নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

দূর গগনে

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

দূর গগনে

- যাযাবর জীবন



যদি হারিয়ে যাই গোপন কোনো জায়গায়

যেথায় খুঁজে পাবে না কেও আমায়

শুধুই স্মৃতি হয়ে রব হয়তো

কারো মনের সোনালী ভাবনায়;

যদি হারিয়ে যাই সন্ধ্যের ধোঁয়া ধোঁয়া ধুসর কুয়াশায়

পথ খুঁজে খুঁজে হারিয়ে যেতে পথের ধুলোয়

হয়তো শুধুই রয়ে যাব

কিছু মানুষের স্মৃতির ভাবনায়;

কিংবা যদি জলে ভেসে ভেসে অনেক দূরে চলে যাই কোথাও

যেথায় দহনের জ্বালাগুলো সাগরের লোনা জল কুড়ে কুড়ে খায়

ভালোবাসাগুলো কি ঢেউ জাগাবে তোলপাড়ে

না পাওয়ার বেদনায়?



পোকা মাকড়ের বাস যখন দেহের ভেতর কিংবা মনে

ব্যাকটেরিয়া আর ভাইরাসের কিংবা ভালোবাসার দহনে

কুড়ে কুড়ে খায় দেহ মন আর হৃদয়

তখন হারিয়ে যেতে ইচ্ছে করে অন্য কোথাও, অন্য ভুবনে

ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।



একদিন হয়তো ধুসর রং ধরবে ওয়াটার কালারের আঁকা ছবিগুলোতে

একদিন হয়তো ধুলো জমবে মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাতে

একদিন হয়তো স্মৃতিগুলো ঢাকা পড়ে যাবে বিস্মৃতির অতলেতে

একদিন হয়তো সূর্য ঢেকে রবে ঘন মেঘের অন্ধকারে

একদিন হয়তো আমিও চলে যাব ভুবনের ওপারে

ইচ্ছে হয় না যেতে তবু মানুষ হারিয়ে যায়

ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।







মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

মাক্স বলেছেন: সুন্দর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.