![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেন্নাই পৌঁছে উঠেছিলাম ওয়েস্ট ফেচ নামক হোটেলে । বিকালে কিছু কিছু তথ্য জেনে গেলাম চেন্নাই শহরের । তা হোলও শহরটি সমুদ্রের তীরে অবস্থিত । অ্যাপোলো হাসপাতালে গেলাম । হাসপাতালটি নুতন হয়েছে । দেশী / বিদেশী চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে । চেন্নাইয়ের আবাহাওয়া প্রায় সময়ই গরম থাকে । তবে রাতে হাল্কা ঠাণ্ডা থাকে । কিন্তু ঝড় / বৃষ্টিও হয় । বলতে গেলে এক ঋতুর দেশ ।সকালে বের হলাম শহর দেখতে । এখানকার মানুষের শিক্ষার হার ৮০ ভাগ । ৮০ / ৮৫ ভাগ মানুস হিন্দু / ক্রিসঠান বাস করে । বাকী ১৫ / ২০ ভাগ মুসলিম বাস করে । মানুষের আয় ভালো । অভাব কম । মানুস জন খুব সৎ । আইন / শৃঙ্খলা ভালো । পুলিশের লোকজন খুব একটা দেখা যায় না । শহরে যানজট খুবই কম । পরিস্কার শহর । দিনভর ঘুরলাম পোঁনডই বাজার , টি নগর , আন্না শালাই রোড , মাউন্ট রোড , টেম্পালেট রোড । বিকালে গেলাম মেরিন সী বীচ দেখতে । সী বীচে যেতে প্রায় ১০০০ ফিট বালু চরে হাঁটতে হয় । যা বেশ কষ্ট দায়ক । তবে সী বীচের তেমন কোনও উন্নয়ন করা হয়নি । কারন হিসাবে জানা গেলো প্রায়শই জলস্রাস হয় এবং পানিতে তলিয়ে যায় । পরের দিন গেলাম চেন্নাই রেল স্টেশনে । ষ্টেশনটি বেশ ব্যাস্ত ও বড় । তারপর গেলাম চেন্নাই সরকারী মিউজিয়ামে । যা শহরের মধ্যেই অবস্থিত । বেশ সুন্দর এলাকা এবং অনেক বড় । রয়েছে রাজার আমলের নানা সৃতি । আছে নানা নিদর্শন / সুন্দর স্থাপনা । আছে নাম না জানা অনেক গাছ । আছে একটি বড় লাইব্রেরী । তারপর দিন গেলাম শহর থেকে প্রায় ২০ / ২৫ কিলোমিটার দূরে অবস্থিত পউরি এলাকার শ্রী রামচন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ দেখতে । কলেজটির ক্যাম্পাস প্রায় ৫০০ / ৬০০ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে । খুবই সুন্দর ভিতরটা এবং পরিষ্কার / পরিচ্ছন্ন । বর্তমানে সেটি পোষ্ট গ্র্যাজুয়েট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার । অনেক পুরাতন হাসপাতাল । আমার খুব পছন্দ হয়েছে । সন্ধ্যার পর ফিরে এলাম হোটেলে । ১৫ ফেব্রু ১৬ তারিখে সন্ধ্যায় যাবো সার্কাস দেখতে । শুনলাম কেরালার সার্কাস । সার্কাসটির নাম জামবো সার্কাস । আমি , পিনটু মামা ও আব্বাস একত্রে দেখলাম । রাত ১০ টার দিকে হোটেলে ফিরে এলাম । ফ এসেই কাল কলিকাতা ফিরে যাওয়ার জন্য বিমানের টিকেট কনফার্ম করে ফেললাম । ১৬ ফেব্রু ১৬ সকাল ১১ ৩৫ এ ফ্লাইট । ইনডিগো নামের এয়ার লাইন্সে । চলমান -৫
©somewhere in net ltd.