![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতি
- যাযাবর জীবন
কামারের কাজ দেখি অবাক চোখে
আগুনের হাপরে তাতানো লোহার টুকরো
লাল হয়ে আসতেই ছন্দবদ্ধ হাতুড়ীর শব্দ
ধীরে ধীরে জড় লোহার পরিণতি
নিত্য প্রয়োজনীয় বস্তু-সামগ্রী
দা, বটি, কোদাল কিংবা শাবল
কি সুন্দর হাতের কাজ
অভিভূত হয়ে দেখি।
অপরদিকে তোর কর্ম দেখি
অনুভূতিহীন চোখে
আমাকে আগুনে না পুড়িয়েই
আঘাতের পর আঘাত করে যাচ্ছিস
কি যে বানাতে চাস, তা তুই ই জানিস
ভোতা হয়ে গেছে অনুভূতিগুলো ঘা খেতে খেতে
শুধু শুধুই লাশের গায়ে ঘা দিয়ে যাচ্ছিস
না কি তুই নিজেই অনুভূতিহীন হয়ে পড়েছিস?
©somewhere in net ltd.