নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

কালের অন্তরালে প্রতীক্ষার প্রহর

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

কালের অন্তরালে প্রতীক্ষার প্রহর



- যাযাবর জীবন







অনেক বেশী করতে চেয়েছিলি ঘৃণা



পারলি কি?



নাকি দহনের যাতনায় পুড়ে মরছিস আজকাল



জানা হলো না।







অনেক ভালোবেসেছিলাম তোকে



বুঝেছিলি কি?



নাকি অভিমানের উত্তাল সাগরে এখনো হাল ধরে আছিস



জানা হবে না।







যান্ত্রিক জীবন অসহনীয় লাগে কেমন জানি



সভ্যতার বড়াই একটা ভাব



তার চেয়ে নদী আমার অনেক আপন মনে হয়



যদিও সর্বস্ব কেড়ে নেয় ঠিক তোরই মতন।







ল্যাম্পপোস্টের আলো বড্ড চোখে লাগে আজকাল



বড্ড তীব্র মনে হয়ে



তার চেয়ে জ্যোৎস্নার কোমল আলো অনেক আপন করে নেয়



ঠিক আমার স্বপ্নের মতন।







ঘড়ি পড়া ছেড়ে দিয়েছি অনেক কাল হয়ে গেছে



সেকেন্ডের কাঁটাটাও এখন নিশ্চুপ হয়ে গেছে ব্যাটারির অভাবে



তবুও জীবন কাঁটার ঘূর্ণন থামে নি আমার



চলছে দম না দেওয়া ঘড়ির মতন, ধুঁকে ধুঁকে;



এখন আর দিন ক্ষণ সময়ের পরোয়া নেই কোনো



তোর ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি না আর



পোড়ায় না চোখ এখন আর তৃষ্ণায়, তোকে দেখার আশায়



শুকিয়ে গেছে আজ হৃদয়ের সকল জলাধার।







প্রতীক্ষার সীমারেখা পার করে দিয়েছিস অনেক আগেই



কালের অন্তরালে হারিয়ে গিয়েছে অপেক্ষার প্রহরগুলো



অনেক যাতনায় সয়ে গিয়েছিলেম অনেক মোহ নিয়ে



বাস্তবতার নিষ্ঠুর হাল ধরতেই হয় কোন একটা সময়ে



ডুবে যাবার হাত থেকে বাঁচানোর জন্য অনেকগুলো জীবনকে



অথৈ সাগরে ভেসে যাওয়ার আগেই দরিয়ার নাবিককে।



- যাযাবর জীবন







অনেক বেশী করতে চেয়েছিলি ঘৃণা



পারলি কি?



নাকি দহনের যাতনায় পুড়ে মরছিস আজকাল



জানা হলো না।







অনেক ভালোবেসেছিলাম তোকে



বুঝেছিলি কি?



নাকি অভিমানের উত্তাল সাগরে এখনো হাল ধরে আছিস



জানা হবে না।







যান্ত্রিক জীবন অসহনীয় লাগে কেমন জানি



সভ্যতার বড়াই একটা ভাব



তার চেয়ে নদী আমার অনেক আপন মনে হয়



যদিও সর্বস্ব কেড়ে নেয় ঠিক তোরই মতন।







ল্যাম্পপোস্টের আলো বড্ড চোখে লাগে আজকাল



বড্ড তীব্র মনে হয়ে



তার চেয়ে জ্যোৎস্নার কোমল আলো অনেক আপন করে নেয়



ঠিক আমার স্বপ্নের মতন।







ঘড়ি পড়া ছেড়ে দিয়েছি অনেক কাল হয়ে গেছে



সেকেন্ডের কাঁটাটাও এখন নিশ্চুপ হয়ে গেছে ব্যাটারির অভাবে



তবুও জীবন কাঁটার ঘূর্ণন থামে নি আমার



চলছে দম না দেওয়া ঘড়ির মতন, ধুঁকে ধুঁকে;



এখন আর দিন ক্ষণ সময়ের পরোয়া নেই কোনো



তোর ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি না আর



পোড়ায় না চোখ এখন আর তৃষ্ণায়, তোকে দেখার আশায়



শুকিয়ে গেছে আজ হৃদয়ের সকল জলাধার।







প্রতীক্ষার সীমারেখা পার করে দিয়েছিস অনেক আগেই



কালের অন্তরালে হারিয়ে গিয়েছে অপেক্ষার প্রহরগুলো



অনেক যাতনায় সয়ে গিয়েছিলেম অনেক মোহ নিয়ে



বাস্তবতার নিষ্ঠুর হাল ধরতেই হয় কোন একটা সময়ে



ডুবে যাবার হাত থেকে বাঁচানোর জন্য অনেকগুলো জীবনকে



অথৈ সাগরে ভেসে যাওয়ার আগেই দরিয়ার নাবিককে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

স্বপ্নবাজ শয়ন বলেছেন: একটু বেশি আধুনিক টাইপ ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

বৃষ্টিধারা বলেছেন: এত গ্যাপ দিলেন কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.