নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অনুভব

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ভালোবাসার অনুভব



- যাযাবর জীবন







আমি প্রশ্ন করেছিলাম তোকে – ভালোবাসা কি?



তুই জড়িয়ে ধরে বলেছিলি – এই যে, যখন ইচ্ছে তোকে ধরা,



তোর শরীর ছোঁয়া, তোর বুকের গন্ধ শোঁকা।



আর?



আর যখন ইচ্ছে তোর সাথে কথা বলা, তোর সাথে পথ চলা।



পথ চলা কি?



এই যে আমরা দুজন রাস্তার ধার ঘেঁসে এতদূর হেঁটে এসেছি।



আর?



আর আর আর কিছু নয়।



আমি হেসেছিলাম সেদিন, কিছু বলি নি তোকে – মনে পড়ে?







তুই কি ভালবেসেছিলি না ছুঁয়েছিলি আমায়?



শরীরে শরীর ছোঁয়া, সে তো আর ভালোবাসা নয়



পথ চলতে কত বন্ধুর সাথে হাত ধরাধরি, হাসি কান্না গল্পের ছোড়াছুড়ি



মাইলের পর মেইল পথ চলা কত হেসে, সকাল গড়িয়ে সন্ধ্যে কত দিন শেষে



একে কি ভালোবাসা বলে?



নিজেকে দেখে কতবার ছুঁয়েছি আমার শরীর, আয়নায় হাত রেখে;



তবু চামড়ায় মোড়া মাটির ওই দেহকে আমি নিজেই



ভালোবাসতে পারি নি আজো,



তবু তোর সাধ্য ছিল শুধু ওই শরীরটাকে ভালোবাসার



কিংবা হয়তো শুধুই স্পর্শ এক টুকরা মাটির ঢেলার।







তারপর কতদিন পার হয়ে গেছে!



অনুরাগে অনুযোগে, অভিমানের সাগরে



আমায় একা ফেলে তুই গেলি চলে



অথচ সেদিনও বুঝিস নি আমার চুপ করে থাকা



নষ্ট কিছু ভালোবাসার কষ্টের বুকে দিয়েছিলাম পাথর চাপা।



আমাদের সেই চলার পথ আজ বদলে গেছে



– রাস্তা তেমনই আছে পড়ে



আমাদের সেই শরীর কিন্তু আর ছোঁয়াছুঁয়ি খেলা খেলে না



– আমার শরীর হয়তো একটু শুকিয়েছে অনাহারে



তবুও আমার মন তোর মত যায় নি এখনো মরে;



ওহ, তুই তো আবার মন বুঝিস না, বুঝিস শুধুই শরীর।







না কি এখন ভালোবাসার মানে বুঝতে পারিস?



এখনো না পারলেও একদিন পারবি নিশ্চয় এটা আমার বিশ্বাস;



খুঁজবি আমায় এদিক ওদিক হাত গুটিয়ে মন বাড়িয়ে



ঠিক আমার মতন করে



অনুভবে হৃদয়ের স্পর্শের সন্ধানে।







আমি তোকে না ছুঁয়েই স্পর্শ করেছিলাম তোর হৃদয়



তাইতো আজো রাত জেগে বসে থাকিস বুকে নিয়ে ক্ষত



এখনো তোকে আমি না ছুঁয়েই অনুভব করি আমার মত



ভালোবাসার গভীর অনুভব;



আজ কি বুঝতে পারছিস?



ভালোবাসা স্পর্শে নয় রে, শুধুই হৃদয় অনুভবে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আমি তোকে না ছুঁয়েই স্পর্শ করেছিলাম তোর হৃদয়........দারুন লাগলো।।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

নীলফরিং বলেছেন:


তুই কি ভালবেসেছিলি না ছুঁয়েছিলি আমায়?

শরীরে শরীর ছোঁয়া, সে তো আর ভালোবাসা নয়

পথ চলতে কত বন্ধুর সাথে হাত ধরাধরি, হাসি কান্না গল্পের ছোড়াছুড়ি

মাইলের পর মেইল পথ চলা কত হেসে, সকাল গড়িয়ে সন্ধ্যে কত দিন শেষে

একে কি ভালোবাসা বলে?


পূর্ণমত। অসাধারণ। সেটা আসলে আদর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.