![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের লীলা খেলা
- যাযাবর জীবন
সিগারেটের আগুন জ্বলছে
পুড়ছে একটু একটু করে
ছাই হওয়ার তরে;
হৃদয়ে আগুনের হলকা
দাউ দাউ জ্বলছে দাবানলের মত
ছাই হবে না অঙ্গারে পোড়াবে
কোথাও ধোঁয়া নেই তবু
হৃদয় পোড়া গন্ধ
নিজেরই,
ধ্বক করে নাকে লাগে
কিংবা বুকে বাজে;
অন্তর-ক্ষরণের কারিগরি দক্ষতা দেখি নির্লিপ্ত চোখে
মনের গভীরে যা অবিরাম আঘাত হেনে যাচ্ছে
মানুষ চেয়ে চেয়ে বাইরের রূপ দেখে
অন্তরের ক্ষরণ দেখার সময় কোথায় কার
নিজেই চেখে যাচ্ছি রক্তের নোনা স্বাদ আমার।
একদিন হয়তো এভাবেই শেষ হয়ে যাবে
জীবনের বাকি কটা দিন
অবধারিত নিয়তির রহস্য লীলা বোঝা দায়
জীবন আছে, মরণ আছে
আরো কত কিছু দেখার বাকি আছে এ ধরায়
কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো বজ্রপাত
কখনো হাসি কখনো কান্না কখনো দুঃখ বিলাস
কত আর দেখব এ পৃথিবীর আজব সব খেলা
জীবনের সমাপ্তিতে মৃত্যু এসে ঢেকে দেবে সাদা কাফনে
তবেই শেষ হবে দেখা নিয়তির রহস্যময় লীলা!
২| ০৭ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৬
বটের ফল বলেছেন: ২নং ভালোলাগা সহ +++++++++++
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ ভোর ৫:০৪
আমিই মিসিরআলি বলেছেন: ++++++++