নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

নর সমাজের নিষিদ্ধ কথন

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

নর সমাজের নিষিদ্ধ কথন

- যাযাবর জীবন







নারী নাক্ষত্র জানে আকাশের তাঁরা



সূর্যে সূর্যে হাঁটে



কলাগাছ জানে ষোলো কলা তাঁর



কে কোন গাছে থাকে;



অসহায় ভগবান সৃষ্টিকে দেখে



অসহায় পুরুষ না বুঝে চেয়ে থাকে



পোকামাকড়ে জানে কর্মকাণ্ড



পাতায় পাতায় হাঁটে।







লোহিত কণিকা শিউরে ওঠে



রক্ত প্রবাহ স্রোতে



নিউরন কোষগুলো বোকা হয়ে রয়



দেখে অনুভবগুলো কিভাবে সযতনে ঢাকে;



ওপর ওয়ালাই হতভম্ব না বুঝে তারই সৃষ্টির মন



অনেক সযতনে বানিয়েছিল তাঁদের



ঢেলে দিয়ে প্রাণ মন



চন্দ্র বিজয় করেছে মানব বোঝে না নারীর মন।







প্রতি মুহূর্তে রঙ বদলায়



অসহায় শিল্পী তুলি হাতে হায়



মুহূর্তে বদল চেহারাতে তায়



তুলি হাতে সংশয়



সাদা ক্যানভাসে ফোঁটাতে না পাড়া



নারীবিম্বের অবক্ষয়



কবির ভাবনায় নারী মাত্রই শতরূপা হয়ে রয়



পরাজিত হয় শব্দমালা তবু কবিতা কথা না কয়।







দৈহিক বলে অবলা নারী ছলনায় নরের ভয়



এখানে এসেই নারীর কাছে নরের পরাজয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.