নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

জীবন

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

জীবন

- যাযাবর জীবন



জীবন থেমে থাকে না কারো জন্য

থমকে যায় জীবন হয়তো কিছু সময়ের জন্য

খুব প্রিয়জনকে হারিয়ে

বেদনার লাল রঙ মাড়িয়ে

হয়তো খুঁড়িয়ে চলতে হয়ে কিছুদূর পথ একা একা

তারপর আবার জীবন চলে জীবনের মত করে ছকে আঁকা

আগের সেই আনন্দ সুর হয়তো বাজে না

হয়তো বেজে যায় করুণ সানাইয়ের কান্নার ধ্বনি

আগের সেই ছন্দবদ্ধ লয় হয়তো থাকে না

ধিমা লয়ে ছন্দপতন বারে বারে কান পেতে শুনি

তবুও জীবন বয়ে চলে বাস্তবতার পঙ্কিল কর্দমাক্ত পথ ধরে

জীবন কেটে যায় ক্যাকটাসের কাঁটা ঘেরা পথ বেয়ে

জীবনটা আসলে এমনই

থেমে থাকে না কারো জন্য

শুধু খুঁড়িয়ে চলা জীবন যুদ্ধে।







মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: ঠিক তাই


যাযাবর জীবন কখনও কিছুতেই থেমে যায় না .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.