নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

আবার দেখা হয়েছিল কোন একদিন

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

আবার দেখা হয়েছিল কোন একদিন

- যাযাবর জীবন





কোন একদিন, সেই অনেক অনেককাল আগের কথা

মনে আছে এখনো

তুই ধীর পায়ে হেঁটে হেঁটে দাঁড়ালি আমার সামনে এসে

ইতস্তত, ক্লান্ত, একটু বিধ্বস্ত যেন মনে হলো

তবুও আমার আঙিনা সৌরভে ভরে গেল

মাতাল করা অন্যভূবনের সুর জেগে উঠলো মনে

আমি মনে মনে প্রমাদ গুনলাম, তোকে দেখে

মনে হলো যেন একটা পূর্ণ কবিতা এসে দাঁড়াল

আমার দুয়ারে এসে।



তারপর অনেক দিন পার হয়ে গেছে

চোখাচোখি থেকে একটু ছোঁয়াছুঁয়ি একটু স্পর্শ হাতের

আরেকটু এগিয়ে এসে অনুভব ধ্বক ধ্বক হৃদয়ের

ঠোঁটে ঠোঁটে কখন ভালোবাসায় ডুবে নিবিড়

ভালোলাগার অনুভূতিগুলো তীব্র ছিল আবির

প্রেম ছিল, কথা ছিল

আশা নিরাশার দোদুল্যমান স্বপ্নগুলো চোখে ছিল

বুঝতে পারিনি আমি বুঝতে পারিসনি তুইও হয়তো

শুধু ভালোবাসার অনুভব আর কিছু নয়তো

তারপর????

কাঁচের ঝনঝন শব্দ শুনি

নদী পাড় ভাঙ্গনের শব্দ বুকের গভীরে

ছিটকে দুজন গেলাম দুদিকে সরে

কেন আজো জানা হলো না

হারিয়ে গেলি তুই আর ফিরে এলি না।



তারও অনেকদিন পর আবার দেখা তোর সাথে

কোথায় জানি হেঁটে চলেছিলি একা পথে

আমায় দেখে থমকে দাঁড়ালি, আমিও দাঁড়ালাম চমকে

গলা কি আমার একটু কেঁপে উঠলো?

মনের আড় ভেঙে দিয়ে শুধিলাম

কবিতা!! এত বিধ্বস্ত লাগছে কেন রে তোরে?



মলিন হেসে ক্লান্ত স্বর যেন এলো অনেক দূর থেকে ভেসে ভেসে

অবনমিত চোখ মাটিতে রেখে বললি আমায় –

বড্ড কষ্টরে - জীবন!!



মানুষের বেশে চারিদিকে লোভী মাকড়সা কিছু

লোভী আমিও হয়ে তাঁদের নিয়েছিলেম পিছু

নিজের হাতে নিজেকে শেষ করেছি

তোর ভালবাসার অবমাননার প্রতিদান পেয়েছি

জ্বলছি এখন প্রতিদিন হৃদয়ের দহন

কেটে যাচ্ছে কোনমতে তোর কবিতার দ্রৌপদী জীবন

এহাত ওহাত ঘুরে লোভের ঘরগুলো ডিঙিয়ে

আজ তোর কথা বড্ড মনে হয় রে - জীবন।



তারপর তোর নুয়ে পরা শরীরটাকে

টানতে টানতে চললি আবার পথের বাঁকে

যাবার আগে শেষ কথা বলে গেলি আমায় -

সেদিন সত্যি বুঝি নি রে তোর ভালোবাসার টান

শুনি নি তোর কথা, সামনে ছিল বড় স্বপ্নের দান

বুঝিনিরে সেদিন তোর ভালোবাসার গভীরতা

কিংবা হয়তো বুঝেও পায়ে দলেছিলেম সেদিন হায়

অনুভবে আসে নি কতোটা ভালবাসলে একটা শরীর

তোর কাছে জীবন্ত কবিতা হয়ে যায়!



বলে পথ হেঁটে হারিয়ে গেলি পথের বাঁকে

কত খুঁজে চলেছি তোরে এরপর থেকে

যে ইচ্ছে করে হারিয়ে যেতে চায়

তাকে কি খুঁজে পাওয়া যায়?





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

এহসান সাবির বলেছেন: ওহ! চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.