![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো ধাগায় বাধা স্বার্থের বাঁধন
- যাযাবর জীবন
গাঁথার কথা ছিল সোনালি সুতোয় সম্পর্কের মালাগুলো
মধুর ভালোবাসায় পরস্পর জড়িয়ে থাকার কথা
মধুর সম্পর্কের বিনি-সুতোয় গাঁথা
তবু আজ দেখি স্বার্থের কালো সুতোয় গাঁথা সম্পর্কগুলো
বহমান যুগের চোরাবালিতে আজ যেন ডুবন্ত
মধুর স্মৃতিতে আঠা দিয়ে গাঁথা সম্পর্কগুলো
ফিকে পড়ে যায়।
ভাই আর বোন রক্তের সম্পর্ক ওপর ওয়ালার দান
স্বার্থের পাকানো দড়িতে রক্তের বজ্র আঁটুনি
খুলে যেতে দেখি, দেখি সম্পর্কের অপমান
তুচ্ছ স্বার্থের পরে যে যার পথ দেখে
রক্ত সম্পর্কের সমাপ্তির বিধান;
বন্ধু বান্ধব সুসময়ে চারিধার ঘিরে থাকে
অসময়ে দেখি দুধের মাছি
চাকের মধু শেষ না হতেই উড়ে চলে যায়
যে যার ভুবনে, নতুন আরেকটি সম্পর্ক স্থাপনে।
সুসময়ে আত্মীয় স্বজনে মুখরিত চারিদিক
মধ্যমণি হয়ে থাকি, পাই ভালোবাসার ঝিলিক
অসময়ে নামে মাত্র আত্মীয় সম্পর্ক
প্রয়োজনে হাত বাড়ালে শূন্য চারিদিক;
স্বামী-স্ত্রী দুটি প্রাণী
গাঁটছড়া বেধে দিয়ে পাঠিয়েছেন ওপর ওয়ালা
করে পরিপূরক পরস্পরের
অঙ্গা অঙ্গী জড়িয়ে থাকার অঙ্গীকার বদ্ধ করে
সংসারে অর্থের কিংবা সম্পর্কের তুচ্ছ টানাপোড়ন
মধুর এ সম্পর্ক ইতিহাস হয়ে রয়
ছিটকে দুজন দুদিক পানে।
সন্তান সন্ততি নাড়ী ছেঁড়া ধন
বড্ড কষ্ট করে বাবা-মা করেছেন লালন
আজ স্বার্থের প্রয়োজনে বুড়ো বুড়ির স্থান
এ প্রজন্মের নতুন আবিষ্কার - বৃদ্ধাশ্রম
কালের আবর্তে এ কেমন স্বার্থের প্রয়োজন?
না কি যুগের নামে অজানা এক নতুন বন্ধন।
অপরদিকে বাবা-মা
কি অপার স্নেহেই না মানুষ করেছিলেন
এক একটি সন্তান
ভালোবাসা আর মমতায় সারা দিন মান
তাদের চোখে না কি সকল সন্তানই সমান
তবে কেন ছেলে মেয়ের উপার্জনের নিক্তিতে
ভাগ হয় আজ ভালোবাসার পরিমাণ?
একজন টাকার পাহাড় গড়ে
বাবা মায়ের উচ্ছ্বাস ঝরে
দামী গাড়িতে করে নতুন করে হানিমুন করে
তাঁদেরই অন্য আরেকটি সন্তান সংসারের লাঙ্গল কাঁধে
জীবন যুদ্ধ করে জীবিকার সন্ধানে
পীড়িত, নিপীড়িত বাবা মায়ের সংসার থেকে নির্বাসিত
কুলাঙ্গার খেতাব নিয়ে
যেহেতু কিছু করতে পারে নি জীবনে
অসুস্থ সন্তান ধুঁকে ধুঁকে মরে
ভাই বোন বাবা মা মুখ ফিরিয়ে রয় নির্বিকারে।
দেখেছি আমি সম্পর্কের সবগুলো রূপ
স্বার্থের প্রয়োজনে সকলেই বিমুখ।
এ কেমন ভালোবাসার জোয়ার চারিদিক জুড়ে
স্বার্থের পাল্লার মাপকাঠিতে
সম্পর্কের নিক্তিতে এ কোন চোরা মাপ?
স্বার্থের মূল্যে সম্পর্কের পরিমাপ।
কথা ছিল সম্পর্ক গুলোর বিনি-সুতোয় মালা গাঁথার
তবু বাস্তব জীবনে কালো ধাগায় বাধা হয়ে রয়
স্বার্থের একটু টানেই ছিঁড়ে যেন যায়
মধুর সম্পর্কের মুক্তোগুলো পড়ে রাস্তায় হারায়
ওদিকে জীবনের প্রয়োজনে জীবন গড়ায়।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩
আশিক মাসুম বলেছেন: এ কেমন ভালোবাসার জোয়ার চারিদিক জুড়ে
স্বার্থের পাল্লার মাপকাঠিতে
সম্পর্কের নিক্তিতে এ কোন চোরা মাপ?
স্বার্থের মূল্যে সম্পর্কের পরিমাপ।
অসাম।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩
স্বপনবাজ বলেছেন: মধুর সম্পর্কের মুক্তোগুলো পড়ে রাস্তায় হারায়
ওদিকে জীবনের প্রয়োজনে জীবন গড়ায়।
++