![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের মরা নদী
- যাযাবর জীবন
একটি নদী দুর্দান্ত খরস্রোতা
একই নদী আজ শুকিয়ে গেছে জলধারা
একটি নদী বন্যায় বান ডাকে
একই নদী পানি না পেয়ে তৃষ্ণায় কাঁদে।
একটি নদী দুকুল ছাপানো জল
একই নদীতে কান্নার কোলাহল
একটি নদী পাড় ভাঙ্গানিয়া ঢেউ
এখন চারিদিক ধু ধু বালুচর কোথাও নেই কেউ।
করুণ চোখে তাকিয়ে দেখি
সরু এক জলধারা, আমারই
অথচ আমি ছিলাম এক খরস্রোতা নদী
ছাপিয়ে দুকুল ভাসিয়ে কুলকুল
ধসিয়ে গুড়িয়ে ভেঙ্গেচুরে নদী পাড়
তাণ্ডব বন্যা মাঝে মাঝে
আজো সেই দিনগুলোর কথা বুকে বাজে
কি যে এক দিন ছিল আমারই।
চিন্তিত নদী মগ্ন বিভোর, ভাবে;
আজ তার কেন এ মরণ দশা হবে
অনেক ভেবেছে কি ছিল তার দোষ
আজকের রূপ দেখে মনে মনে করে যায় খোঁজ;
ভেবে পায় না কে করল তার এই সর্বনাশ
খরস্রোতা জলে কে পেতেছিল গোপন ফাঁদ
ভেবে চিন্তে আটকে থাকা স্মৃতিতে দেখে, তারই জলধারায়
অনেক ওপরে দেয়া হয়েছিল এক মরণ বাঁধ।
২| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৭
আমিই মিসিরআলি বলেছেন: +++++
৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩
আশিক মাসুম বলেছেন: সুন্দর !!
২য় ভাল লাগা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২১
শিপন মোল্লা বলেছেন: অনেক দিনপর আপনার কবিতা পরলাম। আছেন কেমন ?