![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষণ্ণ
- যাযাবর জীবন
বিষণ্ণ তুমি আর বিষণ্ণ পৃথিবী
বিষণ্ণ দুপুরের বিষণ্ণ প্রকৃতি
বিষণ্ণতায় দুপুরের সূর্য লাল হয়ে আছে ছেয়ে
বিষণ্ণতায় ভরা মন বিষণ্ণ সুরে গেয়ে
এরই মাঝে বেঁচে আছি আমি হয়ে বিষণ্ণ
বোধহীন অনুভূতির ছুঁড়িগুলো বড্ড তীক্ষ্ণ
©somewhere in net ltd.