নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

বিবেকে শৈত্য প্রবাহের অনুভব

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

বিবেকে শৈত্য প্রবাহের অনুভব

- যাযাবর জীবন



মনে করে নাও তোমরা লেপের তলায় শুয়ে আছ

প্রিয়জনের ওম বুকে ধরে

শরীরটারে আরেকটু গরম করে;

এবার ওদিক তাকাও -

দেখো বাইরে শৈত্য প্রবাহ চলে

উলঙ্গ তুমি শুয়ে আছ ছাঁদের পরে

সত্যি না হলেও একবার ভাব অনুভবে

শুধুই একবার।



না হয় একবারের জন্য হলেও ঘুরে এসো রাজপথ ধরে

না হয় আজকের একটু বেশী খাওয়াটুকু হজম করে দিতে

বের হয়ে এসো হিটারের ওম দেওয়া ঘর থেকে

তবেই বুঝবে শীত কাকে বলে

হাড় কাঁপানো...............



না হয় গায়ে ভারি উলের সুয়েটার জড়িয়ে

তার ওপর মোটা জ্যাকেট একটা পড়ে নিও

হাতে পায়ে মোটা উলের মোজা

না হয় কানটাও ভালুক চামড়ার কান-টুপিতে ঢাকা থাক

গরম উলেন অন্তর্বাসের ওপরে

মোটা জিন্সের প্যান্টটাও না হয় পড়ে নিও

তবুও অনুরোধ

আজ এই শৈত্য প্রবাহের রাতে

একবার হেঁটে এসো রাজপথ ধরে

তবেই বুঝবে শীত কাকে বলে

হাড় কাঁপানো.....................



আমি একদিন এভাবেই হেঁটে গিয়েছিলেম কোন এক গলি পথ ধরে

এমনই এক শৈত্য প্রবাহের রাতে খুব প্রয়োজনে

থমকে দাঁড়িয়ে পড়েছিলাম খুব হঠাৎ করেই

রাস্তার পাশের মানুষগুলোর হাড় কাঁপা হি হি দাঁত ঘষা শব্দে

বিবেকের চাবুক যেন ফিরিয়ে এনেছিল আমায় মর্তে

চোরের মতন মুখ লুকিয়ে পালিয়ে এসেছিলেম কেন জানি

আগাপাছতলা গরম উলের জামা গায়ে দিয়ে

মুখটা লজ্জায় ঢেকে ফেলেছিলেম মাফলারে আমি............



মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.