন্সুধুওনেক সময় একে অপরের সাথে মতবিনিময় করে শ্রেণী কক্ষে পাঠদানের সময় । এমনকি বাড়ীর কাজ না আনলেও শিক্ষার্থীকে তার কারন জানতে চাচ্ছে বিনয়ের সাথে । তাহলে তিনি একজন ভালো শিক্ষক নিঃসন্দেহে । কিন্তু আমাদের শিক্ষা ব্যাবস্থাপনায় যারা জড়িত তারা শুধু ভালো শিক্ষক নিয়োগের জন্য করছে নানা নীতি ।কিছুদিন আগে বলেছিলও শিক্ষক হতে হলে , এন টি আর ছি সনদ নিতে হবে আবার এখন করতে যাচ্ছে শিক্ষক নিয়োগ কমিশন । এসবের মধ্যে কি ভালো শিক্ষক পাওয়া যাবে ? এর উত্তরের জন্য পাঠকদের কাছে ছেড়ে দিলাম মতামত দেওয়ার জন্য সবিনয়ে ।
©somewhere in net ltd.