নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

দেয়াল



- যাযাবর জীবন











বাঁধাগ্রস্ত আমার দৃষ্টি সীমা



চারিদিকের কৃত্রিম দেয়ালে বন্দী



আমাদেরই তৈরি করা মনের দেয়ালে



খুব কি বেশী পার্থক্য অন্ধত্বের সাথে



নিজেকে বন্দী করে রাখার এ তৈরি দেয়াল



কিংবা স্বেচ্ছায় নিজেকে বিভ্রান্ত করে রাখা



মনকে চোখের আড়াল করার খেয়াল?







আমরা আজ দেখতে চাই না চোখ মেলে চারিদিকের



অশোভন চারিত্রিক সব মনুষ্যত্ব



চোখ বুজে নিজেকে আড়াল করে রাখি



দেখতে যাতে না হয় মানুষের সব পশুত্ব;



ক্ষুধায় জর্জরিত পৃথিবীর রূপ



শীতার্ত মানুষের অভিশপ্ত জীবন যাপন



নারী লোলুপ অমানুষদের গণ ধর্ষণ এর শিকার



মানুষরূপী হায়েনাদের বর্বর নিঃশংস হত্যাকান্ড আর অত্যাচার।







পালিয়ে থাকি আমরা নিজের মাঝে নিজে দু চোখ বন্ধ করে



চোখের সামনে মনের আড়াল তুলে



কিংবা মনের সামনে অন্ধত্বের এক মেকি দেয়াল তুলে;



এভাবে আর কতকাল?



নিজেকে করে রাখব আড়াল;



নিজে হতে?







সময় এসেছে আজ দেয়াল ভেঙ্গে ফেলার



দেখি না কতটুকু হয়েছে আজকের সভ্যতার অগ্রগতি



কিংবা অসভ্যতার পরিণতি!



আজ সময় হয়েছে দেয়াল ভাঙ্গার, মনের ও চোখের



আর কিছু না হোক চারিদিকে অসংলগ্নতা দেখে



মনেতে জাগবে তো একটু ভয়!



আর যদি কোনো কারণে বিবেক একটু কথা কয়



তবে চোখেতে আসবেই একটু জল



দেখে চারিদিকের অযাচিত কোলাহল।







তবুও তো নিজেকে একটু সান্ত্বনা দিতে পারব –



আমি এখনও মানুষ আছি



আমি আজো মানুষ হয়ে বেঁচে আছি।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.