নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

নস্টালজিয়া



- যাযাবর জীবন







সারাটা সকাল তোর অপেক্ষায়



তন্দ্রা ভাঙ্গা ভোর



ক্ষণে ক্ষণে জাগরণ রাতের প্রহর



এপাশ ওপাশ আচ্ছন্ন স্বপ্নে বিভোর



কাটিয়েছি অনুক্ষণ প্রতীক্ষার প্রহর



তোর পদধ্বনি শুনব বলে



তাকিয়ে আছি দোর গোরে।







বিষণ্ণ দুপুর তোর অপেক্ষায়



সূর্য আড়াল কুয়াশার ধোঁয়ায়



মেঘের আনাগোনা মনের ভেলায়



অস্থির দুপুর একা কেটে যায়



প্রতীক্ষার দুপুর মুহূর্তে কাটে



সূর্য হেলে যায় পশ্চিম আকাশে



ক্ষরণের লালে রাঙা লাল হয়ে



ফেরা হয় না তোর আমার দোরে।







সন্ধ্যে গড়ায় তোর অপেক্ষায়



কুয়াশার চাদরে চারিদিক অন্ধকার



এখানে ওখানে ব্যস্ততা বাড়ি ফেরার



প্রহর আমার কাটে একলা



ইতিউতি চারিদিক চেয়ে



ঘন কুয়াশায় মন থাকে ছেয়ে



তাড়া নেই আমার কোনো বাড়ি ফেরার



প্রতীক্ষায় চেয়ে নেই কেও আমার ঘরে।







বড্ড কেমন জানি হয়ে গেছে আমাদের সম্পর্ক



তোর আর আমার



ঠিক ওই ছেঁড়া ছেঁড়া মেঘের মত



ধোঁয়া ধোঁয়া ধুসর কুয়াশার মত



বালিয়াড়িতে চিকচিকে মরীচিকার মত



এখন কেমন যেন থমকে গেছে আমার সময়



জানি না তোর মনে আছে নাকি কোনো প্রণয়



আমার জন্য এতটুকু



সেই আগের মত



তোর মনের ঘরে।







ইদানীং বড্ড নস্টালজিয়া ভর করে



মনের অনেক অনেক গভীরে



প্রতীক্ষার প্রহর গুনে



সেই সব দিনগুলোর কথা মনে করে



মাঝে মাঝে কেমন যেন মনের মাঝে



পাগল পাগল ছন্নছাড়া



তীব্র দাবদাহে তোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে



পেতে ইচ্ছে করে



এক পশলা বৃষ্টির শান্তির ধারা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

আশিক মাসুম বলেছেন: 100% pure !!..... Good one, :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.