![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পর্কের প্রতিদান
- যাযাবর জীবন
আজকালকার দিনের সম্পর্কের সংজ্ঞাই মনে হয় বদলে গেছে
আজকালকার দিনের মধুর সম্পর্কের প্রতিদানগুলোও ভিন্ন হয়ে গেছে
তবু সত্যিকার বন্ধুত্বের প্রতিদান, দুঃসময়ের পাশের মানুষ
আর ভার্চুয়াল বন্ধুত্বের প্রতিদান, স্বপ্ন দেখে ওড়ায় ফানুস
তবু সন্তানের প্রতিদান, বাবা মায়ের একপেশে ভালোবাসা ছাড়া আর কিছু না
আর পিতৃত্ব আর মাতৃত্বের প্রতিদান, ওল্ড-হোমের ঠিকানা
ভাই বোনের সম্পর্কগুলো বড়ই তিতা, যদি থাকে স্বার্থের টোকা
স্বামী স্ত্রীর সম্পর্কগুলো আজকাল বড়ই কেমন জানি, আমি বুঝি না
আজকাল ছলনার প্রতিদান, নিত্য নতুন টাকার চালুনিতে সঙ্গী চালা
ইদানীং ভালোবাসার প্রতিদান, প্রতিদিন বয়ে চলা আংরা জ্বালা।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সত্য মনে হয়